× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক প্রযুক্তি ইতিহাসের সমাপ্তি

সোমবার বিদায় নিচ্ছে স্কাইপ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৩:১৬ এএম

সোমবার বিদায় নিচ্ছে স্কাইপ

সোমবার বিদায় নিচ্ছে স্কাইপ

প্রযুক্তির জগতে এক সময়ের অপ্রতিদ্বন্দ্বী নাম, স্কাইপ। অফিস মিটিং থেকে শুরু করে দূর দেশে থাকা প্রিয়জনের সঙ্গে দেখা করার একমাত্র ভরসা ছিল এই অ্যাপ। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি আরও বহুদূর এগিয়েছে। সেই পরিবর্তনের তোড়ে অবশেষে দু’দশকের পথচলার পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ।

মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকেই স্কাইপের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই ঘটনার মধ্য দিয়ে প্রযুক্তি জগতের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।

২০০৩ সালে যাত্রা শুরু করা স্কাইপ খুব দ্রুত পৃথিবীজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সময়ের তুলনায় ইন্টারনেটের গতি অনেক কম হলেও, স্কাইপের কলিং পরিষেবা মানুষকে আস্থার জায়গা দেয়। এক কথায় স্কাইপ ভিডিও ও ভয়েস কলের মাধ্যমে বিপ্লব ঘটায়। কিন্তু সময় বদলেছে এবং প্রযুক্তি এগিয়েছে অনেক দূর।

প্রায় ৮.৫ বিলিয়ন ডলার খরচ করে ২০১১ সালে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। স্কাইপ তখন প্রতিদিন ব্যবহার করতেন প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ। মাইক্রোসফট এরপর একাধিকবার অ্যাপটির ডিজাইন পরিবর্তন করে, নতুন ফিচার যেমন- স্কাইপ ক্লিপস ও এআই-ভিত্তিক কো-পাইলট যুক্ত করেও আগের জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। বহুদিনই আগেই  স্কাইপ শেষ হয়ে গিয়েছিল। ফলে এই ‘মৃত্যু’ ছিল স্বাভাবিকই। বাকি ছিল কফিনে শেষ পেরেকটি ঠোকা। এবার শেষ পেরেকটি মারা হবে সোমবার (৫ মে)।

স্কাইপের পতনের অন্যতম কারণ ছিল আধুনিক যোগাযোগ প্ল্যাটফর্মের আবির্ভাব। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জুম, গুগল মিট-এসব প্ল্যাটফর্ম সহজ ব্যবহার এবং উন্নত ফিচারের মাধ্যমে স্কাইপকে ছাড়িয়ে গেছে। মাইক্রোসফটের টিমসও বর্তমানে কর্পোরেট মিটিংয়ের জন্য জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। মাইক্রোসফটেরই আরেক পরিষেবা টিমস এখন কর্পোরেট মিটিং ও অফিস কমিউনিকেশনের জনপ্রিয় মাধ্যম।

স্কাইপ এক সময় ছিল দূরত্ব ঘোচানোর মাধ্যম, প্রিয়জনের সঙ্গে দেখা, বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিও আড্ডা, আন্তর্জাতিক ব্যবসায়িক আলোচনার জায়গা। প্রযুক্তির এক যুগের অবসান হলেও, স্কাইপের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো মানুষের মনে চিরকাল থাকবে।

স্কাইপ শুধু একটি অ্যাপ ছিল না। এটি ছিল দূরত্ব ঘোচানোর মাধ্যম। বিদেশে থাকা প্রিয়জনের সঙ্গে দেখা, দূরদর্শনের যুগে বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিও আড্ডা, আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে ব্যবসার আলোচনা এই সবই স্কাইপের মাধ্যমে সম্ভব হয়েছিল এক সময়।

বহু মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে স্কাইপের স্মৃতি। তাই এই বিদায় কেবল একটি অ্যাপের নয়, প্রযুক্তির একটি আবেগঘন যুগেরও অবসান।  

মাইক্রোসফট জানিয়েছে, বর্তমান ব্যবহারকারীদের চিন্তার কোনো কারণ নেই। সকল চ্যাট, কনট্যাক্ট ও তথ্য মাইক্রোসফট টিমস-এ স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা সহজেই তাদের তথ্য সেখানেই সংরক্ষণ করতে পারবেন।

প্রযুক্তির জগতে কিছু নাম ইতিহাস হয়ে যায়—স্কাইপ তারই একটি উদাহরণ। প্রায় ২২ বছরের ইতিহাস শেষে বিদায় নিচ্ছে এই অ্যাপ, রেখে যাচ্ছে স্মৃতিভরা যুগ, ডিজিটাল সংযোগের এক বৈপ্লবিক অধ্যায়। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 কোন কুচক্রী মহল ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু

কোন কুচক্রী মহল ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু

 ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪২৯ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪২৯ জন হাসপাতালে

 চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে

চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে

 মৌলিক সংস্কারের ‘বেশিরভাগ’ বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

মৌলিক সংস্কারের ‘বেশিরভাগ’ বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

 সেপ্টেম্বরের শুরুতেই ডাকসু নির্বাচন, তফসিল ২৯ জুলাই

সেপ্টেম্বরের শুরুতেই ডাকসু নির্বাচন, তফসিল ২৯ জুলাই

সংশ্লিষ্ট

ঢাকায় আসছেন স্টারলিংকের ভাইস চেয়ারম্যান

ঢাকায় আসছেন স্টারলিংকের ভাইস চেয়ারম্যান

আগামীকাল মিলবে ফ্রি ইন্টারনেট, পাবেন যেভাবে

আগামীকাল মিলবে ফ্রি ইন্টারনেট, পাবেন যেভাবে

গুগলের জেমিনিতে ছবি থেকে ভিডিও তৈরির নতুন ফিচার ‘ভিও থ্রি’ চালু

গুগলের জেমিনিতে ছবি থেকে ভিডিও তৈরির নতুন ফিচার ‘ভিও থ্রি’ চালু

কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট দেবে ফিজিওথেরাপি

কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট দেবে ফিজিওথেরাপি