সংগৃহীত ছবি
কম্বোডিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করেছে। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ বন্ধে ট্রাম্পের ভূমিকার জন্য এই মনোনয়ন দেওয়া হবে।
শুক্রবার (১ আগস্ট) কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী সান চানথোল এ তথ্য নিশ্চিত করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে পাঠানো এক বার্তায় চানথোল এই মনোনয়নের বিষয়টি স্বীকার করে বলেন, ‘হ্যাঁ’। এর আগে নমপেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাকে নোবেল পুরস্কারের যোগ্য বলে উল্লেখ করেন।
গত সপ্তাহে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ হয়। এ সময় ট্রাম্প ফোন করে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। পরে মালয়েশিয়ার মধ্যস্থতায় সোমবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয় এবং তিন লাখের বেশি মানুষ সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হয়।
হোয়াইট হাউসও ট্রাম্পের ভূমিকাকে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে বলেন, ট্রাম্পের কারণেই এই শান্তি সম্ভব হয়েছে। তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক!
এর আগে জুন মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতা করায় ট্রাম্পকে নোবেল দেওয়ার সুপারিশ করে পাকিস্তান। গত মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পের নাম প্রস্তাব করেন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শহরটি থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে এ ভূমিকম্প হয়েছে বলে দ্বীপটির আবহাওয়া বিষয়ক প্রশাসন জানিয়েছে। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে এই কম্পন অনুভূত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও তাইওয়ানের আবহাওয়া প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, তাইওয়ানের পূর্ব উপকূলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবনও কিছু সময়ের জন্য কেঁপে উঠেছে।আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩১.৬ কিলোমিটার। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপ ভূখণ্ডে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।ভোরের আকাশ/এসএইচ
১৩ বছর আগে গুমের পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে মর্মে তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।তাজুল ইসলাম জানান, তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে একশ’র বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ইলিয়াস আলীর বিষয়টিও রয়েছে। ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানী থেকে নিখোঁজ হয়েছিলেন সিলেট-২ আসনের সাবেক এই সংসদ সদস্য।গুম ও শতাধিক মানুষকে হত্যার দায়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযোগের মধ্যে রয়েছে গাজীপুরে তিনজনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর-দুয়ানিতে ৫০ জন হত্যা এবং বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যা।এছাড়াও বিএনপি নেতা চৌধুরী আলম, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমেদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জিয়াউলের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর। এসব বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আগামী ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। — Copied from www.khoborsangjog.com © 2025ভোরের আকাশ/এসএইচ
মরক্কোর উপকূলীয় সাফি শহরে সপ্তাহান্তে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় আহত হয়ে আরও ১৪ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার ভারী বৃষ্টিপাতের কারণে বন্দর নগরী সাফির পুরনো শহরে বাড়িঘর ও দোকানপাটে জল ঢুকে যায়, গাড়ি ভেসে যায় এবং মরক্কোর রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার (২০৫ মাইল) দক্ষিণে অবস্থিত এই শহরটির এবং এর আশেপাশে অনেক রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিষ্কার করার জন্য সোমবার শহরে স্কুল বন্ধ ঘোষণা করা হয়।স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুরনো শহরে রাস্তাঘাট জলমগ্ন এবং গাড়ি ডুবে আছে। এছাড়া কর্তৃপক্ষ উদ্ধার অভিযানে নৌকা ব্যবহার করছে।কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ৭০টি বাড়ি এবং দোকান বন্যায় ডুবে গেছে।সাত বছরের খরার পর মরক্কো বর্তমানে ভারী বৃষ্টিপাত এবং অ্যাটলাস পর্বতমালায় তুষারপাত দেখছে, এই খরায় দেশটির কিছু প্রধান জলাধার শুকিয়ে গিয়েছিল।ভোরের আকাশ/এসএইচ
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দুই ব্যক্তি বাবা ও ছেলে।নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এবং তার ৫০ বছর বয়সী বাবা রবিবার সন্ধ্যায় বন্ডি বিচে ‘হানুক্কা বাই দ্য সি’ অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালান। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।ড্রোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, এক হামলাকারী পথচারী সেতু থেকে গুলি চালাচ্ছিলেন। পুলিশের গুলিতে আঘাত পেয়ে তিনি নিচে পড়ে যান। অপর হামলাকারী তখনো নিচে দাঁড়িয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালাতে থাকেন।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ক্যাম্পবেল প্যারেডে গাড়ি থামিয়ে প্রায় ১০ মিনিট ধরে অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়েন। এতে উৎসবে অংশ নেওয়া পরিবার, শিশু ও পর্যটকরা হতাহত হন।নাভিদ আকরাম সিডনির বনিরিগ এলাকার বাসিন্দা। হামলার আগে তিনি তার মাকে জানান, মাছ ধরতে যাচ্ছেন। তারপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বাবা ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন।হামলায় আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিডনির শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ব্রিটিশ বংশোদ্ভূত রাব্বি এলি শ্ল্যাঙ্গারও রয়েছেন।দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়ায় ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। এই হামলার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা হবে।অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, হামলাকারীদের একজন আগে তাদের নজরে থাকলেও তাৎক্ষণিক হুমকি হিসেবে চিহ্নিত ছিলেন না।সূত্র: ডেইলি মেইলভোরের আকাশ/মো.আ.