আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০২:২৫ পিএম
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং
দক্ষিণ কোরিয়ার কেন্দ্র-বামপন্থি রাজনীতিক লি জে-মিয়ং দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
বুধবার (৪ জুন) ভোরে জাতীয় নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই তিনি দেশের নেতৃত্ব গ্রহণ করেন।
ফ্রান্স টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক আইন সংক্রান্ত বিতর্কিত পদক্ষেপ এবং পরবর্তী অভিশংসনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে লি জে-মিয়ং বিরোধী ডানপন্থি প্রার্থী কিম মুন-সুকে বড় ব্যবধানে পরাজিত করেন। লি পেয়েছেন মোট ভোটের ৪৯.৪ শতাংশ, আর কিম পেয়েছেন ৪১.২ শতাংশ।
জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান রোহ তে-আক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, ‘ডেমোক্রেটিক পার্টির লি জে-মিয়ং-কে আমরা দক্ষিণ কোরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করছি।’
এর আগে রাতেই কিম মুন-সু পরাজয় স্বীকার করে নেন।
ভোরের আকাশ/এসএইচ