গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দুই প্রধান মহাসড়ক অবরোধ করেছেন একটি সুতা তৈরি কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।শ্রমিকদের অভিযোগ, শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানাটির চীনা মালিকরা কয়েক মাস ধরে দেশে নেই। তাদের অনুপস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না শ্রমিকরা। বারবার দাবি জানানো হলেও সমাধান হয়নি। তাই আজ সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা হঠাৎ সড়ক অবরোধ করেন।একজন নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের আর কোনো দাবি নেই, শুধু বেতন চাই। বেতন না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। একইভাবে শ্রমিক সুরুজ মিয়া জানান, ঘরভাড়া দিতে পারছি না, মালিক ঘর থেকে বের করে দেবে। স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় ঘুরতে হবে।এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ব্যস্ততম দুই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।ভোরের আকাশ/তা.কা
১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৭ এএম
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে চলছে হরতাল
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা দুইদিনের হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে হরতাল বাস্তবায়ন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।এদিকে সকাল ৮টা থেকে হরতালের সমর্থনে বিভিন্নস্থানে মিছিল শুরু করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সাড়ে ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করেন জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেন। চারটি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন। যতদিন পর্যন্ত ৪টি আসন ফিরিয়ে না দেবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে।নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণ মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে দাবি সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। চুড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল।ভোরের আকাশ/তা.কা
১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২ এএম
মহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট
মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কের দুইপাশই বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সড়কের দুইপাশেই বাস রেখে সড়ক বন্ধ করে দেন তারা। এ কারণে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের ঝামেলা হয়। এরপর চালক-শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনরা বৈঠকে বসেন। এর মধ্যে একতা পরিবহনের আরও ৭-৮টি বাস শিক্ষার্থীরা আটকে দেয়। এর জেরে শ্রমিকরা রাস্তা আটকে দিয়েছে।ওসি বলেন, সমস্যা সমাধানে শ্রমিক নেতা ও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ আলোচনা করছে।মোটরসাইকেল আরোহী শিমুল বলেন, সড়ক আটকে রাখার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনেও মানুষ যাতায়াত করতে পারছে না। তারা মোটরসাইকেলও যেতে দিচ্ছে না।ভোরের আকাশ/মো.আ.
পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলার বাসিন্দারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে। এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে।অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নিজেরাই নানা স্লোগান দেন, যেমন— “সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই”, “পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়”, “জনগণের কণ্ঠস্বর দমিয়ে রাখা যাবে না” এবং “গণদাবি অমান্য হলে গণআন্দোলন”।অবরোধকারীরা অভিযোগ করেছেন, বেড়া উপজেলাকে অন্যভাবে ভাগ করে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা তাদের ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।অবরোধের নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানিয়েছেন, “সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ চলছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।”ভোরের আকাশ/মো.আ.
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:১২ পিএম
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করায় বিক্ষোভ করছেন স্থানীয়রা।রোববার (৭ সেপ্টেম্বর) সকালে তারা চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।বিক্ষুব্ধরা বলেন, আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে।এর আগে, গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়ন। পাশাপাশি উন্নয়ন বঞ্চিত হবেন মানুষজন। তাই ওই দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান বক্তারা।ভোরের আকাশ/এসএইচ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৭ পিএম
কুড়িলের সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
ঘন ঘন সড়ক অবরোধের ঘটনায় চরমভাবে ব্যাহত হচ্ছে নাগরিক জীবনযাত্রা। প্রতিদিনই রাজধানীতে এক থেকে দুটি সড়ক অবরোধের ঘটনা ঘটছে।বুধবার (৩ সেপ্টেম্বর) ইউরোজোন ফ্যাশনসের প্রায় হাজার খানেক শ্রমিক কুড়িল এলাকায় সড়ক অবরোধ করেন। তারা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে সড়কের উভয় লেন বন্ধ করে দেন।কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ। বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে প্রায় চার ঘণ্টা অবরোধের পর রাজধানীর কুড়িলে সড়ক ছেড়েছেন ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা। আজ বিকাল পৌনে চারটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ওই সড়কে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে বৈঠক করে। সেখানে সরকারের মধ্যস্থতায় মালিকপক্ষ থেকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হয়।জিয়াউর রহমান বলেন, ‘আশ্বাস পাওয়ার পর বিকাল পৌনে চারটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের অপেক্ষায় ছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সময়মতো সেটি না দেওয়ায় বাধ্য হয়ে সড়ক অবরোধে নামতে হয়েছে। সরকার ও মালিকপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।বেলা ৩টার দিকে কুড়িলের একটি মোটর পার্টস দোকানের কর্মী তৌফিকুর রহমান জানান, দুপুর ১২টা থেকেই শ্রমিকেরা রাস্তায় নামতে শুরু করে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অনেকে হেঁটে গন্তব্যের পথ ধরেন। স্কুল ছুটির পর শিশুদের নিয়ে বিপাকে পড়েন তাদের অভিভাবকেরা।পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা বলছেন,‘দুপুর ১২টার আগ থেকেই বাড্ডা-কুড়িল সড়কটির ইনকামিং ও আউটগোয়িং উভয় লেনই বন্ধ করে বিক্ষোভ শুরু করে ইউরোজোন নামে একটি কারখানার শ্রমিকেরা। যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইওভারের ওপরেও।’সেখানে বলা হয়েছে, ‘ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস এর প্রায় ৫০০ কর্মীরা বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং এ রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে।’ভোরের আকাশ/এসএইচ
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৩ পিএম
৬ দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মত রেলপথ অবরোধ করে আন্দোলন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার বেলা ১২টার দিকে জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।বহিরাগতদের হামলার ঘটনায় উপাচার্যের ক্ষমা চাওয়াসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এএইচ এম হিমেল বলেন, “সোমবার সকালে আমরা ৬ দফার আলটিমেটাম দিয়েছিলাম। এখন পর্যন্ত প্রশাসনের কোনো সাড়া নেই। তাই বাধ্য হয়ে দাবি আদায়ে রেলপথ অবরোধ করেছি। প্রশাসন এসে আশ্বস্ত করলেই আমরা অবরোধ তুলে নেব।”আরেক শিক্ষার্থী ফৌজিয়া নাজনীন বলেন, “দাবি আদায়ে আন্দোলন করতে হয় এটা বাংলাদেশের কালচার। কিন্তু দাবি আদায়ের আন্দোলনে বহিরাগতদের দিয়ে হামলা করানো কতটা যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে-চলবেই।”এর আগে প্রায় এক মাস ধরে ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।রোববার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি সমাধান না হওয়ায় দুপুর ১টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ভিসিসহ আড়াই শতাধিক শিক্ষক-কর্মকর্তাকে আটকে রেখে গেইটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।বিষয়টি সমাধানে ক্যাম্পাসে ছুটে যান ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকেন।সন্ধ্যার পর উপাচার্যের বাসভবনের পাশ থেকে ২৫০ থেকে ৩০০ জন বহিরাগত দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে তালা ভেঙে দিলে শিক্ষক ও কর্মকর্তারা বেরিয়ে যান। এ সময় সাংবাদিক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।পরে উদ্ভুত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সব শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।তবে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা ‘কে আর’ মার্কেটে জড়ো হন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ছয় দফার আল্টিমেটাম দেন তারা।পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একেএম ফজলুল হক ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে এককভাবে আমার কিছু করার নেই। অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সুন্দর সিদ্ধান্ত হয়েছিল কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে বিপথে হেঁটেছে।“উদ্ভূত পরিস্থিতিতে হল ছাড়ার নির্দেশনা না মেনে তারা আন্দোলন করছে। বিষয়টি এখনো আমার নিয়ন্ত্রণে নেই, জেলা প্রশাসক যা ভালো মনে করবেন তাই হবে।”তবে এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম সোমবার বলেছিলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দেখবে। সেখানে তাদের বলার কিছু নেই।ভোরের আকাশ/মো.আ.
০২ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৩ পিএম
নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের কুমিল্লার নেতৃবৃন্দ।শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।এ সময় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জানান বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের উভয় লেনে অন্তত ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।‘বিক্ষোভে যে পথে গেছে আপা’, ‘সেই পথে যাবে জাপা’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’,‘দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ’,‘রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের।দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া ওই অবরোধ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে। দুপুর ১টার দিকে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহাসড়ক ত্যাগ করেন অবরোধকারীরা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
৩০ আগস্ট ২০২৫ ০৩:৪৭ পিএম
শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (২৭ আগস্ট) বেলা সোয়া ১১টায় শুরু হওয়া কর্মসূচির কারণে শাহবাগমুখী চারটি সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের পর প্রায় ৫ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর রাতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়েন তারা। রাতে কর্মসূচি শেষ করে চলে যাওয়ার সময় প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বুধবারের কর্মসূচি ঘোষণা করেন।প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হলো১। ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।২। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।৩। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।ভোরের আকাশ/এসএইচ
২৭ আগস্ট ২০২৫ ১২:৪১ পিএম
গাজার ১০ লাখ নারী ও কিশোরী চরম অনাহারে
ইসরায়েলের অব্যাহত অবরোধ ও বিধ্বংসী হামলার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ১০ লাখ নারী ও কিশোরী ভয়াবহ অনাহারের মধ্যে পড়েছেন।জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আনাদোলুর।শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “গাজার নারী ও মেয়েরা গণঅনাহার, সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছেন। তারা জীবন বাঁচাতে ক্রমেই বিপজ্জনক কৌশল নিতে বাধ্য হচ্ছেন— যেমন খাবার ও পানি খুঁজতে বাইরে এমন স্থানে যেতে হচ্ছে যেখানে গুলি বা হামলায় নিহত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।”ইউএনআরডব্লিউএ গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া ও বড় আকারে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বানও জানিয়েছে।আনাদোলু বলছে, গাজা বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। যুদ্ধের ধ্বংসযজ্ঞের সঙ্গে যুক্ত হয়েছে দুর্ভিক্ষ। চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। এতে সীমান্তে হাজার হাজার সহায়তা-ট্রাক আটকে থাকলেও সেগুলো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সীমিত আকারে যে সামান্য সরবরাহ ঢুকতে পারছে, তা লাখো ক্ষুধার্ত মানুষের চাহিদার তুলনায় অনেক কম।এর আগে চলতি মাসের শুরুতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছিল, গাজার মোট ২৪ লাখ মানুষের মধ্যে এক-তৃতীয়াংশ কয়েকদিন ধরে কোনো খাবার পাচ্ছে না।২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৬১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং জনগণকে দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দিয়েছে।গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৭ আগস্ট ২০২৫ ০১:১১ পিএম
সিরাজগঞ্জে রেলপথ অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রেলপথ ব্লকেডের কারনে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা।বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে এলাকায় এই কর্মসূচি পালন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।রেলপথ ব্লকেডের কারণে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।আব্দুল আজিজ নামের এক যাত্রী বলেন, আমি নাটোরে যাওয়ার জন্য সকাল সাড়ে আটটা থেকে উল্লাপাড়া স্টেশনে বসে আছি। ছাত্ররা রেললাইন অবরোধ করেছে যার কারণে ট্রেন চলাচল বন্ধ আছে। এখন দেড়টা বাজে তাদের আন্দোলন চলমান আছে। জানি না তাদের আন্দোলন কখন শেষ হবে। এই আন্দোলনের জন্য আমি সহ অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছি।যাত্রী আছমা খাতুন বলেন, সকাল ১০টা স্টেশনে বসে আছি, আমি দিনাজপুর যাবো। রেলপথ অবরোধ করে ছাত্ররা আন্দোলন করছে। এর জন্য সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। জানিনা ছাত্রদের আন্দোলন কখন শেষ হবে। আর ট্রেন চলাচল শুরু হবে। তারপরে আমার গন্তব্যে যেতে পারবো।উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, আজ সকাল নয়টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে আন্দোলন শুরু করেছে। এখন পর্যন্ত তাদের আন্দোলন চলমান আছে। রেলের নিরাপত্তায় উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ অবস্থান নিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।তিনি আরও জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৩৯ মিনিটে, চিলাহাটি থেকে ঢাকাগামী ননস্টপ চিলাহাটি এক্সপ্রেস সকাল ১১টা ২৮ মিনিটে এবং ঢাকাগামী ননস্টপ কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর ১টা ৪৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে অবরোধের কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটতে পারে।অবরোধের কারণে শতাধিক যাত্রী স্টেশনে অপেক্ষা করছেন। অনেকে দীর্ঘসময় অপেক্ষার পর বিকল্পভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।ভোরের আকাশ/জাআ