বকেয়া পরিশোধের আশ্বাস
ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
ঘন ঘন সড়ক অবরোধের ঘটনায় চরমভাবে ব্যাহত হচ্ছে নাগরিক জীবনযাত্রা। প্রতিদিনই রাজধানীতে এক থেকে দুটি সড়ক অবরোধের ঘটনা ঘটছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ইউরোজোন ফ্যাশনসের প্রায় হাজার খানেক শ্রমিক কুড়িল এলাকায় সড়ক অবরোধ করেন। তারা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে সড়কের উভয় লেন বন্ধ করে দেন।
কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ। বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে প্রায় চার ঘণ্টা অবরোধের পর রাজধানীর কুড়িলে সড়ক ছেড়েছেন ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা। আজ বিকাল পৌনে চারটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ওই সড়কে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে বৈঠক করে। সেখানে সরকারের মধ্যস্থতায় মালিকপক্ষ থেকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হয়।
জিয়াউর রহমান বলেন, ‘আশ্বাস পাওয়ার পর বিকাল পৌনে চারটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের অপেক্ষায় ছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সময়মতো সেটি না দেওয়ায় বাধ্য হয়ে সড়ক অবরোধে নামতে হয়েছে। সরকার ও মালিকপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
বেলা ৩টার দিকে কুড়িলের একটি মোটর পার্টস দোকানের কর্মী তৌফিকুর রহমান জানান, দুপুর ১২টা থেকেই শ্রমিকেরা রাস্তায় নামতে শুরু করে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অনেকে হেঁটে গন্তব্যের পথ ধরেন। স্কুল ছুটির পর শিশুদের নিয়ে বিপাকে পড়েন তাদের অভিভাবকেরা।
পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা বলছেন,‘দুপুর ১২টার আগ থেকেই বাড্ডা-কুড়িল সড়কটির ইনকামিং ও আউটগোয়িং উভয় লেনই বন্ধ করে বিক্ষোভ শুরু করে ইউরোজোন নামে একটি কারখানার শ্রমিকেরা। যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইওভারের ওপরেও।’
সেখানে বলা হয়েছে, ‘ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস এর প্রায় ৫০০ কর্মীরা বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং এ রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে।’
ভোরের আকাশ/এসএইচ