মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ জুন) বেলা ৩টার দিকে উপজেলার পুটাইল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন—উত্তর পুটাইল এলাকার আ. রশিদ মিয়ার ছেলে সবুজ মিয়া (৩০), পুটাইল এলাকার মৃত দোয়াত আলীর ছেলে মনতাজ উদ্দিন (৪৫) এবং মধ্য পুটাইল এলাকার কছিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে মোশারফ (৪৮)।জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের শরীর ও আশপাশ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।ওসি আরও জানান, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/আজাসা
১৪ জুন ২০২৫ ০৪:৪৬ পিএম
ভারতে করোনা আতঙ্কে সতর্ক আখাউড়া স্থলবন্দর
পৃথিবীর অনেক দেশেই করোনার প্রভাব বেড়ে চলছে। বিশেষত পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আখাউড়া ইমিগ্রেশন হেলথ ডেস্কে স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। ভারতের আগরতলা হয়ে বাংলাদেশে আসা প্রত্যেক পর্যটককে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীর জন্য। শনিবার (১৪ জুন) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি হেলথ ডেস্ক স্থাপন করা হয়েছে; এখানে স্বাস্থ্যকর্মী মোশারফ হোসেন বাবুল ও মঞ্জু আরা বেগম বসে আছেন। ভারত থেকে আসা যাত্রীদের প্রত্যেককে থার্মাল স্ক্যানারে তাপমাত্রা পরীক্ষা করছেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে হেলথ ডেস্কে অবস্থানরত কর্তব্যরত স্বাস্থ্যকর্মী মোশারফ হোসেন বেলাল ভোরের আকাশের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমনকে বলেন, ‘ভারত থেকে আসা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করছি। তাছাড়া গলা ব্যাথা, শর্দি-কাশি আছে কিনা জানতে চাই। চলতি মাসের ৫ তারিখ চিঠি আসলে ৬ তারিখ অর্থাৎ ঈদুল আযহার আগের দিন থেকে হেলথ কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই শিফটে ২জন করে ৪জন স্বাস্থ্যকর্মী হেলথ ডেস্কে কাজ করেন। দুপুর দেড়টায় শিফট পরিবর্তন হয়ে থাকে। যাত্রীদের সবাইকে মাস্ক পরিধান করার পরামর্শ দিচ্ছি।' হেলথ ডেস্কে থাকা অপর স্বাস্থ্য সহকারী মঞ্জু আরা বেগম জানান, গতকাল ভারত থেকে আসা ১৬২ জনকে এবং এর আগেরদিন ৯৯ জন যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।' এ ব্যাপারে বিডিআর ও বন্দর কর্তৃপক্ষ বেশ সহযোগিতা করছেন বলে জানান তিনি। আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, 'ভারত থেকে আসা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।' তিনি সবাইকে আরও বেশি সতর্ক ও সচেতন থাকার আহবান জানান। উল্লেখ্য, গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ভারতসহ অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে ইমিগ্রেশন এবং আইএইচআর হেলথ ডেস্কের সহায়তায় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের এই নতুন ধরনটি ‘কোভিড-ওমিক্রন এক্সবিবি’ আগের চেয়ে বেশি ভয়ংকর। যদিও এখনো বাংলাদেশে এই ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হননি, তবে আগাম সতর্কতার জন্য জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোভিড-ওমিক্রন এক্সবিবির উপসর্গগুলোর মধ্যে রয়েছে- জ্বর, কাশি ছাড়াও মাথাব্যথা, গলা ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধামন্দা ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ৫ গুণ বেশি ভয়ংকর এবং মৃত্যুহারও বেশি। আখাউড়া স্থলবন্দরে ঈদুল আযহার আগের দিন থেকে স্বাস্থ্যসেবা শুরু হবার পর থেকে গতকাল শুক্রবার (১৩জুন) পর্যন্ত ৪৯৮ জনকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শনিবার দুপুর (১৪জুন) পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।ভোরের আকাশ/আজাসা
১৪ জুন ২০২৫ ০৪:৪০ পিএম
জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
ফের করোনা আতঙ্ক তৈরি হয়েছে দেশে। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং দেশে ভাইরাসের এ ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয়।এতে বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট, বিশেষ করে অমিক্রন এলএফ. ৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১ এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ থেকে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণকারী নাগরিকদের জন্য দেশের সকল স্থল, নৌ, বিমানবন্দরের আইএইচআর ডেস্কে নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় কিছু কার্যক্রম নিতে হবে।’গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে। আইসিডিডিআরবির গবেষকেরা করোনার নতুন একটি ধরন শনাক্তের কথা বলছেন। এর নাম এক্সএফজি। এর পাশাপাশি এক্সএফসি ধরনটিও পাওয়া গেছে। দুটোই করোনার শক্তিশালী ধরন অমিক্রনের জেএন-১ ভ্যারিয়েন্টের উপধরন।স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংক্রমণ প্রতিরোধে কিছু নির্দেশনা হলোসাতবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোবেন (অন্তত ২৩ সেকেন্ড)।নাক-মুখ ঢাকায় জন্য মাস্ক ব্যবহার করুন।আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবেঅপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন নাহাঁচি-কাশির সময় হাত/ টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।দেশে প্রবেশের পথের জন্য নির্দেশনা দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমানবন্দরসমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্কসমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন।দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার/ ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন।চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুত রাখুন (পিপিই)ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করুন।জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুনপ্রয়োজন হলে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)ভোরের আকাশ/এসএইচ
১০ জুন ২০২৫ ০২:৫৬ এএম
মেট্রোরেল ভ্রমণে নতুন নির্দেশনা
করোনা সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহার করার অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সোমবার (৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্টেশনের প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে। কারও কাছে কাঁচা বা রান্না মাংস পাওয়া গেলে তাকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না।এছাড়া মেট্রোরেলের প্রতিটি স্টেশনে নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। যাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকতে এবং সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে শিশু ৫ জন। এছাড়া, এ ভাইরাসে আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ভোরের আকাশ/এসএইচ