খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রায় নাহিদ ইসলাম
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ০৭:১৮ পিএম
ছবি: ভোরের আকাশ
এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে বসবাসকারী পাহাড়ি হোক, বাঙ্গালী হোক; প্রত্যেকটি জনগোষ্ঠিই বঞ্চিত। এখানে উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙ্গালী, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য-সম্প্রীতির বিকল্প নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা, জাতীয় নিরাপত্তার স্বার্থে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এর অংশ হিসেবে সোমবার দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চের সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিনাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা।
মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আকতার হোসেন, মূখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী প্রমূখ।
এসময় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্য বক্তারা দূর্নীত ও চাঁদাবাজমুক্ত খাগড়াছড়ি গড়ে তুলতে এনসিপি‘র পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তারা বলেন, সংখ্যায় যে যত বেশি কিংবা কমই হোক; নীতি নির্ধারণের ক্ষেত্রে সকল জাতিগোষ্ঠির স্বার্থ বিবেচনায় রাখতে হবে।
দুপুর আড়াইটায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ পদক্ষিণ করে।
এদিকে পদযাত্রায় অংশ নিতে জেলার ৯ উপজেলা থেকে বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন। এরআগে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পৌঁছান। পদযাত্রা ও সমাবেশ শেষে ফিরে ফেনীতে। সেখানেও কর্মসূচি রয়েছে সংগঠনটির।
কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও এপিবিএন সদস্যদেরও নিরাপত্তার দায়িত্বে দেখা যায়।
ভোরের আকাশ/জাআ