চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার (২২ নভেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ শোকজ করা হয়।অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ রেদোয়ান, জামাদিউল আউয়াল সুজাত ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম।চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের দুনম্বর গেইট সংলগ্ন একটি হোটেলের সামনে চারুকলা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে শোকজ করা ওই তিন ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।ভোরের আকাশ/মো.আ.
২৩ নভেম্বর ২০২৫ ১২:২৩ পিএম
পিরোজপুর সরকারি কলেজে ছাত্রদল নেতার ভাঙচুরের ভিডিও ভাইরাল
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালিয়ে ভিডিওধারণ করা যুবকের পরিচয় চিহ্নিত হয়েছে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব। ভাঙচুরের ওই ঘটনা ও ভিডিওধারণ বৃহস্পতিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় তাকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সজিবের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।এর আগে বৃহস্পতিবার রাতে কলেজে ভাঙচুরের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়।তবে কোন উদ্দেশ্যে কলেজে ভাঙচুর চালানো হয়েছে—তা এখনো নিশ্চিত করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় বলেন, ভাঙচুরের ঘটনায় আমরা বৃহস্পতিবার রাতেই থানায় অভিযোগ করেছি।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কলেজ কর্তৃপক্ষ একটি জিডি করেছে। বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি কক্ষে ঢুকে ক্যাপ পরা ও মুখ ঢাকা অবস্থায় এক যুবক ব্যাপক ভাঙচুর চালায়। তার সঙ্গে থাকা অন্য এক ব্যক্তি ভিডিও ধারণ করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা শুরু হয়।পরবর্তীতে ভিডিও থেকে যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়।ভোরের আকাশ/মো.আ.
১৫ নভেম্বর ২০২৫ ১০:৪০ এএম
ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত মো. দোলন ভূঁইয়ার সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।শনিবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনের একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. দোলন ভূঁইয়ার বাসায় যান। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহত মো. দোলন ভূঁইয়া’র চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। তার হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।এসময় সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন গুরুতর আহত মো. দোলন ভূঁইয়ার প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।প্রসঙ্গত, সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ডান হাত ভূমিদস্যু কাওসার কর্তৃক মারাত্মকভাবে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মো. দোলন ভূঁইয়া এবং তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।ভোরের আকাশ/এসএইচ
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৩ এএম
সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজে সংঘর্ষের ঘটনায় সংগঠনের তিন নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদল। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বহিষ্কৃত নেতারাইনজামামুল হক ইমন, সদস্য সচিব, মিরসরাই পৌরসভা ছাত্রদলশামীম হোসেন, সিনিয়র সহ-সভাপতি, নিজামপুর কলেজ ছাত্রদলনাঈম সরকার, নেতা, কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলবিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না এবং দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনী যেন যথাযথ ব্যবস্থা নেয়, সে আহ্বান জানানো হয়েছে।এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতরা হলেন—আরিফ হোসেন, মোহাম্মদ রাশেদ, আরিফুল ইসলাম, মনির হোসেন ও রুমেল। এর মধ্যে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম অনুসারী নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল চৌধুরীর গ্রুপ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান অনুসারী ছাত্রদল নেতা নাঈম সরকারের গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে।ভোরের আকাশ // হ.র
২২ সেপ্টেম্বর ২০২৫ ০২:০১ পিএম
“ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনায় ছাত্রদল নেতার দুই হাত ভাঙলো প্রতিপক্ষের হামলায়”
পিরোজপুরের ইন্দুরকানী গ্রামে তুচ্ছ ঘটনায় ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভর (২৮) দুই হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শুভরের বাবা আব্দুল খালেক হাওলাদার জমির আগাছা সিমান্তের মধ্যে বাঁচাতে গেলে প্রতিবেশী মিলন শিয়ালী এবং তার দুই ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় শুভরের ডাক-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত হলে সাগর ও শাকিল লোহার রড দিয়ে তার দুই হাত পিঠিয়ে ভেঙে দেন। পরে শুভর ও তার বাবাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।আহত ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ জানিয়েছেন, “আমার বাবা শুধু জমির আগাছা বাঁচানোর চেষ্টা করছিলেন। এ সময় কিছু না বলে মিলন শিয়ালী ও তার ছেলে দেশীয় অস্ত্র এবং লোহার রড দিয়ে হামলা চালায়। আমি এগিয়ে গেলে তারা আমাকে লক্ষ্য করে লোহার রড দিয়ে দুই হাত ভেঙে দেয়।”অভিযুক্ত সাগর শিয়ালী ও শাকিল শিয়ালীকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ//হ.র
২৬ আগস্ট ২০২৫ ০৩:২৫ পিএম
আত্মসমর্পণ করে কারাগারে কেন্দ্রীয় ছাত্রদল নেতা জুয়েল মৃধা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুয়েল মৃধাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।রবিবার ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জুয়েল মৃধার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে।জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে তার বিরুদ্ধে থাকা ৫৭টি মামলার মধ্যে ২০১৫ সালে অবরোধকালীন সময়ে বংশাল থানায় দায়ের হওয়া একটি মামলায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের সাজা দেন আদালত। রবিবার সকালে তিনি ঢাকার সি এম এম কোর্টের ৯ নং আদালতে আত্মসমর্পণ করতে গেলে গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। ওই মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল।এদিকে জুয়েলে মৃধার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন ছাত্রদল নেতাকর্মীরা ।ভোরের আকাশ/হ.র
২৪ আগস্ট ২০২৫ ০২:১৮ পিএম
গাজীপুরে ছাত্রদল নেতা মোমিনুর রহমানের উদ্যোগে বিক্ষোভ মিছিল
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে গাজীপুরের গাছা থানার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গাছার বড়বাড়ি মির্জাপুর ফিলিং স্টেশনে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা জড়ো হন। পরে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বোড বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শুভ দাস, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, হৃদয় মাহমুদ শুভ, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন হৃদয়,টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক পারভেজ, গাছা মেট্রো থানা ছাত্রদলের সাবেক সদস্য আতিক উল্লাহ খান, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক সাগরসহ হাজারো ছাত্রদলের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা মোমিনুর রহমান বলেন, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈনিকেরা রাজপথে কঠোর আন্দোলন করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছিল। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ছাত্র নেতারা এক সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করে এই আন্দোলন সংগ্রাম সফল করেছি। কিন্তু ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।ভোরের আকাশ/এসএইচ