আ.লীগ পুনর্বাসনকারীদের বিরুদ্ধে রাজপথে থাকবে ছাত্রশিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘আমাদের প্রত্যাশা ছিল, শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচার। এখনো অনেক কিছুই অর্জিত হয়নি। তবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকব।’মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও ইতিহাস রচিত ছাত্র-জনতার বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বিজয় র্যালি’ শেষে তিনি এসব কথা বলেন।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, এক বছর আগে যে আনন্দ ও উদ্দীপনা ছিল, তা একটি নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। আমাদের এখন হিসাব করে দেখা উচিত, আমরা সেই সম্ভাবনার পথে কতটা এগিয়েছি। আজকের এই র্যালি যে ঐক্য স্থাপন করেছে, তা ধরে রাখাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং দল-মত নির্বিশেষে সবাইক এই ঐক্য ধরে রাখতে হবে।ফিশারিজ বিভাগের অধ্যাপক ইয়ামিন হোসেন বলেন, বৈষম্য নিরসনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সংগ্রাম করেছি, কিন্তু শিক্ষায় কাঙ্ক্ষিত সংস্কার এখনো হয়নি। এরপরও আমরা আশাবাদী।সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী সজীব বলেন, ‘আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তার কতটা পূরণ হয়েছে তা প্রশ্নসাপেক্ষ। আমাদের মূল লক্ষ্য ছিল, দেশের শাসনব্যবস্থার সংস্কার, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য দূর করা। এক বছর পরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত। বিজয়ের এক বছর পূর্ণ হলেও কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে এখনও ঘাটতি রয়েছে। অন্যদিকে যতটুকু সংস্কার দৃশ্যমান হয়েছে তা বিপ্লবের স্পিরিট অনুযায়ী যথেষ্ট নয়।’ভোরের আকাশ/মো.আ.
০৬ আগস্ট ২০২৫ ০৮:৩৮ এএম
জুড়ীতে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মৌলভীবাজারের জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার (৩০ জুলাই) গ্র্যান্ড শাপলা কনভেনশন হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার -১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা ও শহর সভাপতি আজিম উদ্দিন, সাবেক মৌলভীবাজার জেলা ও শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা সেক্রেটারি মো: জসিম উদ্দিন, সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রেজা, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক তারেক মিয়া, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ, জুড়ী দক্ষিণ সভাপতি নাজমুল ইসলাম, জুড়ী পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ প্রমুখ।শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আমিনা জান্নাত সোনিয়া, তাসনুবা জান্নাত সাদিয়া ও আশফাক হোসাইন প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।ভোরের আকাশ/জাআ
৩০ জুলাই ২০২৫ ০৬:২৮ পিএম
সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের চারা বিতরণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ জুন) বিকেলে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. শাওন হোসাইন।এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যাপক মোস্তাফিজার রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শিবিরের সভাপতি শাকিল আহমেদ, সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহ সুলতান শাহিন সরকার, আদর্শ উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদ হোসাইন এবং পৌর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান নূর প্রমুখ।বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ মাঠে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।প্রধান অতিথি ফেরদৌস সরকার রুম্মান বলেন, ‘প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের প্রিয় কাফেলা হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু শারীরিক ও মানসিক উৎকর্ষেই নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সংগঠনটি সচেতন ভূমিকা রেখে চলেছে।আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ