মাইলস্টোনে আহতদের চিকিৎসা করাবে সরকার, বেসরকারি হাসপাতালকে বিনামূল্যে সেবার নির্দেশ
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত সবার চিকিৎসা করাবে বলে ঘোষণা করেছে সরকার।সোমবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সকল বেসরকারি হাসপাতালে এই দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।এতে বলা হয়, যেকোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে।ভোরের আকাশ/জাআ
২১ জুলাই ২০২৫ ১০:২১ পিএম
চিতলমারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলার ২০২৪-২৫অর্থ বছরে উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি পূর্নবাসন প্রণোদনা কর্মসূচীর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ১৪০টি তাল গাছের চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা ইউএনও তাপস পালের সভাপতিত্বে এ চারা বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ বলেন, উপজেলা ৭টি ইউনিয়নে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি করে মোট ১৪০টি তাল গাছের চারা ও উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, করাতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলদাহ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, চরবানিয়ারী নেছারিয়া দাখিল মাদ্রাসা।ভোরের আকাশ/এসএইচ
০৮ জুলাই ২০২৫ ০৭:২৮ পিএম
খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার
দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ছয়টি ইউনিয়নের ২,৬০০ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।প্রতি কৃষককে ৩৩ শতক জমির জন্য ৫ কেজি উফশী জাতের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ ও ০৬ টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।উল্লেখ্য, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মাঝে প্রণোদনার এই সহায়তা চাষাবাদে আগ্রহ ও উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।ভোরের আকাশ/আজাসা