ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে কুড়িগ্রামে মানববন্ধন
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন স্পটে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ী, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি। এই ভাঙন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আমিনুল ইসলাম ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।বক্তারা ব্রহ্মপুত্রের করালগ্রাস থেকে কোদালকাটি ইউনিয়নকে রক্ষার জন্য জরুরী পদক্ষেপ নেয়ার জন্য দাবি জানান।মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।ভোরের আকাশ/জাআ