ছবি : ভোরের আকাশ
জামায়াত-শিবিরের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এবং গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের 'ল কলেজ' এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, ‘গোপনচক্র’ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ নষ্ট করছে এবং সারা দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ সময় তারা জামায়াত-শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে বাংলা ছাড়ার হুঁশিয়ারিও দেন।
বিক্ষোভ শেষে এক পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, “ছাত্রসমাজকে লক্ষ্য করে যে ষড়যন্ত্র চালানো হচ্ছে, তা প্রতিহত করতেই আমরা রাজপথে নেমেছি। নিরীহ ছাত্রদের ব্যবহার করে শিক্ষাঙ্গনে মব তৈরি করা হচ্ছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “গোপন রাজনৈতিক তৎপরতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব বন্ধে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ দলের সহস্রাধিক নেতাকর্মী।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
পিরোজপুরে ক্যান্সারে আক্রান্ত এক নারী বেঁচে থাকার তাগিদে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। স্বামী দিন মজুর। বাঁচার আকুতি নিয়ে বিত্তবানদের কাছে সহানুভূতির হাত বাড়িয়েছেন।পিরোজপুর জেলার সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের এক সাধারণ দিনমজুরের পরিবার আজ বাঁচার জন্য লড়ছে—শুধু বেঁচে থাকার মৌলিক অধিকারটুকুর জন্য। দীর্ঘ এক বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দিনমজুর বাচ্চু মৃধার স্ত্রী রেবা বেগম।রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার ডেলটা হাসপাতালে চলমান চিকিৎসায় প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। যেখানে বাচ্চু মৃধা প্রতিদিন ভোর থেকে রাত অবধি কাজ করেও কোনো রকমে সংসার চালান, সেখানে স্ত্রীর চিকিৎসা ব্যয় তার সাধ্যের অনেক বাইরে।রেবা বেগমের সংসারে রয়েছে তিনটি সন্তান। তাদের চোখে আজ স্বপ্নের কোনো রঙ নেই, রয়েছে শুধুই উদ্বেগ আর অনিশ্চয়তা। মায়ের পাশে দাঁড়িয়ে তাদের একটি প্রশ্ন "মা, তুমি কি বাঁচবে?"কিন্তু সেই প্রশ্নের উত্তর আর দিতে পারছেন না মা, পারছেন না বাবা।চিকিৎসকদের মতে, রেবা বেগমের জীবন বাঁচাতে হলে নিয়মিত কেমোথেরাপি ও বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতেই হবে। চিকিৎসার কোনো ব্যত্যয় হলে রোগটি আরও জটিল হয়ে উঠবে এবং মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।দিনমজুর বাচ্চু মৃধা বলেন, আমি দিনমজুর মানুষ, তিন ছেলেকে নিয়ে স্ত্রীকে বাঁচানোর লড়াই করছি। আপনারা পাশে না দাঁড়ালে আমার স্ত্রীকে হয়তো আর বাঁচাতে পারব না। সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, একটু সাহায্য করুন।তার চিকিৎসা ও জীবন রক্ষায় সমাজের বিত্তবান, হৃদয়বান ও সহানুভূতিশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছে পরিবারটি। মানবিক দায়বদ্ধতা থেকে আপনার ছোট একটি সহযোগিতাও হতে পারে এই অসহায় পরিবারের জন্য আশার আলো। সাহায্য পাঠাতে যোগাযোগ:রেবা বেগমের ছেলে এনামুল ইসলাম মুন্নামোবাইল নম্বর (বিকাশ/নগদ/রকেট): 01609-942124ভোরের আকাশ/জাআ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অতীতে মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদাররা ছাড় পেত। এখন থেকে কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (১৪ জুলাই) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক কারবারিদের ধরে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। মাদক নির্মূলে কক্সবাজারের মানুষকে ঐক্যবদ্ধ ও সচেতন হতে হবে। মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে।তিনি বলেন, জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না। এ ছাড়া মব ভায়োলেন্স, চাঁদাবাজি গ্রহণের মতো অপরাধ কেউ করলে ক্ষমা করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল হাফিজ উপস্থিত ছিলেন।সভায় অন্যদের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা পরিষদের হল রুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাহমুদার রহমান মুকুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, বিশেষ অতিথি জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহীন, পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাকিব হাসান চৌধুরী হাবুল প্রমুখ। এছাড়াও সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রূহের মাগফেরাত কমানায় দোয়া করা হয়।ভোরের আকাশ/জাআ
গাজীপুরের শ্রীপুরের পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৪০) ও জাকির হোসেন দর্জির (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলা সিমলাপাড়া গ্রামের মো: আহমদ আলীর ছেলে ও জাকির হোসেন দর্জি আক্তা পাড়া গ্রামের আব্দুল বারেকের পুত্র। নিহত হারুনুর রশিদ ও জাকির হোসেন সিমলা পাড়া বাজারে ব্যবসা করতেন।স্থানীয় মাসুদ রানা জানান, হারুন ও জাকির মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিক আপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। জাকির কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক পিকআপ নিয়ে পালিয়ে যায়। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, সড়ক দূর্ঘটনায় আহত দুইজনই মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘাতক পিকআপ আটক করার চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ