সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রাতুল (১৩) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।বুধবার (২০ আগস্ট) বিকেলে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন রাতুলের বাবা জাহিদুর রহমান (৪২)। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মো. জুয়েল মিঞা। এর আগে গত ১৮ আগস্ট সাভারের স্পেশালাইজড হাসপাতালে রাতুলের টনসিলের অপারেশন হলে চিকিৎসা অবহেলায় তার মৃত্যু হয়। মৃত রাতুল (১৩) মানিকগঞ্জ জেলা সদরের কসবা এলাকার জাহিদুর রহমানের ছেলে। হাসপাতাল কর্তৃপক্ষ শামীম আহম্মেদ ওই হাসপাতালে নিয়ে রাতুলের অপারেশন করান। মামলার আসামিরা হলেন- ডাক্তার আসিফ আল মেহেদী ওরফে অনিক (ইএনটি) (৪৫), ডাক্তার শাজাহান (৪৫) (এনেস্থিসিয়া), মানিকগঞ্জ জেলা সদরের চান্দিরচর এরাকান তমেজ মুহরির ছেলে ও সাভার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ শামীম আহম্মেদ (৫২), মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার মজলিসপুর গ্রামের শহীদ মফিজ উদ্দিনের ছেলে ও হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ মোঃ বাবুল (৬৫), হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ আসাদ (৪৫) সহ অজ্ঞাত নামা ডাক্তার ও নার্সরা। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাদী শামীম ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচিত হওয়ায় ছেলের সমস্যার কথা খুলে বলেন বাবা জাহাঙ্গীর। তিনি ছেলের চিকিৎসার জন্য সাভার স্পেশালাইজড হাসপাতালে নিতে বলেন। তার কথা অনুযায়ী গত ১৮ আগস্ট ছেলে রাতুলকে ওই হাসপাতালে ভর্তি করেন তিনি। দুপুর আড়াইটার দিকে দায়িত্ব থাকা লোকজনদের সাথে কথা বলে ডাক্তারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করাতে বলেন শামীম। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন করতে হবে বলে জানায়।রাতুলের বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমার ছেলের পরীক্ষা নিরীক্ষা করার পর আমার ছেলের রিপোর্ট আমাকে দেয়নি। ডাক্তার ঠিকমত রিপোর্ট দেখছে কিনা সেটাও জানায়নি। আমাকে কিছুই না জানিয়ে শামীম আহম্মেদ হাসপাতালের অপারেশন থিয়েটর রুমে আমার ছেলেকে নিয়ে যায়। রাত ১১ টার দিকে আমার ছেলেকে অজ্ঞান অবস্থায় অপারেশন থিয়েটর থেকে কেবিনে নিয়ে গিয়ে অক্সিজেন লাগায়। কিছুক্ষণ পর ছেলের নাক দিয়ে রক্ত আসে। আমার ছেলের অক্সিজেন সরবরাহও বন্ধ ছিল। এসময় হাসপাতালের স্টাফদের বারবার বলার পরও তারা আমার ছেলের কাছে আসে নাই। আমার ছেলের অক্সিজেন বন্ধ থাকায় আমরা পুনরায় ডাক্তার নার্সদের ডাকাডাকি করিলে কেউ আসে নি। অনেকক্ষণ পর আমার ছেলেকে পুনরায় অপারেশন থিয়েটরে নিয়ে যাওয়া হয়। পরে শামীম আমাকে বলে আমার ছেলেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে সমস্ত টেস্টের কাগজ নিয়ে এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, পরবর্তীতে টেস্টগুলো পর্যবেক্ষন করে জানতে পারি, আমার ছেলের ইসিজি রিপোর্টে (Incomplete Right Bundle Branch Block) আছে। এই অবস্থায় রোগীকে কোন অবস্থায় অপারেশন করানো যাবেনা এবং কার্ডিওলজী স্পেশালিষ্ট ডাক্তারের কাছে রেফার করতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করতে হবে। ওই হাসপাতালে রোগীকে অপারেশন করার পর আইসিইউ (ICU) না থাকায় সরাসরি কেবিনে হস্তান্তর করা হয়। আমরা মৃত ছেলেকে নিয়ে সাভার স্পেশালাইজড হাসপাতালে গেলে অবহেলার কথা জিজ্ঞাস করলে তারা বিষয়টি এড়িয়ে যায়। এছাড়া আমার ও আমার স্ত্রীর উপর অর্তিকিত হামলা করে প্রাণ নাশের হুমকি দেয়। সাভার স্পেশালাইজড হাসপাতালে বিবাদীরা পরস্পর যোগসাজশে চিকিৎসায় অবহেলা করে আমার ছেলের মৃত্যু ঘটায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, হাসপাতালে অবহেলাজনিত কারণে মৃত্যুর ঘটনায় মৃতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/জাআ
২১ আগস্ট ২০২৫ ০৫:০০ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ডোবার পানিতে তিন শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।রোববার সকাল ও বিকেলে আলাদা দুটি ঘটনায় মারা যায় তারা। এরমধ্যে চাঁপাইননবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার একটি ডোবায় ডুবে মারা যায় দুই শিশু।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রিহান (৭) ও মো. খোকনের ছেলে আব্দুল্লাহ আল আরিয়ান (৫) ও শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাঈদ (১০) মাস।সদর থানার ওসি মতিউর রহমান বলেন, মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় মোজাহিদুর ও আরিয়ান। পরে দুইজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত ডাঃ মনিরা খাতুন বলেন, বিকাল ৩টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে আসলে তাদের ইসিজি করে মৃত ঘোষণা করি এবং পুলিশকে খবর দিলে তারা প্রক্রিয়াধীন করে।এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার দশরশিয়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় ডুবে মারা যায় আবু সাঈদ নামে ১৩ মাস বয়সের এক শিশুর। বাড়ির পাশে খেলার সময় অসাবধানতা ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।ভোরের আকাশ/জাআ
১৭ আগস্ট ২০২৫ ০৬:৪২ পিএম
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হাউজবোট থেকে পানিতে ডুবে মাসুম (৫ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।নিহত মাসুম মিয়া সিলেটের শেখঘাট এলাকার কবির আহমদের ছেলে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, শুক্রবার সকালে সিলেটের শেখঘাট এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে আসে শিশু মাসুম মিয়া। দুপুরে হাওরের লালনতরী নামের একটি হাউজবোট থেকে পরিবারের অগোচরে হঠাৎ পানিতে পড়ে শিশু মাসুম নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও অন্যান্য পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে বিকাল ৫ টায় তার মরদেহ উদ্ধার করা হয়।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোরের আকাশ/হ.র
১৫ আগস্ট ২০২৫ ০৯:৩৪ পিএম
শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে।শনিবার (৯ আগস্ট) দুপুরে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।নিহত রায়হান (১০) রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি গ্রামের শাহজাহান শিকদার, অপরজন একই গ্রামের রজ্জব আলীর ছেলে মাহিম (৯)।রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মনিরা পারভীন জানান, শনিবার বাড়ির পাশে একটি পুকুরে পাড়ে বসে খেলা করছিল রায়হান ও মাহিম। এসময় তারা পানিতে পরে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে নিহতদের স্বজনরা বাড়ির আশপাশেসহ সম্ভাব্য স্থানে খোঁজ করতে থাকে। স্থানীয় কৃষক গরু আনতে গিয়ে পুকুর পাড়ে স্যান্ডেল ও খেলনা পরে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে নিখোঁজ স্বজনদের বিষয়টি জানান। পরে ওই পুকুর থেকে রায়হান ও মাহিমের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সুরুজ্জামান জানান, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
০৯ আগস্ট ২০২৫ ০৮:২৮ পিএম
গাইবান্ধায় গর্তের পানিতে প্রাণ গেল শিশুর
গাইবান্ধার পলাশবাড়ীতে বাড়ির উঠানের পাশে গর্তের পানিতে পড়ে সালমান ফারসি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২১ জুন) দুপুরের দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন মহোদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদুল ইসলাম। নিহত শিশু সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ওই সময় বাড়ির উঠানে খেলা করছিল শিশু সালমান ফারসি। এসময় সবার অজান্তে পাশেই বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তের পানিতে পড়ে যায় শিশুটি। পরে টের পেয়ে শিশুটিকে উদ্ধার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সালমানকে মৃত ঘোষণা করেন।মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদুল ইসলাম বলেন, বাড়ির উঠানের পাশে গর্তের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকা উচিত।ভোরের আকাশ/আজাসা
২১ জুন ২০২৫ ০৫:০২ পিএম
সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় সেনেহা আক্তার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের সমস-মাঠেরহাট গ্রামীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০-৬০ জন যাত্রী একটি ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভেলারায় গ্রামের কাছে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে কর্তব্যরত চিকিৎসক শিশু সিনহাকে (৬) মৃত ঘোষণা করেন। নিহত শিশু সিনহা উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ছিলামনি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে এবং তার বাবা-মায়ের সাথে সে ঢাকায় যাচ্ছিলো। ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছেন।শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য এটিএম ফারুকুল ইসলাম বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। ছোট্ট একটি শিশুর এভাবে প্রাণ হারানো সত্যিই হৃদয়বিদারক। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুন ২০২৫ ১০:৫৩ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২জুন) সকালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।মৃত ২ শিশুর বয়স সাড়ে ৩ ও আড়াই বছর। সাড়ে ৩ বছরের মরিয়ম জেলা সদরের নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর (পশ্চিমপাড়া) গ্রামের মো: কাউসার মিয়ার মেয়ে এবং একই উপজেলার ধানসার গ্রামের মো: শাহেদ মিয়ার আড়াই বছরের মেয়ে সাহিদা আক্তার।পরিবার সূত্রে জানা যায়, শিশু সাহিদা তার নানার বাড়ি বিহাইর বেড়াতে এসেছিলেন। সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে অবচেতন মনে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। তাদের না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুদের লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১২ জুন ২০২৫ ০৪:৫২ পিএম
কসবায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে কসবা উপজেলার কুটি ইউপির লেশিয়ারা গ্রামে এবং এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বিলঘর গ্রামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।মৃত আফসিন (৩) জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও মাহিন (৭) একই উপজেলার বিলঘর গ্রামের মনির হোসেনের ছেলে।শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে কসবা উপজেলার কুটি ইউপির লেশিয়ারা গ্রামে পুকুরের অন্য শিশুদের সাথে খেলা করছিলো ছোট্ট আফসিন। খেলার এক পর্যায়ে আফসিন পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিলঘর গ্রামে পুকুরে অন্য শিশুদের সাথে খেলা করছিল মাহিন। খেলার এক পর্যায়ে শিশু মাহিন পুকুরের পানিতে ডুবে যায়।পরে পুকুর থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সচেতন মহল মনে করেন, প্রত্যেক পরিবারের সদস্যদেরকে শিশুদের ব্যাপারে আরও সাবধানতা অবলম্বন করতে হবে।ভোরের আকাশ/এসএইচ
০৬ জুন ২০২৫ ০৯:৩৬ পিএম
বকশীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিতে থাকা শিশুর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে চলন্ত সিএনজিতে বাসের ধাক্কায় আনিসা আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৬ টার টিকে বকশীগঞ্জ - জামালপুর সড়কের বাঁশকান্দা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আনিসা আক্তার কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার আমিনুল ইসলামের মেয়ে।বকশীগঞ্জ হাইওয়ে থানা ও স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য স্ত্রী, সন্তানদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন তৈরি পোশাক কর্মী আমিনুল ইসলাম। সকালে জামালপুর থেকে সিএনজিতে করে বকশীগঞ্জ হয়ে রৌমারী যাচ্ছিলেন আমিনুল ইসলামের পরিবার।বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বাঁশকান্দা বাজার অতিক্রম করার সময় ঢাকাগামী একটি বাস সিএনজিতে ধাক্কা দেয়৷বাসের ধাক্কায় সিএনজিতে থাকা আমিনুল ইসলামের মেয়ে আনিসা আক্তার নিহত হয়। এসময় আহত হয় আমিনুল ইসলাম।বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, দুর্ঘটনায় নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।ভোরের আকাশ/এসএইচ