ছবি: ভোরের আকাশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। এতে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।
অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।’ তিনি জানান, আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আতঙ্কে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি।
পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ মামলার রায় ঘোষনার দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' ঘোষণা প্রতিহত করতে লাঠিসোঠা নিয়ে আজ সকাল থেকে ময়মনসিংহের রাজপথে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ সমমনা আট দল। সকালে মহানগর জামায়াতের একটি হোন্ডা মিছিল শহর চক্কর দিয়েছে । এসব কর্মসুচীতে মহানগর জামায়াতের ময়মনসিংহ সদর-৪ আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মোহাদ্দীস মোজাম্মেল হক আকন্দ, মহানগর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, অর্থ সম্পাদক, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, মহানগর কর্মপরিষদ যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী এবং বিভিন্ন দায়িত্বশীল ও বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে জনজীবনে শহরে বা উপজেলার কোথাও লকডাউনের প্রভাব লক্ষ করা যায়নি। সবকিছু ছিল স্বাভাবিক।সকাল থেকে নগরীর চড়পারা মোড় মহানগর জামায়াত, বিডিপি, পাটগুদাম ব্রীজ মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস, শিকারিকান্দায় নেজামে ইসলাম, ইসলামি আন্দোলনের বাংলাদেশ, মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা অবস্থান গ্রহন করেন । ভোরের আকাশ/তা.কা
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দিনাজপুর জেলা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের প্যারাডাইস কমিউনিটি ও কনভেনশন সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভাপতিত্ব করবেন দিনাজপুর জেলা বিএনপি সভাপতি এড.মোফাজ্জ্বল হোসেন দুলাল। সঞ্চালনা করবেন দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।ভোরের আকাশ/এসএইচ
দিনাজপুরে আমন ধান কর্তনের উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) দুপুরে সদরের সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর গ্রামে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শস্য কর্তন উৎসবের উদ্বোধন করেন।জেলা প্রশাসক রফিকুল ইসলাম কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে নিজ হাতে ব্রি-৫১ জাতের ধান কেটে উদ্বোধন করেন শস্য কর্তন কর্মসূচির। মাথায় টুপি, ঘাড়ে গামছা, হাতে কাস্তে—নিজের শৈশবের কৃষিকাজের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, আমার বাবা ছিলেন কৃষক। ছোটবেলায় বাবার সঙ্গে ধান কাটা, মাড়াইয়ের কাজে অংশ নিয়েছি। আজ আবার সেই দিনগুলোর স্মৃতি ফিরে পেলাম।এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফজাল হোসেন ও দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষারসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।কালিকাপুর গ্রামের চাষিরা জানান, ব্রি-৫১ ধানটি আগাম জাত হওয়ায় বীজতলা থেকে কাটা পর্যন্ত ১২৫ থেকে ১৩০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়।ধান কাটার পরপরই একই জমিতে আলু বা ভুট্টা চাষের প্রস্তুতি নিতে হয়,একই জমি থেকে দুই মৌসুমে ফসল ঘরে তুলতে পারব।দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষার জানান, ব্রি-৫১ ধান জাতটি আগাম ও উচ্চফলনশীল। এ জাতের ধান চাষে কম খরচে বেশি ফলন পাওয়া যায়। এতে কৃষকরা দ্রুত জমি ফাঁকা করে রবি মৌসুমের ফসল আবাদ করতে পারেন। ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফজাল হোসেন বলেন, দিনাজপুর জেলায় চলতি মৌসুমে ২ লাখ ৬০ হাজার ৮৬২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এতে প্রায় ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজারমূল্য ৪ হাজার কোটি টাকারও বেশি।জেলা প্রশাসক রফিকুল ইসলাম ধান কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে কবিতার পঙক্তি উদ্ধৃত করে বলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী দেশের সে যে আশা।তিনি আরও বলেন, দিনাজপুর কৃষিতে স্বয়ংসম্পূর্ণ একটি জেলা। এখানকার উৎপাদিত ধান স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় পাঠানো হয়। কৃষকরা এখন প্রযুক্তি নির্ভর কৃষিতে অভ্যস্ত হচ্ছেন। সরকার প্রদত্ত কৃষি অ্যাপস ব্যবহারের মাধ্যমে তারা সারের যৌক্তিক ব্যবহার, কীটনাশক প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেছেন।”এ সময় কৃষকদের উদ্দেশে বলেন, “কৃষকরাই দেশের চালিকাশক্তি। তাদের ঘামে সিক্ত এই মাটির ফসলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার কৃষকদের পাশে আছে, থাকবে—যাতে তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান।অনুকূল আবহাওয়া ও সরকারি সহায়তায় এবার দিনাজপুরে আমন ধানের ফলন আশানুরূপ হয়েছে। মোঃ আব্দুল হাফিজভ্রাম্যমান প্রতিনিধি। ভোরের আকাশ/তা.কা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। এতে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।’ তিনি জানান, আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আতঙ্কে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি।পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছেন তিনি।ভোরের আকাশ/তা.কা