সংগৃহীত ছবি
জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ধার্য করা হবে আজ। এ দিনটিকে উপলক্ষ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। লকডাউন ঘোষণা করলেও ভোর ৬টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই রাজধানীতে বাড়ছে পরিবহনের চাপ। কর্মমুখী মানুষ ছুটতে শুরু করেছে নিজের কর্মস্থলে।
রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন পরিবহনে। সন্দেহজনক যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজধানীর ফার্মগেটে দায়িত্বরত পুলিশ অফিসার বলেন, আমাদের টিম ভোর ৫টা থেকে ফার্মগেট এলাকা অবস্থান করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রকার সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের সংবাদ আসেনি। পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়রার সামনে দায়িত্বরত পুলিশ সদস্য বলেন, আমরা সন্দেহভাজন পরিবহনগুলো চেক করছি। নাশকতার কোনো সরঞ্জাম আছে কিনা সে বিষয়ে সতর্কতা অবলম্বনে চেক করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত কোনো প্রকার সংঘর্ষ বা মিছিলের সংবাদ পাইনি।
উল্লেখ্য, গত দুই দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে যান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও আজ এ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে। তিনি বলেছেন, প্রত্যেক শিশুর একটা না একটা প্রতিভা আছে। মা বাবা, স্কুলের শিক্ষক ও প্রতিবেশী সবাই মিলে শিশুদের সেই প্রতিভাকে সামনে নিয়ে আসার সুযোগ তৈরি করে দিতে পারেন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, শিশু-কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে- এটা খুবই ভালো জিনিস। এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরে অনেক কিছু করা যায়, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? তারা ফুর্তিতে যাবে, এটা কারণ জোরজবরদস্তির কিছু নয়। আনন্দের মধ্যে নিজেকে আবিষ্কার করা- নিজের মেধাকে নিজের চোখের সামনে নিয়ে আসা। কাজেই আশা করি, এগুলো বিভিন্নভাবে আমরা রচনা করতে পারব। ক্রমে ক্রমে একদিনে সব হবে না। বৃহত্তর পরিমণ্ডলে সার্বিকভাবে যেন কোনো শিশু বাদ না পড়ে। প্রত্যেকেরই একটা না একটা প্রতিভা আছে। শুধু একটি জিনিস দিয়ে যদি মাপি, অনেকে বাদ পড়ে যাবে। কিন্তু সব রকম মাপকাঠি দিয়ে মাপলে দেখা যাবে- কেউ এখানে, কেউ সেখানে উপরে উঠে গেছে। সবাই মনে করবে, আমি তো পারছি।মুহাম্মদ ইউনূস বলেন, যারা আজ বিজয়ী হয়েছে, তারা সর্বস্তরে আসতে পেরেছে- তাদের জন্য জোরে একটা হাততালি দিচ্ছি। তারা প্রতি স্তর পেরিয়ে এসেছে, এটা একটা বিরাট ঘটনা। এই শিশুর জীবনে, কিশোরের জীবনে এটা তাকে আরও উৎসাহিত করবে- পরের বারও যেন ভালো করতে পারে। সেই উৎসাহ ধরে রেখে তারা নিজেকে নিজে আবিষ্কার করবে। এই পুরো বিষয়টাই হলো নিজেকে আবিষ্কার করা। এই প্রতিযোগিতাটা আবিষ্কারের সুযোগ সৃষ্টি করে দিলো।তিনি বলেন, আমি কেমন বাংলাদেশ দেখতে চাই- এটা রচনা প্রতিযোগিতা হতে পারে। উদ্ভাবনী বিষয় হতে পারে, প্রযুক্তির প্রতিযোগিতা হতে পারে। এই বয়সে কে কী প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা দিয়ে নতুন একটা চমক দিচ্ছে, সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং প্রয়োগ করছে- তার জন্যও প্রতিযোগিতা হতে পারে। তখন স্কুলে বিভিন্ন জায়গায় প্রযুক্তি প্রতিযোগিতা আসবে। আমরা সব দিক থেকে আনতে চাই, শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে। এর মধ্যে খেলাধুলাকেও আনব না কেন? এই বয়সের ছেলেমেয়েদের খেলাধুলার একটি সিরিজ চলুক। এই খেলাধুলা থেকে সেরা হচ্ছে কে, কে উদ্যোক্তা হতে পারে- নতুন কোনো ব্যবসা, সামাজিক ব্যবসা বা অন্য যেকোনো ব্যবসার প্রতিযোগিতা হতে পারে।তিনি বলেন, মেয়ে-ছেলেদের জন্য হতে পারে ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতা। আমি ফ্যাশন পছন্দ করি, এটা করেও প্রতিযোগিতা হতে পারে। খাবার তৈরির প্রতিযোগিতা হোক- ছেলেরা হোক, মেয়েরা হোক, যে যেমন পারে। বহু রকমের বিষয় আছে। এরাও উপভোগ করবে। আমি ভালো গায়ক না হতে পারি, কিন্তু ভালো বিজ্ঞানী হতে পারি। ভালো ব্যবসায়ী হতে পারি। আমার মধ্যে যা আছে, আমি তার খোঁজ পাই। না পেলে খোঁজ নেওয়ার চেষ্টাও করি। আমরা সেই খোঁজ পাওয়ার চেষ্টাটা সামনে নিয়ে আসাই আমাদের কাজ।তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা, শিশু-কিশোররা বহু দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত। দেশের জন্য যেমন সেরা হবে, আন্তর্জাতিকভাবেও তারা সেরা হবে। এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে- সেটারও ব্যবস্থা করতে হবে। আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের হতে চাই। আমরা বাংলাদেশেরও সেরা, আমরা বিশ্বেরও সেরা। কাজেই বিশ্বের সেরা মঞ্চে আমাদেরকে নিয়ে আসতে হবে, সেটা যেন আমরা করতে পারি।এর আগে, প্রতিযোগিতার দুই বিভাগের দুই বিজয়ীর হাতে তিন লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে অভিনন্দন জানান সব অংশগ্রহণকারীকে।ভোরের আকাশ/তা.কা
রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন।তিনি বলেন, কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন।নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনো পোস্টারে ছেয়ে আছে; এ প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে, তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।‘বিশেষ পরিস্থিতিতে’ চাপে কমিশন উল্লেখ করে সিইসি জানান, একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। এ কারণে তিনি আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশীজনদের কাছে।প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই অপব্যবহারকে একটি মসিবত বা বড় বিপদ হিসেবে আখ্যায়িত করেন।ভোরের আকাশ/তা.কা
পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাসে জেলাজুড়ে শীত অনুভূত হচ্ছে ভোর থেকে সকাল পর্যন্ত।আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০ থেকে ১১ কিলোমিটার। গত কয়েক দিনের তুলনায় আজ কুয়াশার ঘনত্ব কিছুটা কম থাকলেও সকাল থেকেই হিমেল হাওয়া বইতে থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা মেলে ঝলমলে রোদের। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তৈরি হচ্ছে।গতকাল বুধবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জেলায় শীত অনুভূত হচ্ছে।আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশায় মোড়ানো সকালে উত্তরের দিক থেকে বইছে ঠান্ডা বাতাস। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। কেউ প্রয়োজনীয় কাজে বের হয়েছেন, কেউ বা হাঁটতে বের হয়েছেন শরীর গরম রাখতে।সদর উপজেলার চাকলাহাট এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, রাত থেকে ঠান্ডা হাওয়া বইছে। সকালে মাঠে ধান কাটতে গিয়ে হাত জমে যাচ্ছিল। তবে রোদ উঠলে একটু আরাম লাগে।একই এলাকার শিক্ষার্থী লাকী আক্তার বলেন, সকালে স্কুলে যেতে কষ্ট হচ্ছিল, গরম কাপড় পরে বের হয়েছি। কুয়াশা না থাকলেও বাতাসে খুব ঠান্ডা অনুভব হচ্ছিল।গলেহাহাট এলাকার দিনমজুর নুর ইসলাম বলেন, এই ক’দিন ধরেই সকাল-বিকেল ঠান্ডা পড়ছে। রোদ থাকলে কাজ করতে ভালো লাগে, কিন্তু সন্ধ্যা নামলেই হাত-পা ঠান্ডা হয়ে যায়।এদিকে, জেলার বিভিন্নস্থানে ইতোমধ্যে অনেকে গরম কাপড় বের করে ব্যবহার শুরু করেছেন। হাটবাজারে বিক্রেতারা কম্বল, সোয়েটার, মাফলারসহ শীতবস্ত্র বিক্রি শুরু করেছেন। শহরের রাস্তায় দেখা গেছে, দোকান ও অফিসে গরম পানীয় বিক্রি বেড়েছে।তালমা এলাকার বাসিন্দা ফাহিম ইসলাম বলেন, এই সময়টায় সকাল-বিকেল কাজ করতে কষ্ট হয়। তবে এটাই পঞ্চগড়ের আসল সৌন্দর্য ঠান্ডা হাওয়া আর কুয়াশার সকাল।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করছে। এর প্রভাবে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। চলতি মাসের শেষের দিকে জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।তিনি আরও জানান, দিনে সূর্যের তেজ থাকলেও রাতে দ্রুত তাপমাত্রা নেমে যাচ্ছে। এতে দিন ও রাতের পার্থক্য বাড়ায় সকাল-সন্ধ্যায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।ভোরের আকাশ/তা.কা
জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ধার্য করা হবে আজ। এ দিনটিকে উপলক্ষ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। লকডাউন ঘোষণা করলেও ভোর ৬টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই রাজধানীতে বাড়ছে পরিবহনের চাপ। কর্মমুখী মানুষ ছুটতে শুরু করেছে নিজের কর্মস্থলে।রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন পরিবহনে। সন্দেহজনক যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।রাজধানীর ফার্মগেটে দায়িত্বরত পুলিশ অফিসার বলেন, আমাদের টিম ভোর ৫টা থেকে ফার্মগেট এলাকা অবস্থান করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রকার সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের সংবাদ আসেনি। পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে।রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়রার সামনে দায়িত্বরত পুলিশ সদস্য বলেন, আমরা সন্দেহভাজন পরিবহনগুলো চেক করছি। নাশকতার কোনো সরঞ্জাম আছে কিনা সে বিষয়ে সতর্কতা অবলম্বনে চেক করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত কোনো প্রকার সংঘর্ষ বা মিছিলের সংবাদ পাইনি।উল্লেখ্য, গত দুই দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে যান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও আজ এ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ভোরের আকাশ/তা.কা