টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
টাঙ্গাইলের ভূঞাপুরে জামালপুর এক্সপ্রেস ট্রেন দেখেই নিচে ঝাঁপ দিয়ে জীবনাবসান ঘটিয়েছে রাকিব (২৫) নামে এক যুবক। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ভূঞাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রাকিব কালিহাতী উপজেলার সিংগুরিয়া সোনাকান্দর গ্রামের তৈয়ব আলী ফকিরের ছেলে। তবে কি কারনে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
ভূঞাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল কাদের জানান, ঢাকার কমলাপুর থেকে সকাল ১০টায় ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বিকাল পৌনে ৫ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর রেলস্টেশনে পৌঁছলে রাকিব নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও জিআরপি পুলিশকে অগত করা হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে লড়বেন ২৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।জানা যায়, মাদারীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নাদিরা আক্তার, জামায়াতের সরোয়ার হোসেন মৃধা, ইসলামী আন্দোলনের আকরাম হোসেন, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম মিন্টু, বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমেদ হানজালা, গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা, লেবার পার্টির হাফিজুর রহমান, কমিউনিস্ট পার্টির আব্দুল আলী, স্বতন্ত্র হিসেবে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, কামাল জামান মোল্লা ও ইমরান হোসেন। এ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ফরম কিনেছিলেন ১৩ জন।আরো জানা যায়, মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মোহিত হাওলাদার মুহিত, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, সমাজতান্ত্রিক দল বাসদের দিদার হোসেন, স্বতন্ত্র হিসেবে মিল্টন বৈদ্য, শহিদুল ইসলাম খান, কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মো. রেয়াজুল ইসলাম। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। তবে মনোনয়নপত্র কিনেছিলেন ১৪ জন।এছাড়া মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতের মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক, খেলাফত মজলিস হুজাইফা মোল্লা, সুপ্রীম পার্টির নিতাই চক্রবর্তী ও স্বতন্ত্র হিসেবে আসাদুজ্জামান পলাশ। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ৬ জন প্রার্থী। তবে মনোনয়নপত্র কিনেছিলেন ১০ জন।জেলা রিটার্রিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকলের সহযোগিতা করতে হবে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র ঝাচাই বাচাই করা হবে।ভোরের আকাশ/এসএইচ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলে মোট ৮টি আসনে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে আজ জেলার ৮টি আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা দেন।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফা হক এর নিকট মনোনয়নপত্র জমা দেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর ও গোপালপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং বিএনপি'র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল (সদর)-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।মনোনয়নপত্র দাখিল শেষে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ার যে অঙ্গীকার তিনি করেছেন, ইনশাআল্লাহ সেই অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করবেন। জনগণের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হলে টাঙ্গাইল সদরকে উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে একটি মডেল টাঙ্গাইল হিসেবে গড়ে তোলা হবে।তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে সব ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ব্যক্তি নয়, দল বড়- আর দলের চেয়েও দেশ বড়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাব।সোমবার প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন-টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসানে বিএনপির মনোনীত দলের নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ও বিএনপির আরেক নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ আলী মিয়া মনোনয়ন (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী ডাঃ আব্দুল্লাহেল কাফি এবং জামায়াতের অধ্যপক মোন্তাজ আলী (স্বতন্ত্র), জাতীয় পার্টির ইলয়াস হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হারুন অর রশীদ, কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ (স্বতন্ত্র) মনোনয়ন দাখিল করেন।টাঙ্গাইল-২ ( ভুয়াপুর-গোপালপুর) আসনে বিএনপি মনোনীত দলের ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু, জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার সাধারন সম্পাদক মওলানা হুমায়ুন কবির ও গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় কমিটির উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক মোঃ শাকিল উজ্জামান, জাতীয় পার্টির হুমায়ুন কবির তালুকদার মনোনয়ন দাখিল করেন।টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি মনোনীত দলের নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা লুৎফর রহমান খান আজাদ (স্বতন্ত্র), জামায়াতের হোসনে মোবারক বাবুল, এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাইফুল্লাহ হায়দার, ইসলামী আন্দোলন বাংলাদেশ রেজাউল করিম মনোনয়ন দাখিল করেন।টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে বিএনপির প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান খান মতিন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র) জামায়াতে ইসলামীর অধ্যপক খন্দকার আবদুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাত হোসেন, জাতীয় পার্টি (জাপা) ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া (স্বতন্ত্র) ও ডাঃ শাহ আলম তালুকদার (স্বতন্ত্র) মনোনয়ন দাখিল করেন।টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা শাখার আমীর আহসান হাবিব মাসুদ জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল (স্বতন্ত্র), গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা আক্তার বিথি, জাতীয় পার্টির মোজাম্মেল হক মনোনয়নপত্র দাখিল করেন।টাঙ্গাইল-৬ ( নাগরপুর- দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত সাবেক ছাত্রদল নেতা রবিউল আউয়াল লাভলু, জামায়াতে ইসলামীর ডাঃ একেএম আব্দুল হামিদ, মোঃ রিপন মিয়া (স্বতন্ত্র), কবির হোসেন (গণধিকার পরিষদ), মোহাম্মদ আখিনুর মিয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: সাইফুর রহমান (স্বতন্ত্র), আতিকুর রহমান (স্বতন্ত্র) ।টাঙ্গাইল-৭ (মির্জাপুর) বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জামায়াতে ইসলামীর মোঃ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোঃ তোফাজ্জল হোসেন, খেলাফত মজলিসের মোঃ আবু তাহের, ফিরোজ হায়দার খান (স্বতন্ত্র) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাউল করিম আলরাজী।টাঙ্গাইল-৮ (বাসাইল- সখীপুর) বিএনপির প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান, জামায়াতে ইসলামীর মোঃ শফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির নাজমুল হাসান, সালাউদ্দিন আলমগীর ( স্বতন্ত্র), এস এম হাবিবুর রহমান (স্বতন্ত্র), মোঃ আলমগীর হোসেন (আমজনতার দল), শেখ হাবিবুর রহমান কামাল (স্বতন্ত্র), আবুল ফজল মাহমুদুল হক (স্বতন্ত্র), আউয়াল মাহমুদ (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি) ও মওলানা মোঃ শহিদুল ইসলাম (খেলাফত মজলিস) মনোনয়নপত্র দাখিল করেন।ভোরের আকাশ/এসএইচ
পাবনা প্রেসক্লাবের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের উপপ্রধান, সাবেক পরিকল্পনা মন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান,পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য একে খন্দকার বীর উত্তম এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিিত্বে ইয়াদ আলি ম্রিধা পাভেল এর সঞ্চালনায় শোকসভায় অংশগ্রহণ করেন পাবনা প্রেসক্লাবে সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, লেখক ইসমাইল হোসেন, সাংবাদিক রাজিউর রহমান রুমি, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, সাংবাদিক রিজভি জয়, সাংবাদিক প্রফেসর আবু দাইয়েন, এনজিও ব্যক্তিত্ব মাজহারুল ইসলাম, শিক্ষক কবি আদ্যনাথ ঘোষ প্রমুখ।শোক সভায় বক্তারা বলেন, পাবনার কৃতি সন্ধান বীর মুক্তিযোদ্ধা একে খন্দকার ছিল অত্যন্ত ভদ্র বিনয় মেধাবী সাহসী। যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলার ইতিহাসে খন্দকারের নাম চির অম্লান হয়ে থাকবে। একে খন্দকারের আদর্শ অনুসরণ করে পথ চলতে হবে। একে খন্দকারের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সচেস্ট হতে হবে।শোক সভা শেষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু । শারীরিক অসুস্থতার কারনে তিনি এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) আনোয়ার হোসেন মঞ্জু নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ।আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের জানান, পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দিইনি।এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের কার্যালয় থেকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) জেপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, যুবসংহতি, ছাত্রসমাজসহ অন্যান্য সহযোগী নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।ভোরের আকাশ/এসএইচ