প্রতীকী ছবি
নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বিধিমালা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারে প্রচারের সুযোগ নিষিদ্ধ হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে আয়োজিত সপ্তম কমিশন সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ সীমানা নির্ধারণের বিষয় শেষ করতে পারিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ সীমানা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে। আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে অনেক কিছু আরপিও সংশোধন সাপেক্ষে হয়ে থাকবে।
তিনি বলেন, পোস্টার থাকবে না। ব্যানার, ফেসটুন, লিফলেট আছে। সোস্যাল মিডিয়াতে ছবি ব্যবহার করতে পারবে। বিলবোর্ডের ব্যবহার যুক্ত করা হয়েছে। টি-শার্ট ব্যবহারে শিথিল করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রচারণার সময় তিন সপ্তাহ থাকবে। কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে যদি কেউ থাকেন আর তার প্রার্থিতা চূড়ান্ত হয়, তাহলে তাকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে।
এর আগে সকাল সোয়া ১১টায় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বে ইসির সপ্তম কমিশন সভা এটি। সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।মঙ্গলবার (১ জুলাই) সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।চলতি বছর এপ্রিলে ঢাকা ছেড়ে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। দ্রুততম সময়ের মধ্যে পরিচয়পত্র পেশ করে ঢাকা মিশন শুরু করবেন এ কূটনীতিক।রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী ড. আব্দুল্লাহ জাফরকে সৌদি ফরেন সার্ভিসে চীন ও কোরিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। এই কূটনীতিক ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত ব্রাজিলের ব্রাসিলিয়াতে দায়িত্ব পালন করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত আমেরিকার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সিটি হাউস্টনের সৌদি কনস্যুলেট সামলেছেন। তিনি সেখানে কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালক ছিলেন। সেখান থেকে তাকে কোরিয়ায় সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হিসেবে পাঠানো হয়।২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সিউলে দায়িত্ব পালন করেন। ড. আব্দুল্লাহ জাফর কোরিয়া থেকে যান জেনেভায়। তিনি সেখানে দায়িত্ব পালন করেন ২০২১ সাল পর্যন্ত। জেনেভা থেকে তাকে পাঠানো হয় চীনে। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর গুয়াংজুতে সৌদি কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই নিয়ে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আটটি শর্ট ফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। মঙ্গলবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।পোস্টে তিনি লেখেন, জুলাই নিয়ে দু'টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৮টি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরো একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই নিয়ে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম নির্মাণের জন্য ৫ কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে এ সপ্তাহে। জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০ বা তার অধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। ইতোমধ্যে ডিএফপি থেকে ৯ টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পন্ন হয়েছে। বিসিটিআই ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে। বিটিভি জুলাইয়ের ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। এছাড়াও আরো ৪টি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে। ভোরের আকাশ/এসএইচ
ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ০৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এলাকাগুলো হলো—টেংরা, বাহিরটেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারী, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনিরআখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিকপাড়া ও কাউন্সিল এলাকা।এছাড়া, উক্ত এলাকার আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।ভোরের আকাশ/এসএইচ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লাগেজ বহনকারী ট্রলি টাগের ধাক্কায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।বিমানবন্দর সূত্র জানায়, ব্যাংকক থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ৬টার দিকে অবতরণ করে। যাত্রী নামিয়ে পার্কিং বে-তে অবস্থান করছিল উড়োজাহাজটি। এ সময় লাগেজ পরিবহনের কাজে ব্যবহৃত একটি খাঁচা ট্রলি তীব্র বাতাসে পাশের দিক থেকে ছুটে এসে বোয়িং এয়ারক্রাফটটির গায়ে আঘাত হানে। এতে বাহ্যিকভাবে প্লেনটি ক্ষতিগ্রস্ত হয়।ঘটনার সময় উড়োজাহাজের ভেতরে কোনো যাত্রী ছিল না বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না; তীব্র বাতাসের কারণে সেটি স্থানচ্যুত হয়ে উড়োজাহাজে ধাক্কা দেয়।তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বোয়িং প্লেনটির গায়ে ট্রলিটি ধাক্কা লাগায় কিছুটা ক্ষতি হয়েছে। তবে এ সময় কোনো যাত্রী ভেতরে ছিলেন না। আমাদের প্রকৌশলীদের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে এবং ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের কাজ করছে।”বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, লাগেজ ট্রলি বা ‘খাঁচা ট্রলি’ দিয়ে যাত্রীদের মালামাল পরিবহন করা হয়। বিমান ওঠানামার সময় এমন ট্রলি যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখা না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।ভোরের আকাশ//হ.র