লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০২:৪২ এএম
খালি পেটে ডাবের পানি: সকালে এক গ্লাসেই মিলবে ৫টি দারুণ উপকার!
ডাবের পানি শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্য উপকারিতায় ভরপুর একটি প্রাকৃতিক পানীয়। এটি হাইড্রেশন, শক্তি পুনরুদ্ধার এবং দেহের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়ক হিসেবে কাজ করে। তবে আপনি যদি এটি প্রতিদিন সকালে খালি পেটে পান করেন, তাহলে এর উপকারিতা বহুগুণে বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে ডাবের পানি পান করলে পাচনতন্ত্র সক্রিয় হয়, শরীরে শক্তি বাড়ে এবং রোগ প্রতিরোধক্ষমতা উন্নত হয়। নিচে তুলে ধরা হলো খালি পেটে ডাবের পানি পান করার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা:
১. বিপাক প্রক্রিয়া বাড়ায়
সকালে খালি পেটে ডাবের পানি পান করলে তা হজমতন্ত্রকে জাগিয়ে তোলে, যা বিপাক বৃদ্ধি করতে সাহায্য করে। এতে থাকা ক্যাটালেস ও ডিহাইড্রোজেনেস এনজাইম হজম ও শক্তি উৎপাদনের প্রক্রিয়া উন্নত করে। ফলে অতিরিক্ত চর্বি জমা না হয়ে দেহে শক্তি হিসেবে ব্যবহার হয়।
২. হৃদরোগের ঝুঁকি কমায়
ডাবের পানি পটাসিয়াম সমৃদ্ধ, যা উচ্চ রক্তচাপ কমাতে ভূমিকা রাখে। সকালে খালি পেটে এটি পান করলে হৃদযন্ত্রের ওপর চাপ কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ওয়েস্ট ইন্ডিয়ান মেডিকেল জার্নালের এক গবেষণায় বলা হয়েছে, ডাবের পানি উচ্চ রক্তচাপের বিরুদ্ধে কার্যকর হতে পারে।
৩. শক্তি জোগায় ও হাইড্রেশন বাড়ায়
ডাবের পানিতে রয়েছে প্রাকৃতিক শর্করা ও ইলেক্ট্রোলাইট, যা শরীরকে দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহ করে। এটি সাধারণ পানির চেয়ে বেশি কার্যকরভাবে শরীরকে হাইড্রেট করে, বিশেষ করে ব্যায়ামের পর কিংবা গরমের দিনে।
৪. ত্বক উজ্জ্বল করে
ডাবের পানিতে রয়েছে প্রদাহনাশক উপাদান ও সাইটোকাইনস, যা বার্ধক্য প্রক্রিয়া ধীর করে এবং কোষ পুনরুদ্ধারে সহায়তা করে। নিয়মিত খালি পেটে পান করলে ত্বক আরও পরিষ্কার ও উজ্জ্বল হতে পারে।
৫. ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে
ডাবের পানি শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা মুড, পেশিশক্তি ও হাইড্রেশন নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত খালি পেটে এই পানীয় গ্রহণে দেহের সার্বিক কর্মক্ষমতা বাড়ে।
পরামর্শ:
সকালের রুটিনে এক গ্লাস ডাবের পানি যোগ করলে আপনি কিছুদিনের মধ্যেই এর উপকারিতা টের পাবেন। তবে যাদের কিডনির সমস্যা রয়েছে বা ইলেক্ট্রোলাইট ভারসাম্যজনিত জটিলতা আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়েই এই অভ্যাস শুরু করবেন।
ভোরের আকাশ//হ.র