নিবন্ধনের সময় বাড়াতে ইসিতে আবেদন এনসিপির
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোরে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)। সেই সঙ্গে দলটির প্রতিনিধি দল রোববার সিইসির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার সময়ন্ব কমিটির কো-অর্ডিনেটর এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন বলছে, ঘোষিত সময় ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে সার্বিক বিষয় বিবেচনা করে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন-ইসি। ২০ এপ্রিল হচ্ছে আবেদনের শেষ সময়সীমা।
জানতে চাইলে সিইসি একান্ত সচিব বলেন, বৃহস্পতিবার দুপুরে সচিবের দপ্তরে এনসিপির পক্ষ থেকে সংস্কার ও দল নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। দলটির প্রতিনিধি দলের সঙ্গে রোববার (২০ এপ্রিল) দুপুরে সিইসির বৈঠকের সময়সূচি রয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, মৌলিক সংস্কার ও নতুন দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা ন্যূনতম ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, আমাদের একটি টিম ইসির সঙ্গে দেখা করে উদ্বেগগুলো জানাবে। সেখানে নিবন্ধন সময়সীমা বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে আমাদের আলাপ হবে।
চিঠির শেষাংশে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বা সংশোধন করে নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া দরকার। এ ছাড়া মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, বিদ্যমান নিবন্ধিত দলের নিবন্ধন হালনাগাদ করাও আবশ্যক। এমন অবস্থায় দ্রুত নির্বাচন কমিশনসংক্রান্ত মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা অন্যূন ৯০ দিনের বাড়ানোর অনুরোধ করা হয় চিঠিতে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মিটফোর্ডের ঘটনায় সকল ভাষা হারিয়ে ফেলেছি। তিনি বিদেশে অবস্থানরত থাকা অবস্থায় জেনে এই কথা বলেন।শুক্রবার (১১ জুলাই) রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ডের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লিখেছেন, এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো!তিনি আরও লেখেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না- এ জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।ইসলামীর আমির আরও লেখেন, হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো - আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার ওপর এর চেয়েও বড় বিপদ এলে, তখন তুমি কাউকে পাশে পাবে না। অতএব, ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে।এর আগে, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ডের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটলেও মূলত শুক্রবার (১১ জুলাই) ভিডিওটি ভাইরাল হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সড়কে পড়ে থাকা একজন ব্যক্তিকে বড় আকারের একটি পাথর দিয়ে ওপর থেকে আঘাত করা হচ্ছে। কেউ নিথর শরীরে আঘাত করছে আবার কেউ মাথায় সজোরে আঘাত করছে। এতে ওই লোকটির মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।ভোরের আকাশ/এসএইচ
সৎ ও দেশপ্রেমিক ব্যবসায়ীদের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে খুলনার শিববাড়ি মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আগের আমলে গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। আজকে সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। অথচ খেটে-খাওয়া, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।"নাহিদ ইসলাম বলেন, “শহীদরা তাদের প্রাণ দিয়েছিলেন একটি সন্ত্রাসমুক্ত, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নে। তারা কখনোই চাঁদাবাজি সংস্কৃতি বা লুটপাটের স্বাধীনতার জন্য জীবন দেননি। আমরা বলেছিলাম, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি—কিন্তু কেউ কেউ ভেবেছে, তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে। তারা ভুল ভাবছে।”তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান এখনো অসমাপ্ত। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের সূচনা। আমরা সেই আন্দোলনকে এগিয়ে নিতে মাঠে আছি, থাকব। কেউ ষড়যন্ত্র করে আমাদের সরাতে পারবে না।”খুলনাবাসীকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “আপনারা প্রস্তুত থাকুন। ৩ আগস্ট ঢাকায় এসে সবকিছুর জবাব দেবো। দেশের জনগণকে রক্ষা করতে হবে, শহীদরা সেই দায়িত্ব আমাদের দিয়ে গেছেন।”তিনি বলেন, “আজ খুলনায় এবং ঢাকায় আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি, অথচ দেখতে হচ্ছে বিভৎস সব ঘটনা। রাজনৈতিক সহিংসতা ও নৃশংসতা গণঅভ্যুত্থানের পরেও থামেনি। লগি-বৈঠার তাণ্ডব আমরা শৈশবে দেখেছিলাম, আজও দেখতে হচ্ছে। এটা দুঃখজনক।”সুন্দরবন রক্ষার প্রসঙ্গে তিনি বলেন, “রামপাল বিদ্যুৎকেন্দ্র করে ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে, কিন্তু সুন্দরবন ধ্বংসের মুখে পড়েছে। এই বন আমাদের অস্তিত্বের রক্ষাকবচ, একে রক্ষা করতে হবে।”খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রসঙ্গে নাহিদ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে ভিসি-শিক্ষক সংকটে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুলনার মানুষ এমন পরিস্থিতি মেনে নেবে না।”সরকারি নীতিকে একহাত নিয়ে নাহিদ ইসলাম বলেন, “যে ব্যবস্থা মাফিয়া তৈরি করে, সেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়। সেই ব্যবস্থাকে ভেঙে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে।”সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ//হ.র
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানোকে ‘নোংরা ও অপরাজনীতি’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের আজীবন বহিষ্কার করা হয়েছে। এরপরও বিএনপিকে দায়ী করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।তিনি বলেন, “ঘটনার পরপরই বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কাজ করেছে। বিচ্ছিন্ন কোনো অপরাধের দায় বিএনপির নয়। আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠন কখনো অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।”সালাহউদ্দিন আহমদ আরও জানান, ইতোমধ্যে দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। “তবুও বিএনপিকে উদ্দেশ্য করে দায় চাপানো রাজনৈতিক অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়,” বলেন তিনি।এদিকে, যুবদল এক বিবৃতিতে জানিয়েছে, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িত থাকার অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহজলভ্য বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনো শৈথিল্য না দেখায় এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে।”তারা আরও জানায়, বহিষ্কৃতদের কোনো কার্যক্রম বা অপকর্মের দায় সংগঠন নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।এছাড়া, স্বেচ্ছাসেবক দলও একই ঘটনায় তাদের সংগঠনের দুইজন নেতাকে আজীবন বহিষ্কার করেছে বলে জানা গেছে।ভোরের আকাশ//হ.র
রাজধানীর পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে যুবদলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।এ ব্যাপারে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরইমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।বিজ্ঞপ্তিতে আরও জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীকে ওই বিষয়ে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল।ভোরের আকাশ/জাআ