জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি
জাতীয় পার্টির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটির কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় দলের কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ পার্টির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিবেদক ও ক্যামেরাপারসনকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রেসক্লাব ইউনিট ও কূটনৈতিক রিপোর্টারদেরও সংবাদ সম্মেলন কাভার করার অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না, জনগণ কী বুঝবে? দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না- এসব দাবি-দাওয়া-মিছিল করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায়। পিআর নিয়ে তর্কবিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। তিনি আরও বলেন, ভোট হবে এক ব্যক্তি এক ভোট। সবাই একমত হলে বিএনপি চিন্তা করে দেখবে। দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে নির্বাচিত সংসদে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়েনের দানারহাট ঈদগাহ মাঠে দলীয় মতবিনিময় সভায় এ এসব কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে ৩টা নির্বাচন হয়েছে৷ ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। আমরা ১৫ বছর ধরে একটা জিনিসের জন্য লড়াই করেছি৷ সেটা হলো ভোটাধিকার। ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা সবাই মেনে নিয়েছি৷ গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ পাবে৷ শিক্ষকদের আন্দোলন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, শিক্ষকরা আন্দোলন করছেন৷ আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। আগামী নির্বাচনে ভোট চেয়ে সাথে থাকার অনুরোধ জানান তিনি। এ সময় জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলাটি অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) জাহাঙ্গীর আলম শিগগিরই বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানে মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে কিছু অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া তিনি মোট ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ দখলে রেখেছেন।অনুসন্ধান প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মাহী বদরুদ্দোজা চৌধুরী দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন করার জন্য মানিলন্ডারিং অপরাধ করেছেন। তিনি ৬৮ একর জমি বায়না চুক্তি করে সেই ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা তার মালিকানাধীন প্রতিষ্ঠান এভালন এস্টেট লিমিটেডের নামে ক্রয় করেন। এর মাধ্যমে তিনি অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন বলে জানা যায়।ভোরের আকাশ/তা.কা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার রাত ১১টা ৪০মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে ১২টা ২৫ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা করতে রাতে তাকে এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মেডিকেল বোর্ড এসব রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।দীর্ঘদিন ধরে কিডনি, লিভারসহ নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।এর আগে গত ২৮ আগস্ট খালেদা জিয়া একই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান। এছাড়া গত মাসেও শারীরিক কিছু জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চলতি বছরের শুরুতে লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।ভোরের আকাশ//হ.র
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। রাত ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।ভোরের আকাশ/এসএইচ