আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন
চরম নাটকীয় ও ঘটনাবহুল ফাইনাল জিতে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার (২৯ এপ্রিল) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে স্থগিত ফাইনালের বাকি ১৫ মিনিটের খেলায় কোনো গোল না হলে টাইব্রেকার কিংস ৫-৩ গোলে হারায় আবাহনীকে।
গত ২২ এপ্রিল ফাইনালটি শেষ হতে পারেনি আলোকস্বল্পতার কারণে। তখন ম্যাচ বাকি ছিল অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট। এক সপ্তাহ পর সেই ১৫ মিনিটের ম্যাচে আবাহনী গোল করতে পারেনি ১০ জনের কিংসের বিপক্ষে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গোলরক্ষক শ্রাবণ একটি শট ফিরিয়ে দিয়ে কিংসকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন।
টাইব্রেকারেও ছিল নাটকীয়তা। আবাহনীর হয়ে চতুর্থ শট নেন মিরাজুল ইসলাম। তার নেওয়া শট কিংসের গোলরক্ষক মেহদী হাসান শ্রাবণ সেভ করেন। কিংস টাইব্রেকারে এক গোলের লিডে ছিল। চতুর্থ শট আবাহনী মিস করলে কিংস চ্যাম্পিয়ন হয়। শ্রাবণের সেভের সঙ্গে সঙ্গে কিংস উল্লাস শুরু করে।
রেফারি অবশ্য আগেই ফাউলের পতাকা তুলেছিলেন। রেফারির এই সিদ্ধান্ত কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন মানতে পারেননি। রেফারি সায়মন সানি টাইব্রেকার পর্বে এসেও হলুদ কার্ড দেখান কিংসের গোলরক্ষক কোচকে।
মিরাজুল পুনরায় শট নেন। সেই শট অবশ্য শ্রাবণ ঠেকাতে পারেননি। কিংসের হয়ে পঞ্চম ও শেষ শট নিতে আসেন ব্রাজিলিয়ান ড্যাসিয়েল। তার নেয়া শট জালে প্রবেশ করলে কিংস পুনরায় উল্লাস করে। ফেডারেশনের বর্তমান চ্যাম্পিয়নরা পুনরায় তাদের ট্রফি নিজেদের কাছেই রাখতে পারল।
পাশাপাশি ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে হারার একটা মধুর প্রতিশোধও নিল। সেই ম্যাচে আবাহনী দশ জন নিয়ে খেলে ম্যাচ জিতেছিল। এই ম্যাচে কিংস দশ জন নিয়ে জিতল।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা। আগামী ১৭ জুন গলে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে এই স্কোয়াড নিয়েই মাঠে নামবে লঙ্কানরা।দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার, একইসঙ্গে আছেন উদীয়মান তরুণরাও। বর্ষীয়ান অ্যাঞ্জেলো ম্যাথ্যুস এই ম্যাচের মাধ্যমেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। স্কোয়াডে আরও রয়েছেন দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, এবং পাথুম নিশাঙ্কার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, মিলান রত্নায়েকে এবং ইসিথা বিজয়সুন্দরার মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা।স্পিন বিভাগে আছেন প্রভাত জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া এবং থারিন্দু রত্নায়েকে। পেস আক্রমণে থাকছেন আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ইসিথা বিজয়সুন্দারা।শ্রীলঙ্কার ঘোষিত স্কোয়াড:ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথ্যুস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সূর্যবন্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা বিজয়সুন্দারা।উল্লেখ্য, বাংলাদেশ এই সফরে দুটি টেস্ট খেলবে। প্রথমটি শুরু হবে ১৭ জুন গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। চট্টগ্রামে টাইগারদের ব্যাটিং প্রস্তুতি ও সাম্প্রতিক টেস্ট অভিজ্ঞতার প্রেক্ষাপটে, এই সফর হবে তরুণদের জন্য নিজেকে প্রমাণ করার একটি বড় মঞ্চ।ভোরের আকাশ//হ.র
দীর্ঘদিনের সহযোদ্ধা, একসময় ছিলেন বন্ধুত্বের প্রতীক। কিন্তু সময়ের বিবর্তনে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সম্পর্ক আজ অনেকটাই শীতল। যদিও সেই দূরত্ব ঘোচানোর আশার কথা শুনিয়েছেন দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল।সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তামিম অকপটে স্বীকার করেন, সাকিবই বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। তার ভাষায়, “সত্যটা বলতেই হবে। আর আমি এটা প্রথমবার বলছি না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যদি একজনের নাম নিতে হয়, তবে সেটা হবে সাকিব আল হাসান। ক্রিকেটে সে যা অর্জন করেছে, তা অবিশ্বাস্য। আমাদের ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক, সত্য তো সত্যই থাকবে।”তামিম জানান, সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কখনোই তার এই মতামতকে প্রভাবিত করেনি। “অনেকে বলে, আমরা দুজন তারকা—তাই নাকি দ্বন্দ্ব! আমি তা মনে করি না। আমি তো বলেই আসছি, সাকিবই সেরা,” বলেন তিনি।একসময় একসঙ্গে সময় কাটানো, একসঙ্গে খাওয়া-দাওয়া, এমনকি মাঠে একসঙ্গে দলকে টেনে তোলার স্মৃতিগুলোও তুলে ধরেন তামিম। তার মতে, এখনো যদি দুইজন একসাথে কাজ করতে পারেন, তাহলে দেশের ক্রিকেট উপকৃত হবে। যদিও তামিম এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে, তবুও ভবিষ্যতে ভিন্ন ভূমিকায় দুইজন একসঙ্গে কাজ করতে পারেন বলেই ইঙ্গিত দেন তিনি।তিনি বলেন, “আমি কখনো বিশ্বাস করি না যে সম্পর্ক আর কখনও ঠিক হবে না। আমি হয়তো কিছু ভুল করেছি, সেও করেছে। যেদিন আমরা বুঝে একসাথে বসতে পারব, সেদিন সব সমস্যার সমাধান হবে। এখন আমরা একসঙ্গে মাঠে না খেললেও, আমি বিশ্বাস করি—দুজন মিলে আবারও বাংলাদেশ ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যেতে পারব।”উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের জার্সি গায়ে দেন তামিম ইকবাল। এরপর বিপিএলের সময় জানান, জাতীয় দলে ফেরা হচ্ছে না আর। অপরদিকে, সাকিব আল হাসান রাজনৈতিক যোগসূত্রে পড়ে গেছেন বিতর্কের মুখে।গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। রাজনৈতিক পরিচয়ের কারণে জনরোষের ভয়ে দেশে ফিরতে পারছেন না বলেই ধারণা করা হচ্ছে। যদিও ওই সময়ের পর দেশের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন সাকিব, এরপর আর মাঠে দেখা যায়নি তাকে।তামিম-সাকিবের দ্বন্দ্বের অবসান এবং দেশের ক্রিকেটের স্বার্থে তাদের পুনর্মিলনের প্রত্যাশায় বুক বেঁধে আছে ক্রিকেটপ্রেমীরা।ভোরের আকাশ//হ.র
শেষ দুই ফিফা বিশ্বকাপের টিকিট পায়নি ইতালি। তাই আসন্ন ২০২৬ বিশ্বকাপকে পাখির চোখ করছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে নিজেদেরই কিংবদন্তি ডিফেন্ডার জেনারো গাত্তুসোর কাঁধে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে যাচ্ছে ইতালি। এমনটাই জানিয়েছেন ইতালি দলের ম্যানেজার জিয়ানলুইজি বুফন। ফ্রান্সকে টাইব্রেকারে ৬-৪ গোলে হারিয়ে ২০০৬-এ শেষবার বিশ্বকাপ ঘরে তোলে ইতালিয়ানরা। সেবার বিশ্বচ্যাম্পিয়ন তকমা কুড়াতে অনবদ্য ভূমিকা রাখেন বুফন, গাত্তুসো দু’জনই।২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি এবারের বাছাইপর্বেও নিজেদের তেমনভাবে মেলে ধরতে পারছে না। শুরুতেই নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি। পরের ম্যাচে মালডোভাকে ২-০ গোলে হারায় ইতালিয়ানরা। আরও একটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকার শঙ্কায় বরখাস্ত করা হয় কোচ লুসিয়ানো স্পালেত্তিকে।শনিবার অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘রাই’কে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সাবেক সতীর্থের হাতে দলের দায়িত্ব তুলে দেয়ার কথা জানান বুফন।ইতালির এই কিংবদন্তি গোলকিপার বলেন, আমরা কাজ সম্পন্ন করেছি, এখন শুধু চূড়ান্ত কিছু বিষয়ের অপেক্ষা। সভাপতি ও পুরো ফেডারেশন ব্যস্ত সময় কাটিয়েছে। তবে আমি মনে করি, শেষ পর্যন্ত আমরা সেরা সিদ্ধান্তই নিয়েছি। যদিও স্পালেত্তিকে বরখাস্তের পর ইতালির প্রথম পছন্দের ছিলেন ক্লদিও রানিয়েরি। কিন্তু ইতিমধ্যে এই ৭৩ বছর বয়সী ইতালিয়ান কোচ স্বদেশি ক্লাব রোমার বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোচিং থেকে অবসর নেয়ারও ঘোষণা দিয়েছেন।২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর বুটজোড়া তুলে রাখা জেনারো গাত্তুসোর কোচিং অধ্যায় শুরু হয় তিন বছর পর, সুইস ক্লাব সিয়নের প্লেয়ার-কোচ হিসেবে। সেখানে তার স্থায়িত্বকাল ছিল স্রেফ ১ মাস ও ৩ ম্যাচ। কোচ গাত্তুসর একমাত্র ট্রফি আসে ২০২০-এ, নাপোলিকে ইতালিয়ান কাপ জেতানোর মাধ্যমে। ইতালির পরবর্তী মিশন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের দু’টি ম্যাচ। আগামী ৫ই সেপ্টেম্বর এস্তোনিয়ার বিপক্ষে ও ৮ই সেপ্টেম্বর ইসরাইলের বিপক্ষে ম্যাচ দুটিতে মাঠে নামবে আজ্জুরিরা। ভোরের আকাশ/এসএইচ
ক্লাব ও জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব শিরোপা জয়ের পর এবার নতুন মঞ্চে নিজের জাদু দেখাতে প্রস্তুত আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এবার ক্লাব বিশ্বকাপে মাঠে নামছেন এই ফুটবল গ্রেট। এর আগে বার্সেলোনার জার্সিতে তিনবার এই শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবার ভিন্ন দলে হলেও টুর্নামেন্টটি নিয়ে আগ্রহে এতটুকু ঘাটতি নেই ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডের।ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব বিশ্বকাপ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মেসি। বলেন, “এটা একটি দারুণ প্রতিযোগিতা। এতে অংশ নেওয়াটা রোমাঞ্চকর। আমি যখন অন্য দলে খেলতাম, তখন আমার প্রত্যাশা ছিল ভিন্ন। তবে আমি উচ্ছ্বসিত এবং বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে খেলার অপেক্ষায় আছি।”বিশ্বের বিভিন্ন অঞ্চলের শীর্ষ ক্লাবগুলোকে এক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা—এটি খেলোয়াড় ও দর্শক সবার জন্যই অসাধারণ এক অভিজ্ঞতা বলে মনে করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির ভাষায়, “তাদের বিপক্ষে খেলাটা দারুণ সুযোগ ও দুর্দান্ত অভিজ্ঞতা। খেলোয়াড়দের জন্য মাঠে আর দর্শকদের জন্য গ্যালারিতে; সবার জন্যই এটা চমৎকার একটা অভিজ্ঞতা।”বাংলাদেশ সময় রোববার (১৫ জুন) সকালে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। এবার ৩২টি ক্লাব অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মেসির ইন্টার মায়ামি। নিজেদের ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে সকাল ৬টায় তাদের প্রতিপক্ষ আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরের আল আহলি।ভোরের আকাশ।। হ, র