ছবি : সংগৃহীত
মাঝরাতে ফাঁকা রাস্তায় বাইকে চড়ে ‘স্টান্ট’ করছিলেন একদল তরুণ। তাদের সঙ্গে ছিলেন তাদের এক বান্ধবী। বাইকে চড়ে ‘স্টান্ট’ করে রিলস ভিডিও তৈরি করতে চেয়েছিলেন তারা। কিন্তু ঘটে যায় অঘটন।
বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বান্ধবীসহ মুখ থুবড়ে পড়েন এক তরুণ। এই খবর জানায় ফ্রি প্রেস জার্নাল।
ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- সামনের চাকা শূন্যে তুলে বাইক চালাচ্ছেন এক তরুণ। তার পিছনে বসে আছেন এক তরুণী। কিন্তু বাইকের চাকা রাস্তায় নামতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তরুণ।
এরপর বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন তারা। তাদের বাইকের সঙ্গে ধাক্কা লেগে আরও দুই তরুণ মুখ থুবড়ে পড়েন। এই ঘটনা ঘটেছে ভারতে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রিল ভিডিও তৈরি করার জন্য মাঝরাতে ফাঁকা রাস্তায় তরুণীকে সঙ্গে নিয়ে ‘স্টান্ট’ করছিলেন ওই তরুণরা। দুর্ঘটনার শিকার হওয়ার পর তরুণীর পিঠ প্রায় রাস্তায় ঠেকে যায়। পরে বাইকটি সোজা করতে গিয়ে বিপাকে পড়েন তরুণ।
এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন দুজন। বাইক থেকে পড়ে রাস্তায় অনেকখানি গড়িয়ে যান তারা। সময়মতো ব্রেক কষতে না পেরে তাদের বন্ধুরাও ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়েন। ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ওই তরুণদের সমালোচনা করেছেন নেটিজেনরা।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
মিয়ানমারের রাখাইন প্রদেশের কিয়াউকফিউ এলাকায় সামরিক জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। সংঘর্ষের কেন্দ্রবিন্দু হিসেবে মিন পিয়িন গ্রাম চিহ্নিত করা হয়েছে, যেখানে আরাকান আর্মির পরিকল্পিত হামলায় জান্তা বাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।এর পাশাপাশি প্রায় ২০টি গ্রাম জনশূন্য হয়ে গেছে এবং নতুন করে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বিভিন্ন এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। অনেক রাজ্যে বিদ্রোহী প্রতিরোধ যোদ্ধারা জান্তার ঘাঁটি দখল করেছে। বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল পুনঃদখলের চেষ্টা করছে সামরিক বাহিনী।সম্প্রতি মিন পিয়িন থানার সামনে অবস্থানরত জান্তা সেনাদের ওপর ড্রোন হামলা চালায় আরাকান আর্মি। এতে অন্তত ১০ জন সেনা নিহত হন। এরপর ১৮ নভেম্বর মিন পিয়িন, ওয়া নাচুইন, লাকেটিনসহ আশপাশের গ্রামে বোমাবর্ষণ চালায় জান্তা বাহিনী, যার ফলে কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন।জান্তা সেনারা মিন পিয়িনের কাছে আরাকান আর্মির একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি শিবির দখল করলেও, পালটা হামলায় আবার পিছু হটতে হয়। কিয়াউকফিউ ও রাখাইন-মেইনল্যান্ড সীমান্ত এলাকায় বর্তমানে তীব্র সংঘর্ষ চলছে।স্থানীয়রা জানান, শহরে স্কুল ও গ্রাম লক্ষ্য করে নৌবাহিনী হামলা চালাচ্ছে। ত্রাণকর্মীরা বলছেন, স্থানীয়রা আতঙ্কে দিন পার করছে। এই সহিংসতায় নতুন করে প্রায় ১০ হাজার মানুষ আশ্রয়হীন হয়েছেন।ভোরের আকাশ/তা.কা
পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে এক পরিবারের বাড়ি ধ্বংস হয়ে ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।মুজাহিদ জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে খোস্তের গুরবুজ জেলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী।তিনি লিখেছেন, ‘পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা কাজী মিরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে।’এই হামলায় পাঁচ ছেলে, চার মেয়েসহ মোট ৯ শিশু ও একজন নারী নিহত হয়েছেন বলে দাবি করেন মুজাহিদ। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি।এছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরো কয়েকটি বিমান হামলা হয়েছে বলে জানান তালেবান মুখপাত্র। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।ভোরের আকাশ/মো.আ.
যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা থামছে না। দখলদার দেশটির হামলায় শিশুসহ আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণের বানি সুহেইলায় ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজা সিটিতে অবিস্ফোরিত বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন শিশু। নিহত অন্য দুজনের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া যুদ্ধবিরতি শুরুর পর ধ্বংসস্তূপ থেকে মোট ৫৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, দিনভর উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা কামান, বিমান ও হেলিকপ্টার হামলা চালিয়েছে। বেইত লাহিয়ায় হলুদ রেখার বাইরের অংশেও গোলাবর্ষণ করেছে দখলদার দেশটি। দক্ষিণে রাফাহর উত্তর–পূর্ব ও খান ইউনুসের উপকণ্ঠে ট্যাংক ও হেলিকপ্টার হামলা হয়েছে।গাজার পূর্বাঞ্চলে হলুদ রেখার বাইরে হামলা আরও তীব্র হয়েছে। এসব হামলায় পাড়া-মহল্লা পরিকল্পিতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে পরিবারগুলোর ফেরাও কঠিন হয়ে পড়ছে।মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে আগের একটি হামলার ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের আটজনের মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স। গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত ৫৮২ মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো সাড়ে ৯ হাজারের বেশি মানুষ নিখোঁজ।মধ্য গাজার নুসাইরাত শিবিরে একজন ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের দাবি করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। চুক্তি অনুযায়ী মরদেহ শনাক্ত হলে আরও দুজনের মরদেহ উদ্ধারের বাধ্যবাধকতা থাকবে। এর বিনিময়ে ইসরায়েলকে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিতে হবে।হামাস জানিয়েছে, ব্যাপক ধ্বংসের কারণে অনেক বন্দির মরদেহ উদ্ধার কঠিন হয়ে পড়েছে।এদিকে যুক্তরাষ্ট্র-সমর্থিত জিএইচএফ, যা জাতিসংঘের বাইরে সমান্তরাল ত্রাণব্যবস্থা চালাত, কার্যক্রম সমাপ্তির ঘোষণা দিয়েছে। জাতিসংঘ বিশেষজ্ঞরা জানান, গত মে মাস থেকে জিএইচএফ–এর বিতরণকেন্দ্রের আশপাশে অন্তত ৮৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ নিতে আসা মানুষের ওপর ইসরায়েলি বাহিনী ও বিদেশি ঠিকাদারদের গুলি চালানোর অভিযোগ রয়েছে। এই ব্যবস্থাকে ঘিরে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে সংস্থাটি।অস্ত্রবিরতির মধ্যেই দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তুলকারেম, বেথলেহেম, রামাল্লাহ, জেনিন ও তুবাসে অভিযান চালানো হয়। রবিবার রাতে রামাল্লাহর দেইর জরিরে ইসরায়েলি সেনাদের গুলিতে ২০ বছর বয়সী আইনশাস্ত্রের ছাত্র বারাআ খাইরি আলি মালি নিহত হন।স্থানীয়দের ভাষ্য, বসতি স্থাপনকারীদের ওপর হামলার অভিযোগে ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে এসে গুলি চালায়। এ ছাড়া কফর কাদ্দুমে দুই নারীকে আহত করেছে সেনারা এবং দুই ভাইকে আটক করা হয়েছে।আতারা-বিরজেইত এলাকায় ইসরায়েলের বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি জমিতে আগুন দিয়েছে। এতে বহু জমি ও জলপাইগাছ পুড়ে গেছে।২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে ১ হাজার ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২২৩ শিশু। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ; আটক করা হয়েছে ২০ হাজারের বেশি।লেবাননেও উত্তেজনা বাড়ছেরবিবার ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইয়ের জানাজা সোমবার বৈরুতের দক্ষিণে অনুষ্ঠিত হয়। সংগঠনটির নেতা মাহমুদ ক্বোমতি ঘটনাটিকে অস্ত্রবিরতির আরেকটি লঙ্ঘন বলে মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে, পাল্টা হামলা দিলে বড় ধরনের ইসরায়েলি আক্রমণের ঝুঁকি রয়েছে, আর না দিলে হিজবুল্লাহর প্রতিরোধক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।ভোরের আকাশ/তা.কা
বাংলাদেশে সরবরাহের জন্য দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ১ লাখ টন চাল কেনার লক্ষ্যে একটি টেন্ডার আহ্বান করেছে পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি)।সোমবার (২৪নভেম্বর) এই দরপত্রের বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।কয়েক দশকের অস্থির সম্পর্কের পর ২০২৪ সালের আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ইসলামাবাদ-ঢাকা সম্পর্ক উন্নত হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে।জারি করা টিসিপি'র টেন্ডার অনুসারে, মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর।এতে বলা হয়েছে, করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রপ্তানির লক্ষ্যে ১ লাখ টন লম্বা দানার সাদা চাল (IRRI-6) কেনার জন্য কোম্পানি, অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হচ্ছে।দরপত্রে আরও বলা হয়, চাল পাকিস্তানের সর্বশেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করা উচিত। কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাকের চিহ্ন, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড়ের আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে।বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে ৫০ হাজার টন চাল আমদানির মাধ্যমে পাকিস্তান থেকে বাণিজ্য শুরু করে।গত মাসে চীনসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঢাকার বাণিজ্য সহজতর করতে পাকিস্তান করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দেয়।ভোরের আকাশ/তা.কা