বালিয়ার ‘জিনের মসজিদ’ নির্মিত হয় এক রাতেই!

বালিয়ার ‘জিনের মসজিদ’ নির্মিত হয় এক রাতেই!

জুয়েল ইসলাম শান্ত, ঠাকুরগাঁও

প্রকাশ : ২ দিন আগে

আপডেট : ২ দিন আগে

বালিয়ার ‘জিনের মসজিদ’ নির্মিত হয় এক রাতেই!

বালিয়ার ‘জিনের মসজিদ’ নির্মিত হয় এক রাতেই!

ঠাকুরগাঁওয়ের প্রাচীন মসজিদ সম্পর্কে প্রচলিত আছে এমনই লোককাহিনী। জ্বিন-পরীরা সারারাত জেগে এই মসজিদ বানিয়েছে। অনেক রকমের কারুকার্যময় অলংকরণ ও পুরু দেয়াল গড়তে গড়তে রাত শেষ হয়ে যায়। দিনের আলোয় জ্বিন-পরীরা থাকে না, তাই গম্বুজের কাজ শুরু না করেই তারা চলে যায়। অসম্পূর্ণ থেকে যায় মসজিদের বাকি কাজ। তখন থেকেই জ্বিনের মসজিদ নামে পরিচিত হয়ে আসছে এই মসজিদ। ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে পঞ্চগড় মহাসড়ক ধরে ১০ কিলোমিটার এগিয়ে গেলেই ভুল্লি বাজার। সেখান থেকেই প্রায় তিন কিলোমিটার পূর্বে বালিয়া ‘জ্বিনের মসজিদ’ নামে এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত।

স্থানীয় বাসিন্দারা জানান, কোনো এক অমাবস্যার রাতে জিন-পরীরা বালিয়া ইউনিয়নের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই এলাকাটি তাদের পছন্দ হয়। তারপর জিন-পরীরা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে। কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায় তারা। ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় এই মসজিদটি।

মসজিদটির আকার-আয়তনে সমতল ভূমি হতে ৫ ফুট ৩ ইঞ্চি উঁচু প্লাটফর্মের ওপর পূর্ব-পশ্চিমে ৬২ ফুট ৬ ইঞ্চি ও উত্তর-দক্ষিণে ৬৯ ফুট ২ ইঞ্চি আয়তাকার কমপ্লেক্স অবস্থিত। আয়তাকার কমপ্লেক্সটি সিঁড়িসহ প্রবেশপথ, খোলা চত্বর ও মূলভবন বা নামাজঘর এই তিন অংশে বিভক্ত। এর মধ্যে মূল ভবনটি পূর্ব-পশ্চিমে ২৫ ফুট ১১ ইঞ্চি প্রশস্ত। প্লাটফর্ম হতে মসজিদটির ছাদ ১৭ ফুট উঁচু ।

মসজিদের ছাঁদে একই সাইজের তিনটি গম্বুজ ও আটটি মিনার আছে। যার মধ্যে চার কোণের চারটি মিনার বড় এবং বাকি চারটি ছোট। পুরো মসজিদটিই চুন-সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। ইটে কোনো কাজ না থাকলেও মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে কলস, ঘণ্টা, ডিশ, বাটি , পদ্মসহ বিভিন্ন নকশা তৈরি করা হয়েছে ।

ঠাকুরগাঁও সদর ইউএনও খায়রুল ইসলাম বলেন, জেলার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন বালিয়া মসজিদে রয়েছে স্থাপত্যের নান্দনিক রূপ আর নানা কারুকার্য। শৈল্পিক স্থাপনা মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা প্রশাসন বরাবরই সহযোগিতা করে আসছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ব্র্যাক ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন

ব্র্যাক ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন

বিচ্ছেদের পর পাপমুক্তির আশায় দুধ দিয়ে গোসল!

বিচ্ছেদের পর পাপমুক্তির আশায় দুধ দিয়ে গোসল!

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

নৌকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত যুবক আটক

নৌকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত যুবক আটক

মন্তব্য করুন