চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ০৫:১২ পিএম
ছবি: ভোরের আকাশ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২০২৫-২৬ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের” আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ শুরু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) এ উপলক্ষে বেলা ১১ টায় চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালি পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।
চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় ও জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোশফিকুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আমিরুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা এবং চাঁদপুর কোস্ট কার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর মৎস্যবনিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও মৎস্যজীবী কামাল হোসেন।
বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এর প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা জাতীয় দায়িত্ব। এ সময়ে মা ইলিশ ধরা হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশের প্রাপ্যতা হুমকির মুখে পড়বে। তাই সবাইকে সচেতন থেকে এ অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, গবেষক, ব্যবসায়ী ও মৎস্যজীবীরা মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমকে যে কোন মূল্যে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/জাআ