ছবি: ভোরের আকাশ
রংপুরে গৃহবধু ধর্ষণের পর হত্যা মামলায় স্বামী সোহান মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে পঞ্চগড় সদরের মিলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিন) তোফায়েল আহমেদ।
তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর রংপুর নগরীর বালাপাড়র গৃহবধু মিতু বানুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা হয়। এতে মিতুর স্বামী সোহান মিয়া, শ্বশুর রাজা মিয়াসহ চার জনের নামে এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করা হয়। মিতু বানুর মৃত্যুর পর থেকে শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে চলে যায়। শুক্রবার পঞ্চগড় পুলিশের সহযোগিতায় সোহানকে গ্রেফতার করা হয়।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) তোফায়েল আহমেদ বলেন, মিতুর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সোহানের রিমান্ড চাওয়া হবে। এছাড়া যারা এখনও পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে। দেশে নৈতিক অবক্ষয় ঘটেছে। এর বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। এ সময় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রংপুর নগরীর বালাপাড়ার গৃহবধু মিতু বানুর মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযোগ উঠে, শ্বশুরের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়াসহ আপত্তিকর একটি ভিডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মিতুকে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। মিতু বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম গ্রামের মেনাজুল মিয়ার মেয়ে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ছুটি শেষে পাঁচ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দু’বন্দরের মধ্যে পণ্যবোঝাই ট্রাক আসা-যাওয়া শুরু হয়। এর আগে গত সোমবার থেকে পুজার ছুটিতে বন্ধ ছিল স্বাভাবিক আমদানি-রফতানি।ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজায় ছুটির কারণে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।এ সময় পেট্রাপোল বন্দরে পণ্য বোঝাই কয়েকশ ট্রাক অপেক্ষা করছিল। ছুটি শেষে সেগুলো বেনাপোল বন্দরে ঢুকতে শুরু করেছে। বেনাপোল বন্দরে আটকে পড়া রফতানি পণ্যবাহী ট্রাকও ঢুকছে পেট্রাপোল বন্দরে। এতে পণ্যজট কুমছে।বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, শারদীয় দুর্গোৎসবের কারণে ভারতে পাঁচ দিন সরকারি ছুটি ছিল। এতে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে। দ্রুত পণ্য খালাসে সবরধরনের সহযোগীতা করা হচ্ছে। তবে ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার ও ভারতে ইলিশ রফতানি বানিজ্য স্বাভাবিক ছিল বলে জানান এই কর্মকর্তা।উল্লেখ্য, স্বাভাবিক সময়ে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ৩০০ ট্রাক পণ্য রফতানি হয়। আমদানি পণ্য থেকে সরকারের প্রায় ৮ হাজার কোটি টাকা রাজস্ব আসে। ৫ দিন বন্ধের কারনে সরকারের প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব কুমবে।ভোরের আকাশ/জাআ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের (২৯৩৬) নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৪ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট-এ অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়, যা দিনাজপুর অঞ্চলের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এনে দিল। এই স্বীকৃতির ফলে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের অনুমোদিত কমিটির সদস্যরা হলেন; সভাপতি সাদাকাত আলী খান, সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম।দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিএফইউজে নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা করেন, এই আনুষ্ঠানিক অনুমোদনের মধ্য দিয়ে দিনাজপুরের সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।ভোরের আকাশ/এসএইচ
সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।শনিবার (৪ অক্টোবর) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশন সংলগ্ন হাজী মহসীন মার্কেট ও তার আশপাশ এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এসময় রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি। এ দুইটি রোধ করতে পারলে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। সেকারণে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করতে ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়তে চান। ইতিমধ্যে ৩১ দফার কর্মসূচি দেশের মানুষ আনন্দের সাথে গ্রহণ করেছে। কিন্ত একটি মহল মিথ্যাচার ও অপ-প্রচারের মাধ্যমে বিএনপি এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনকে কলুষিত করতে চায়।তিনি আরও বলেন, আগামী নির্বাচনে মানুষ ৩১ দফার পক্ষে রায় দিয়ে ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তত। বরিশাল ৫ আসনের মনোনীত প্রার্থী বিজয়ী হলে সিটি কর্পোরেশনকে একটি অত্যাধুনিক সিটি কর্পোরেশনে রুপান্তর করা হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, নগর যুবদল নেতা জিয়াউল ইসলাম মাসুম, স্বাধীনতা ফোরামের মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।ভোরের আকাশ/জাআ
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন।শনিবার (৪ অক্টোবর) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন শিবচর উপজেলা শাখার সদস্যরা।তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান।বাংলাদেশ হেলথ এসিস্টেন্ট এসোসিয়েসনের শিবচর উপজেলা শাখার সভাপতি ও স্বাস্থ্য সহকারী মো. ইমমাইল হোসেন অভিযোগ করো বলেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।কর্মবিরতিতে শিবচর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ও স্বাস্থ সহকারী হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, সেলিনা আকতার, মাহমুদা, সুমাইয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন।ভোরের আকাশ/জাআ