খাগড়াছড়িতে গুলিতে নিহত ৩, গুইমারায় থমথমে পরিস্থিতি
পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে গত শনিবার ভোর পাঁচটা থেকে অবরোধ কর্মসূচি চলছে। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।
গত মঙ্গলবার রাত নয়টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
অবরোধ চলাকালে গতকাল বেলা একটায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে আগুন দেওয়া হয়। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে। বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আগুনে বাজারের দোকানপাট জ্বলতে দেখা যায়। দোকানমালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে।
ভোরের আকাশ//হ,র
সংশ্লিষ্ট
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করা হয়েছে। তাঁর অপসারণ দাবিতে গণজমায়েত করেছে বিক্ষুব্ধরা।গতকাল রোববার সকালে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডে অন্যায় প্রতিরোধ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে একাট্টা হন রাজনৈতিক দলের নেতারা।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ওমর ফারুক।বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। এ ব্যাপারে অভিযুক্ত কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহের, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি অধ্যাপক শাহজাহান আলী তালুকদার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, সাবেক কাউন্সিলর ইউনুস আলী মহলদার মানিক, উপজেলা মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আলম, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলনা সাইফুল ইসলাম প্রমুখ।ভোরের আকাশ//হ.র
বগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তরুণেরা হলেন শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান (১৮) ও একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)। বগুড়া হাইওয়ে পুলিশ সুপার শহীদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, তিনটি মোটরসাইকেলে ছয় তরুণ বেপরোয়া গতিতে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। বাঘোপাড়া খোলারঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণ মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। নিহত তরুণদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।ভোরের আকাশ//হ.র
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজা উপলক্ষে বেড়াতে এসে মণ্ডপ দেখতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত অভয় দাস কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।স্বজন অপু দাস জানান, দুর্গাপূজা উপলক্ষে অভয় তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকায় পিসির বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার দিকে অভয় একটি অটোরিকশায় চড়ে স্থানীয় একটি পূজা মণ্ডপ দেখতে ঋষিপাড়া এলাকায় যায়। পথে অটোরিকশাটি আরেকটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অভয়ের মৃত্যু হয়।সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ভোরের আকাশ//হ.র
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এস.এস.সি ব্যাচ '৯৮ বন্ধুত্বের দৃঢ় বন্ধনকে আরও দৃঢ় করতে প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষার্থীবৃন্দ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চাষারার স্কাই কিচেন রুফটপ রেস্টুরেন্ট "স্টেপ ফরওয়ার্ড" নামের এক অনুষ্ঠানের আয়োজন করে ২৭ বছর আগে এসএসসি পাশ করা শিক্ষার্থীবৃন্দ। লাঞ্চ শেষে বিকালে আলোচনার শুরুতে "স্টেপ ফরওয়ার্ড" প্রোজেক্ট উপস্থাপন করে শরিফুল ইসলাম তুষার, পঙ্কজ দাস, তছলিম রাসেল, সালাহউদ্দিন সোহেল ও মনিরুল মান্না। বক্তারা ২০২৬ইং থেকে বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে স্বাবলম্বী প্রোজেক্ট ঘোষণা করেন।সকলের মতামতের ভিত্তিতে এই প্রোজেক্ট গ্রহণ করা হয়। এক প্রতিক্রিয়ায় ৯৮ এর বন্ধু মোঃ এ এইচ আশু বলেন, আজ আমরা নতুন করে একটা প্রোজেক্ট চালু করার ব্যাপারে প্রস্তাব দিয়েছি। কিছু ভিন্নমত থাকলেও বেশীরভাগ বন্ধুরা এটার পক্ষে মত দিয়েছে। আশা করি অতিসত্বর আমরা নতুন এই প্রোজেক্ট চালু করতে পারবো ইনশাআল্লাহ। ৯৮ এর বন্ধু শহিদুল ইসলাম মুন্সি বলেন, অনেক ভালো একটা অনুষ্ঠান করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।আরেক প্রতিক্রিয়ায় ৯৮ এর বন্ধু রাজিয়া আক্তার লাবন্য বলেন, আশা করি এই উদ্যোগের ফলে আমাদের বন্ধুদের থেকে পিছিয়ে পরা বন্ধুগুলো বেশি উপকৃত হবে।বিদেশে অবস্থান করা ৯৮ এর বন্ধু খালিদ হোসেন সুমন হোয়াটসঅ্যাপে বলেন, অনুষ্ঠানে না থাকতে পেরে নিজেকে খুব অসহায় লাগছে। মন চাচ্ছিল সকল বাঁধা অতিক্রম করে সবার সাথে আনন্দে মিলিত হই। আমি অবশ্যই এই প্রোজেক্টে থাকবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন আয়েশা আক্তার শাপলা, রোকেয়া ইসলাম বন্যা, মমতাজ বেগম, ফাতেমা সুলতানা মনি, ফারহানা রহমান পপি, নাজমা আক্তার, ফাতেমা তুজ জোহরা লেসমী, কামরুন নাহার কলি, নাজমা রহমান মলি, কামরুন নাহার নাসরিন, আমেনা বেগম, ফাতেমা ইয়াসমিন রুবী, ওমর ফারুক, নুরুজ্জামান খান রাসেল, মোহাম্মদ রায়হান সোহেল, ডাঃ কামরুল হাসান সরকার, দেলোয়ার কাজল, মোহাম্মদ মোহসীন, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, এছহাক আলী, মাহামুদুল ইসলাম শাকিল, মাহাবুবুর রহমান, কামাল উদ্দিন, শরিফ হোসেন টুটুল, মজিবুল হায়দার সুজন, জাকির হোসেন, ডাঃ সাইফুদ্দিন মিলন, রমজান আলী, রুহুল আমিন, শফিকুল ইসলাম, শাহিন আহমেদ দিপু, মইনুল ইসলাম সুমন, ইয়াছিন শেখ, মোঃ আল আমিন আলী, নাসির উদ্দিন জুম্মন, শাহাদাৎ হোসেন, মাহাবুবুর রহমান পাপ্পু, সিরাজুল ইসলাম অয়ন, মোঃ জহিরুল ইসলাম, ইমতিয়াজ জনি, ইব্রাহিম খলিল, আল আমিন, জানে আলম, মোঃ ইসহাক, মোঃ সুমন, সেলিম মিয়া, মোঃ মুন্না প্রমুখ।বিদেশ থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন শফিকুল ইসলাম সুমন ও খোরশেদ ফারুক পিয়াল। নাজমা রহমান মলি, কামরুন্নাহার নাসরিন ও ফাতেমা ইয়াসমিন রুবি এই তিনজন বান্ধুবীর জন্মদিনের উপলক্ষে কেক কাটার আয়োজন ছিল অনুষ্ঠান।শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া প্রবাসী শফিকুল ইসলাম সুমনের সৌজন্যে তার নবাগত মেয়ে বাচ্চা জন্ম নেওয়ায় সকলকে মিষ্টিমুখ করানো হয়।পুরটা সময় জুড়ে আড্ডা, ছবি তোলা, পুরনো স্মৃতিচারন, খুশগল্পে মেতে উঠে বন্ধুরা। এ যেন ১৯৯৮ সালে ফিরে যাওয়ার মতই এক ঘটনা।ভোরের আকাশ//হ.র