জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ০৫:৩৮ পিএম
মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু
জামালপুরে গাছ বিক্রি নিয়ে দ্বন্দ্বে মাদকাসক্ত ছেলের হাতে মা মঞ্জিলা বেগম (৬০) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের হাটচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জিলা ওই এলাকার প্রয়াত তোতা শেখের স্ত্রী। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৪০) পলাতক রয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর নিকট নিজের চোখের চিকিৎসার টাকা জোগাড় করতে, নিজ বাড়ির কয়েকটি গাছ বিক্রি করেন মঞ্জিলা। মঙ্গলবার সকালে ওই কাঠ ব্যবসায়ী মঞ্জিলার বাড়িতে গাছ কাটতে গেলে, মনজুরুল তাকে বাধা দেয়।
এ নিয়ে মঞ্জিলার সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটি ধারালো চাকু দিয়ে মনজুরুল তার মাকে আঘাত করলে, তার মৃত্যু হয়। এ সময় কাঠ ব্যবসায়ী ফরিদুল এগিয়ে গেলে মনজুরুল তাকেও জখম করে।চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে কৌশলে মনজুরুল পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ফরিদুলকে (৪৫) উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মঞ্জিলার ছোট ছেলে জীবন মিয়া বলেন, ইজিবাইক নিয়ে সকালে বাড়ি থেকে বের হই। ১০টার দিকে বাড়ি থেকে ফোন করে বলে মনজুরুল মাকে কুপিয়ে হত্যা করেছে। সে নেশা করে, এর আগেও সে মাকে নির্যাতন করেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন জানান, ঘটনাস্থলের পাশের একটি ঝুপড়ি থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। মরদহে উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ঘাতক ছেলে পলাতক আছে, শুনেছি সে মাদকাসক্ত।
ভোরের আকাশ/এসএইচ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ঘন্টা আগে
আপডেট : ১৩ ঘন্টা আগে
মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু
জামালপুরে গাছ বিক্রি নিয়ে দ্বন্দ্বে মাদকাসক্ত ছেলের হাতে মা মঞ্জিলা বেগম (৬০) নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের হাটচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জিলা ওই এলাকার প্রয়াত তোতা শেখের স্ত্রী। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৪০) পলাতক রয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর নিকট নিজের চোখের চিকিৎসার টাকা জোগাড় করতে, নিজ বাড়ির কয়েকটি গাছ বিক্রি করেন মঞ্জিলা। মঙ্গলবার সকালে ওই কাঠ ব্যবসায়ী মঞ্জিলার বাড়িতে গাছ কাটতে গেলে, মনজুরুল তাকে বাধা দেয়।
এ নিয়ে মঞ্জিলার সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটি ধারালো চাকু দিয়ে মনজুরুল তার মাকে আঘাত করলে, তার মৃত্যু হয়। এ সময় কাঠ ব্যবসায়ী ফরিদুল এগিয়ে গেলে মনজুরুল তাকেও জখম করে।চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে কৌশলে মনজুরুল পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ফরিদুলকে (৪৫) উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মঞ্জিলার ছোট ছেলে জীবন মিয়া বলেন, ইজিবাইক নিয়ে সকালে বাড়ি থেকে বের হই। ১০টার দিকে বাড়ি থেকে ফোন করে বলে মনজুরুল মাকে কুপিয়ে হত্যা করেছে। সে নেশা করে, এর আগেও সে মাকে নির্যাতন করেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন জানান, ঘটনাস্থলের পাশের একটি ঝুপড়ি থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। মরদহে উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ঘাতক ছেলে পলাতক আছে, শুনেছি সে মাদকাসক্ত।
ভোরের আকাশ/এসএইচ