জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
প্রকাশ : ০১ মে ২০২৫ ০৪:১১ পিএম
রাজবাড়ীতে যুবলীগ-কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার-৩
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’ হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও কৃষকলীগের স্থানীয় নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা নম্বর-১০, জিআর নম্বর-২৮৫/২০২৪, ১০ ডিসেম্বর (২০২৪) অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড নুরু মন্ডলের পাড়ার আব্দুস ছামাদ শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান (৪৫), উজানচর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড গফুর মাতুব্বর পাড়ার মৃত দানেশ শেখের ছেলে ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সোনাই মিয়া (৫০), উজানচর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড ছাহের মণ্ডল পাড়ার আদু শেখের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য এবং ৭ নং ওয়ার্ড মেম্বার মো. সমসের আলী (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব সরকারসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়।
পাশাপাশি অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, পূর্ব পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে অস্ত্র, বোমা ও লাঠিসোঁটা ব্যবহার করে গুরুতর আহত করা হয়।
ভোরের আকাশ/এসএইচ
জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
প্রকাশ : ৩ ঘন্টা আগে
আপডেট : ৩ ঘন্টা আগে
রাজবাড়ীতে যুবলীগ-কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার-৩
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’ হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও কৃষকলীগের স্থানীয় নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা নম্বর-১০, জিআর নম্বর-২৮৫/২০২৪, ১০ ডিসেম্বর (২০২৪) অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড নুরু মন্ডলের পাড়ার আব্দুস ছামাদ শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান (৪৫), উজানচর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড গফুর মাতুব্বর পাড়ার মৃত দানেশ শেখের ছেলে ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সোনাই মিয়া (৫০), উজানচর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড ছাহের মণ্ডল পাড়ার আদু শেখের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য এবং ৭ নং ওয়ার্ড মেম্বার মো. সমসের আলী (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব সরকারসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়।
পাশাপাশি অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, পূর্ব পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে অস্ত্র, বোমা ও লাঠিসোঁটা ব্যবহার করে গুরুতর আহত করা হয়।
ভোরের আকাশ/এসএইচ