ছবি: ভোরের আকাশ
প্রকৃতিতে এখন শরতের ছোঁয়া। চারদিকে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর মাঠ-ঘাটজুড়ে দোল খাচ্ছে সাদা কাশফুল। সেই শুভ্র কাশফুলের সৌন্দর্য ঘিরেই পিরোজপুরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
জেলার বাইপাস সড়ক ও মডেল মসজিদের পাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে গড়ে উঠেছে কাশবন। প্রতিদিন সেখানে ভিড় জমছে পরিবার-পরিজন, তরুণ-তরুণী ও শিশুদের। অনেকেই প্রিয়জনকে নিয়ে ছুটে আসছেন শরতের কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি তোলা ও সেলফি শেয়ারের প্রতিযোগিতায়ও মেতে উঠছেন দর্শনার্থীরা।
স্থানীয় এক দর্শনার্থী আশিকুর রহমান জানান: “প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনে ভীষণ আনন্দ জাগায়। কাশবনের এমন দৃশ্য দেখলে মন প্রফুল্ল হয়ে ওঠে।”
আরেকজন দর্শনার্থী আফরোজা তুলি বলেন, আমাদের পিরোজপুরের পরিবার-পরিজনকে নিয়ে যাওয়ার তেমন কোন জায়গা নেই,তাই এখানে আসলে পরিবার নিয়ে একটি সুন্দর সময় কাটানো যায়।
প্রকৃতিপ্রেমীদের কাছে কাশফুল মানেই শরতের আগমন বার্তা। তাই শুভ্র কাশফুলের দোলায় এখন পিরোজপুরজুড়ে বিরাজ করছে শরতের উৎসবের আবহ।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
গাজীপুরের কালীগঞ্জে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ট্রমা জেনারেল হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতক কন্যাশিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মৃতদেহটি হাসপাতালের ভেতরেই উদ্ধার হলেও কর্তৃপক্ষ উল্টো থানায় অভিযোগ করেছে, “অজ্ঞাত কেউ লাশ ফেলে রেখে গেছে।”স্থানীয়ভাবে এ ঘটনাকে হাসপাতালের গাফিলতি ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে। কারণ লাশ উদ্ধার হলো হাসপাতালের ভেতর থেকে, অথচ মামলা করা হলো “অজ্ঞাত কেউ ফেলে গেছে” অভিযোগে। এ অবস্থায় প্রকৃতপক্ষে দায় কার, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।হাসপাতালের পরিচালক মো. শহীদ মুন্সি জানান, গত শুক্রবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের এক আয়া টয়লেট পরিষ্কার করতে গিয়ে ময়লার ঝুড়ির ভেতরে টিস্যু দিয়ে ঢাকা নবজাতকের লাশ দেখতে পান। খবর পেয়ে কর্তৃপক্ষ ও চিকিৎসকরা দ্রুত সেখানে গিয়ে মৃতদেহ পরীক্ষা করে নিশ্চিত হন শিশুটি আগেই মারা গেছে।শিশুটির মুখে সাদা টিস্যু গুঁজে দেওয়া ছিল এবং নাভির নাড়ি প্রায় দুই ইঞ্চি ওপরে ছেঁড়া অবস্থায় ছিল বলে জানিয়েছেন পরিচালক।তিনি আরও বলেন, “আমরা বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানাই। পাশাপাশি হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজও যাচাই-বাছাই করা হচ্ছে।”কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, হাসপাতালের পরিচালক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি রেকর্ড করা হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে।এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশীদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে এখন যেহেতু জানলাম, ওই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।ভোরের আকাশ/জাআ
চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড, যেখানে জেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে বিজ্ঞান বেজ। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব।অলিম্পিয়াডের উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।উদ্বোধনী বক্তব্যে ডিসি বলেন, “বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী করে তোলে। তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা জাতিকে উন্নত বিশ্বের কাতারে এগিয়ে নিতে সহায়ক। শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।”তিনি আরও বলেন, “বিজ্ঞান চর্চার মাধ্যমেই গড়ে উঠতে পারে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আলোকিত বাংলাদেশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং অনুসন্ধিৎসা বাড়িয়ে তুলবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করতেই এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।প্রথম ধাপের এই জেলা পর্যায়ের প্রতিযোগিতা ছিল এমসিকিউ পদ্ধতিতে ৩০ মিনিটের ২৫ নম্বরের পরীক্ষা। এখান থেকে ৫০ জন উত্তীর্ণ শিক্ষার্থী আগামীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।ভোরের আকাশ/জাআ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করেন আগামী এক মাসের মধ্যে নির্বাচন হবে, তাহলে আমরা এক মাসের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। যারা পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা কখনও সফল হবেন না। বাংলাদেশের জন্য পিআর একটি অচল পদ্ধতি।শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে জেলা বিএনপির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমাদের পাশবর্তী দেশ নেপালে পিআর পদ্ধতি সিসটেমের জন্য গত ১৭ মাসে ১০ বার সরকার গঠন করা হয়েছে। বাংলাদেশে এটা হতে দেয়া যাবে না। যাদের সাথে জনগণের সাথে কোন সম্পর্ক নেই, তারা হয়তো এ ধরনের কথা বলে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এ উদ্দেশ্য কখনো সফল হবে না। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছি। হয়তো এ মাসের মাঝামাঝি সময়ে আমাদের নেতা তারেক রহমান নির্বাচনী আসনগুলোতে কারা কারা নির্বাচন করবেন সেই নির্দেশনা দিবেন। সেই লক্ষ্যেও দল কাজ করা হচ্ছে।এই নেতা বলেন, যারা জান্নাতের টিকিট দেয়ার কথা বলে রাজনীতি করে, এটা অন্যায়। আমরা সকলে জানি জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বেহেস্তের টিকিট দিতে পারে না। তারা বাড়ি বাড়ি মহিলা দিয়েও এ অপপ্রচার করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অনেক শক্তিশালী। আমাদের দেশের মহিলারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে অনেক ভালবাসেন। তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না।অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি, ঘরে ঘরে যাচ্ছি। এই ৩১ দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের কথা রয়েছে, বিভিন্ন সংস্কারের কথা বলা রয়েছে আগামীদিনে রাষ্ট্রকে আমরা কিভাবে ঢেলে সাজাবো সেটা আমাদের নেতা তারেক রহমান বোঝেন। আগামীদিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমরা আওয়ামীলীগের মতো বলবো না, সিঙ্গাপুর বানাবো। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিনত করা হবে।সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, অ্যাড.শামসুল ইসলাম মন্টুর যৌথ সঞ্চালনায় আপরো বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা ড. জালাল উদ্দিন আহমেদ, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপি সহ-সভাপতি শরীফ মো. ইউনুস, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, হুমায়ুন কবির প্রধান, মোল্লা মাহমুদ হাসান, আলমগীর কবির পাটওয়ারী, ডি এম শাহাজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি প্রমুখ।ভোরের আকাশ/জাআ
নদী ভাঙ্গনে আর ঠিকানা বদল করতে চাই না, নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কচাকাটায় দুধকুমার নদের তীরের টেপারকুটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ৪ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে কচাকাটা এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটি আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল প্রমুখ।সমাবেশে চর ও ভাঙ্গন কবলিত এলাকার ৫ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/জাআ