গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ০৯:৩৭ এএম
সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) বিকেলে পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ্যাড. মিজানকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ