শরীয়তপুরের জাজিরা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে জাজিরা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশাররফ বেপারী জাজিরার দক্ষিণ বাইকশা গ্রামের মৃত আলাউদ্দিন বেপারীর ছেলে।জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা মোশাররফ বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।ভোরের আকাশ/এসএইচ
০৪ আগস্ট ২০২৫ ০৪:২৬ পিএম
গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতা মিজান আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ।রোববার (২০ জুলাই) বিকেলে পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ্যাড. মিজানকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
২১ জুলাই ২০২৫ ০৯:৩৭ এএম
নাটোরে আ.লীগ নেতাসহ ১৭ জনকে কারাগারে প্রেরণ
নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা শ্লোগান দেয়া নিয়ে বিএনপি কর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলীসহ ১৭ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৯ জুন)দুপুরে এজাহার ভূক্ত ১৯ আসামি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হকের আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন জানায়।শুনানী শেষে বিচারক ২ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।কারাগারে পাঠানো অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন ।চলতি বছরের ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে জয় বাংলা শ্লোগান দেয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।ভোরের আকাশ/
১৯ জুন ২০২৫ ০৬:০০ পিএম
আমতলীর আওয়ামী লীগ নেতা বরগুনায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ
নিষিদ্ধ ঘোষিত আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল আহসান নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে বরগুনার রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।সোমবার (১৯ মে) বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।জানা গেছে, আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু ব্যক্তিগত কাজে রোববার সকালে বরগুনা যান।বরগুনা থেকে রাতে ফেরার পথে রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।বরগুনা থানার ওসি দেওয়ার জগলুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ