সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ১০:২২ পিএম
ছবি: ভোরের আকাশ
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সাবেক আঞ্চলিক সম্পাদক ও সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলাম’র ৫ম মৃত্যুবার্ষিকী ও ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহেতদের আত্নার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় শহরের স্টেডিয়াম রোডে তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসা প্রাঙ্গণে অন্বেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে এই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম আমিনুল ইসলাম এর কর্মময় জীবনের উপরে তাৎপর্য ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এবং অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রধান উপদেষ্ঠা মোঃ সাইদুর রহমান বাচ্চু।
সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে জেলা প্রশাসক হিসেবে অনেকে এসেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দুইজন জেলা প্রশাসকের ছিলেন একজন বীরমুক্তিযোদ্ধা শহিদ এ কে শামসুদ্দিন, তারা তাদের কর্মের মধ্যেদিয়ে বেঁচে আছেন আরেকজন মরহুম আমিনুল ইসলাম তাদের মধ্যে অন্যতম ছিলেন, মরহুম আমিনুল ইসলাম তিনি ছোট বেলা থেকেই স্কাউটিং করতেন। আমিও ছাত্রজীবনে স্কাউটিং করেছি। স্কাউটিং যারা করে তারা অনেকশৃঙ্খল থাকে। আমিনুল ইসলাম ভালো কাজ করেছেন তাই এখনো তাকে স্মরণ করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকার উত্তরর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এর শোক সইবার মত না আমরা সেই সকল কোমলমতি নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি।
তিনি আরও বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও শোকাহত করেছে। অল্প বয়সী শিক্ষার্থীর অকাল মৃত্যু কখনোই পূরণ হওয়ার মতো ক্ষতি নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি।” আজ এই কোরআনরে পাখীদের সামনে ব্ক্তব্য দিতে পারছি এটাও অনেক ভাগ্যের বিষয়। এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনু্ষ্ঠান শুরু করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী ( ছোট্ট)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার সাংবাদিক দিলীপ গৌর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাব (ডক্টস এসোসিয়েশন অব বাংলাদেশের) সভাপতি ডাঃ এম এ লতিফ, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক, তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি রহুল আমিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অন্বেষণ মুক্ত স্কাউট গ্রুপের এস.পি.এল.মো: রায়ান হাসান, পি,এল, মোঃ মুবিন ইসলাম,স্কাউট সদস্য, মো:সিহাব সেখ।স্কাউট সদস্য, মো:রিমোন নিশো, স্কাউট সদস্য, মো: সিয়াম সেখ, স্কাউট সদস্য, মোঃ মেজবা হক সপ্ন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুম আমিনুল ইসলাম এঁর রুহের মাগফেরাত কামনা ও ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত আত্নার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন।
উল্লেখ্য, মরহুম আমিনুল ইসলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসকরে দায়িত্ব পালন কালে সিরাজগঞ্জ সদর উপজেলার অন্মেষণ মুক্ত স্কাউট দলের পথ চলা শুরু হয়। আমিনুল ইসলাম এই মুক্ত দলের প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি রাজশাহী বিভাগের আঞ্চলিক স্কাউটরে সম্পাদক ছিলেন দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের। তিনি ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ১১ জুলাই মৃত্যুবরণ করেন। পাবনায় তার দেশের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। তিনি সর্বশেষ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকরে দায়িত্ব পালন করেছেন।
ভোরের আকাশ/জাআ