ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ০৩:০৩ পিএম
ছবি: ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দু'জনের মৃত্যু হয়েছে।শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের সৌরভ দাস (১৭) ও শ্রীনিবাস মালাকার (৬৫)।
বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সৌরভ ও শ্রীনিবাস অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে যায়।পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।এছাড়া একই সময়ে নিজ বাড়িতে মারা যান শ্রীনিবাস।
খবর পেয়ে মৃতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ভোরের আকাশ/জাআ