ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৪৫ বোতল ভারতীয় স্কপ সিরাপ (মাদকদ্রব্য) উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ রকিব প্রকাশ রাকিব মিয়াকে ১৪৫ বোতল ভারতীয় স্কক সিরাপসহ মাটির বসত ঘরের শয়ন কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঘটনার সংক্ষিপ্ত বিবরণে বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (১৪ জুলাই) ০৯.৩০ ঘটিকার সময় এসআই/মশিউর রহমান খান, এসআই/ মাহবুব আলম সরকার ও সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনাস্থল হতে ধৃত আসামী- মোঃ রকিব প্রকাশ রাকিব মিয়া (৩৭), পিতা- মোঃ জনাব আলী, সাং- কাঞ্চনপুর (ইউপি-সিঙ্গারবিল), থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’র দখল ও হেফাজত হতে ১৪৫ বোতল স্কপ সিরাপ উদ্ধার করতঃ উক্ত আলামত বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মোতাবেক বিজয়নগর থানার এফআইআর নং-২২, জি আর নং-২৬৮ ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১৪ জুলাই ২০২৫ ০৪:৫৭ পিএম
বিজয়নগরে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের কালিসীমা এলাকার চুল্লাবাড়ী জুয়েল এর চা দোকানের সামনে শুক্রবার (২৭ জুন) সোয়া দুইটার দিকে এসআই মাহবুব আলম সরকার ও এসআই নাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে আসামী- সুজন (৪০), পিতা- মৃত চাঁন বাদশাকে আটক করা হয়।সুজনের বাড়ি বিজয়নগর উপজেলার হোসেনপুর (বাছিরের বাড়ী)। উদ্ধার হওয়া মাদকদ্রব্য (১৪ কেজি গাঁজা) আলামত বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ভোরের আকাশকে বলেন, 'গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মোতাবেক আইনি ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছে; (বিজয়নগর থানার এফআইআর নং-৩৮, জি আর নং-২৩৯)।'পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
২৭ জুন ২০২৫ ০৪:৪৩ পিএম
বিজয়নগরে ৪ মণ গাঁজা, ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪ মণ গাঁজা (১৬০ কেজি) ও ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১২জুন) বিকালে বিজয়নগর থানা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে জেলার বিজয়নগর থানাধীন ৩নং ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকার তিন রাস্তার মোড়ে ঈশরাত হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপরে এসআই (নিরস্ত্র) নাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১টি পুরাতন সিএনজি চেক পোস্টের কাছাকাছি আসলে থামার জন্য সংকেত দেয়।সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় সিএনজিকে ধাওয়া করলে সিএনজিতে থাকা পলাতক আসামী-১ মোঃ সাব্বির (২৬), পিতা- এলাহি মিয়া, গ্রাম- কামালমুড়া, ইউপি- পাহাড়পুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও অজ্ঞাতনামা আরও ১জন আসামী মাদকদ্রব্য ১৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজিটি ফেলে রেখে সুকৌশলে অজ্ঞাত স্থানে দৌঁড়ে পালিয়ে যায়।পরবর্তীতে ঘটনাস্থল হতে উক্ত আলামত জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম ভোরের আকাশকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ভোরের আকাশ/জাআ