খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ০৪:১৪ পিএম
ছবি: ভোরের আকাশ
খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা খুলনাস্থ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা খুলনা মহানগরীর চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা বিষয়ে নবনিযুক্ত পুলিশ কমিশনারের নিকট গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক মতামত উপস্থাপন করেন।
সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করে পুলিশ কমিশনার বলেন, পুলিশের কার্যক্রম ও সেবার তথ্য সাধারণ মানুষের কাছে যথাযথ ও স্বচ্ছভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের গঠনমূলক মতামত ও পর্যবেক্ষণ পুলিশের কাজকে আরও সুসংগঠিত, গতিশীল এবং জনবান্ধব করতে সহায়ক হবে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে আইনানুগ সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে গণমাধ্যম ও পুলিশের মধ্যে সমন্বিত সহযোগিতা একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা-সহ খুলনাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ