জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ
জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আবদুল হাই শিকদার, আইয়ুব ভূঁইয়া, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, মোস্তফা কামাল মজুমদার, হাসান হাফিজ। সাধারণ সম্পাদক পদে আইয়ুব ভূঁইয়া, ইলিয়াস হোসেন, এ. ডি. এম সাদ বিন রাবী, কাদের গনি চৌধুরী, মাইনুল হাসান সোহেল, জাহিদুল ইসলাম রনি, মাসুদ কামাল।রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি পদে আইয়ুব ভূঁইয়া, কাজী রওনাক হোসেন, খন্দকার হাসনাত করিম, নাসির আল মামুন, মাহবুব হাসান।সহ-সভাপতি পদে নূরুল হাসান খান, নাঈম-উল-করিম, মাসুমুর রহমান খলিলী।যুগ্ম সম্পাদক পদে আফজাল বারা, জাহিদুল ইসলাম রনি, মোহাম্মদ মোমিন হোসেন, মো: আলী হোসেন, রফিকুল ইসলাম আজাদ, শাহনাজ শারমীন রিনভী, শাহনাজ বেগম পলি, সাঈদুল হোসেন সাহেদ।কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হাসান, বখতিয়ার রাগা, সালাহউদ্দীন আহমাদ বাবলু।কার্যনির্বাহী সদস্য পদে আহমেদ করিম, আবদুর রহমান জাহাঙ্গীর, আমীর হামযা চৌধুরী, আনিসুর রহমান খান, এসএম রাশিদুল ইসলাম, এ. কে. এম মহসীন, এস. এম. রিয়েল রোমান, এরফানুল হক নাহিদ, জিএম রাজিব হোসেন, ডিএম আমিরুল ইসলাম অমর, তোফাজ্জল হোসেন, নূরুননবী রবি, নির্মল চক্রবর্তী, পরাগ আরমান, মজিবুর রহমান, মনির আহমাদ জারিফ, মাহমুদুল হাসান, মুহাম্মদ আলমগীর হোসাইন শিপন, মোহাম্মদ গোলাম রব্বানী, মো: শাহজাহান মিঞা, মো: আ: বাসেদ মিয়া, মো: মোর্শেদুর রহমান, রফিক মুহাম্মদ, রাশেদুল হক, রেজাউল করিম, শাহাবুদ্দীন শিকদার, শাহনাজ বেগম পলি, শাহীন হাসনাত (আবুল হাসনাত মোহাম্মদ ওবায়দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেন।জাতীয় প্রেস ক্লাব নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে এম এ এম শওকত হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ ও আ বা ম ছালাউদ্দিন।উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শুরু হবে ৩০ ডিসেম্বর সকাল ১০টায় ক্লাবের মিলনায়তনে। আর ভোটগ্রহণ হবে ৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জাতীয় প্রেসক্লাবে দুই বছর মেয়াদি নির্বাচনের জন্য একটি ৭ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ছিলো। মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় ছিলো ১২ ডিসেম্বর রাত ১০টা। বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ১৪ ডিসেম্বরে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর রাত ১০টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৮ ডিসেম্বর।ভোরের আকাশ/এসএইচ