স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ০৬:২২ পিএম
ছবি: ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য, বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল স্মরণে দোয়া মাহফিল হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাতুল্লাহ নূর।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও খ. আ. ম. রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাবেক সহ-সভাপতি শেখ মো. শহীদুল ইসলাম ও সৈয়দ মোহাম্মদ আকরাম, সহ-সভাপতি মো: ইব্রাহিম খান সাদাত, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিটিজেএ) সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন ও দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আব্দুন নূর প্রমুখ।
বক্তারা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের জন্য এবাদুল করিম বুলবুলের গাড়ি উপহার দেয়ার উল্লেখ করে বলেন, তিনি ছিলেন সাংবাদিক বান্ধব। সাংবাদিকদের কল্যানে নি:স্বার্থভাবে কাজ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব তার এই অবদানের কথা কখনো ভুলবে না।
তাছাড়া বুলবুল একজন ধর্মানুরাগী মানুষ ছিলেন উল্লেখ করে বক্তারা আরো বলেন, তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য নিরবে কাজ করে গেছেন। আলোচনা শেষে এবাদুল করিম বুলবুলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
আলোচনা সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। আলোচনা ও দোয়া মাহফিলে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
ভোরের আকাশ/এসএইচ