রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৮ পিএম
ছবি: ভোরের আকাশ
বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় নানিয়ারচরে প্রাথমিক শিক্ষার বই সহ চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় রচিত বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ।
নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ জানান, ২০২৬ সালের ১লা জানুয়ারিতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার বই বিনামূল্যে বিতরণ করা হবে। নানিয়ারচর উপজেলায় সরকারি ৭২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হবে। পরবর্তীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
এ সময় নানিয়ারচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বিকাশ খীসা, জাদুকাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব জ্যোতি চাকমা ও খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজবিহারী চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ