ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৪:৫৮ পিএম
ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদা বাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর ঘন্টা ব্যাপি মানববন্ধন
ফুলবাড়ী উপজেলা রশিদপুর গ্রামে চাঁদাবাজদের বিরুদ্ধে বৃহস্পতিবার(৮ মে) সকাল সাড়ে ১১টায় কাজিহাল ইউপির রশিদপুর গ্রামের ভুক্তভুগীরা ফুলবাড়ী দিনাজপুর মহাসড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্ঠা বরাবর স্মারকলীপি প্রদান করেন।
মাববন্ধনে বলেন, ফুলবাড়ী, উপজেলার জামগ্রামের,নয়ন হামিদুল, নবীউল, তৈবুর রহমান মোঃ বাবুল, সামিউল ইসলাম, মোসাদ্দেক, আসাদুল, ফারুখ হোসেন, মোজ্জামেল হক সর্ব এদের দাপটে আমরা আনছারুল ইসলাম, নুরুল ইসলাম, ইউনুস আলী, মোহাম্মাদ আলী হোসেন, রোখসানা বেগম, সাদ্দম হোসেন, মোছাঃ মেহেরুন নেছা, মকছেদুল হক’রা গ্রামে থাকতে পারছি না।
মাববন্ধনে আরও বললেন, আমরা উপজেলা নিরট্টি মৌজার জেএল নং-১৫৩ এর ৬.৭০ একর জমি ক্রয় করে তারা নিজ নিজ নামে খাজনা খারিজ করে চাষাবাদ করে আসছি। কিন্তু গত ২০২৪ইং সালের ৫ই আগষ্টের পট পরিবর্তনরে সুযোগ কাজে লাগিয়ে উক্ত সন্ত্রাসী বাহিনীরা আমাদের ক্রয়কৃত জমি দখল করে আমন মৌসুমের চাষাবাদ করা ধান জোর পূর্বক কেটে নিয়ে যায়। তাদেরকে বাঁধা দেওয়ায় তারা বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগ করে। আমরা তাদের ভয়ে বাড়ীথেকে বের হতে পারছি না। বোরধান কাটার সময় এসেছে এখন তারা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করছে। চাহিদা মোতাবেক চাঁদা না দিলে লাগানো বোর ধান কেটে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। তাই আমরা ভয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছিনা।
জীবন ও সম্পদের নিরাপত্ত চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর প্রতিকারের জন্য এবং সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলীপি প্রদান করেন।
ভোরের আকাশ/এসআই