বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৬:২৪ পিএম
বরগুনায় শিকল বাঁধা মাদ্রাসাছাত্রী পালানোর চেষ্টা এলাকায় চাঞ্চল্য
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চড়কগাছিয়া নূরানী ও হেফজ মাদ্রাসা থেকে শিকল বাঁধা অবস্থায় এক ছাত্রী পালানোর চেষ্টা করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিকলে বাঁধা এক ছাত্রী পালানোর চেষ্টা করছে। এ ঘটনার পর বরগুনার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, মাদ্রাসার শিক্ষকদের বাড়ির কাজ করানোর ভয়ে একাধিকবার পালানোর চেষ্টা করায় ওই শিশুটির মা তাকে শিকল দিয়ে বেঁধে মাদ্রাসায় দিয়ে যান। গত ৪ মে বিকেলে মাদ্রাসা থেকে একটি বাইসাইকেল নিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পাগল ভেবে আটকায়। পরে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার মা ঘটনাস্থলে পৌঁছান।
প্রশাসনের হস্তক্ষেপের দাবি এলাকাবাসী ও অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শিশুটির বক্তব্য ভুক্তভোগী শিশুটি বলেন, মাদ্রাসার শিক্ষকরা তাকে ইট টানা ও বাড়ির কাজসহ নানা ধরনের কাজ করায়। এসব কাজ করতে না চাওয়ায় সে একাধিকবার পালানোর চেষ্টা করে। তার মা বিষয়টি জানার পর শিকল দিয়ে বেঁধে মাদ্রাসায় দিয়ে যান। পালানোর সময় স্থানীয়রা তাকে পাগল ভেবে আটক করে।
স্থানীয়দের অভিযোগ, চড়কগাছিয়া নূরানী ও হেফজ মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে এর আগেও শিশুদের দিয়ে বাড়ির কাজ করানোর অভিযোগ ছিল। তবে প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি।
মাদ্রাসার প্রধান রেদওয়ান ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার প্রতিষ্ঠান থেকে ইতিপূর্বে কয়েকজন হাফেজ হয়ে বের হয়েছে। হাফেজি পড়ার সময় এ ধরনের ছোটখাটো ঘটনা ঘটে। এছাড়া, ওই মেয়ের সাথে ‘জিন’ এসেছে বলে আমি তার পরিবারকে হুজুরের কাছে নেওয়ার পরামর্শ দিয়েছি।
ভোরের আকাশ/এসআই