সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় মিডফোর্ডে পাথর মেরে ব্যবসায়ীকে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে দশটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ,শিবচর শাখার উদ্যোগে এই বিক্ষো়ভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলটি শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ সড়কের চত্বরে এসে শেষ করে। সেখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের এর সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, স্থানীয় সাব রেজিস্ট্রার জামে মসজিদের পেশ ইমাম মুফতি বজলুর রহমান আরেফী, শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ইসলামি যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, কৃষিবিদ শাহীন শিকদারসহ প্রমুখ।
ভোরের আকাশ/
সংশ্লিষ্ট
জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পর্যায়ের প্রায় ৪০ জন নেতৃবৃন্দ দেশব্যাপী সফর করছেন। আগামীকাল রোববার (১৩ জুলাই) পিরোজপুরে আসছেন এনসিপির শীর্ষ নেতারা। শনিবার (১২ জুলাই) রাতে এসে পরদিন বিভিন্ন কর্মসূচি পালনের পর ঝালকাঠি রওনা দিবেন।দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, মূখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু প্রমুখ নেতারা এই সফরে অংশ নিচ্ছেন।এছাড়া খুলনা বিভাগীয় প্রধান দায়িত্বপ্রাপ্ত নেতা মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন-সহকেন্দ্রীয় কমিটির প্রায় ৪০ জন সদস্য পিরোজপুর সফরে অংশ নেবেন।জানা যায়, আজ শনিবার সন্ধ্যা ৭টায় পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত পথসভা করবেন। রাত সাড়ে ৯টায় সদর উপজেলার ইয়াসিন খার পুল সংলগ্ন একটি নূরানী মাদ্রাসায় নৈশভোজ ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরদিন রোববার (১৩ জুলাই) মূল পদযাত্রার ও পথসভা করবে দলটি। শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু করে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হবেন তারা। এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীলরা।ভোরের আকাশ/এসএইচ
রাজধানী ঢাকায় মিডফোর্ডে যুবদলের নেতা কর্তৃক পাথর মেরে ব্যবসায়ীকে বর্বরোচিত হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ১নং রেলগেট এলাকায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ছবি : ভোরের আকাশসমাবেশে বক্তারা বলেন, ঢাকার মিডফোর্টে ব্যবসায়ী সোহাগকে যুবদল কর্তৃক নৃশংস হামলাকারী সন্ত্রাসীদের বিচার, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিসহ চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের দাবী জানান। বিচার হীনতার সংস্কৃতি তৈরি করছে খুন -ধর্ষকদের। সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতিই দায়ী। রাস্ট্রেই খুনি ও ধর্ষক তৈরি করছে।বক্তাগণ আরো বলেন, সন্ত্রাস দখল দারিত্বের রাজনীতি বন্ধ করে আদর্শবাদী সুষ্ঠু ধারার রাজনীতিকে শক্তিশালি করার আহবান জানান।ছবি : ভোরের আকাশসমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ শাখার আহবায়ক কলি রানী বর্মন, জেলা সংগঠক কামরুল হাসান বসুনিয়া, কলেজ শাখার সদস্য সচিব জয়নুল ইসলাম, মোখলেছুর রহমান, কল্লোল বর্মন প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ
গাজীপুরের শ্রীপুরে ২০২৪ এর জুলাই আন্দোলনকে স্মরণ করতে আন্দোলনে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে "শ্রীপুরে জুলাই' শীর্ষক আলোচনা সভা।শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ।আলোচনা সভায় ২৪ এর আন্দোলনে অংশগ্রহনকারীরা তাদের স্মৃতিচারণ ও আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করে আলোচনা করেন।ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, ২৪ আন্দোলন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন ছিল। তাদের সফলতায় আজ আমাদের সামনে নতুন রাজনৈতিক বন্দোবস্থের পথ খুলেছে। আমরা নতুন এক বাংলাদেশের পথে হাটছি এখন। এ আন্দোলনে যারা নিজের জীবন উপেক্ষা করে অংশ নিয়ে সফল করেছেন তাদের আমরা সম্মান জানাতে ও শ্রীপুরে জুলাইকে স্মরনীয় করতেই এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ
ঢাকার আশুলিয়ার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।শনিবার (১২ জুলাই) সকাল ৬টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার একটি দুতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৩০), তার স্ত্রী সাবিনা বেগম (২৫), প্রতিবেশী ভাড়াটিয়া জয়নব বেগম (৩৫) ও জয়নবের ভাগিনা আশরাফুল ইসলাম (২৫)। তারা চারজনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন।দগ্ধ সাবিনার ভাই সোহেল রানা জানান, ভোরে রান্না ঘরে গ্যাস লিকেজের গন্ধ পান মিজানুর রহমান নামে এক ভাড়াটিয়া। তাৎক্ষণিক রান্নার জন্য সবাইকে নিষেধ করেন তিনি। তবে পাশের বাসার এক ভাড়াটিয়া নিষেধ না শুনেই রান্না শুরু করলে ঘটে বিস্ফোরণ।এতে রান্না ঘরের আশপাশে থাকা চারজনের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মিজানুরের শরীরের ২০ শতাংশ ও সাবিনার ১৮ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।এছাড়া বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এদের মধ্যে জয়নবের ৪৫ আর আশরাফুলের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ