সংগৃহীত ছবি
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে। এরপর নিথর দেহটাকে সড়কে ফেলে তার ওপর দাঁড়িয়ে চলেছে প্রকাশ্য উন্মত্ততা। শত শত মানুষের সামনে নৃশংস এই ঘটনাটি ঘটেছে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা প্রতিবাদ। অনেকেই ভিডিওটি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। সেই কাতারে আছে নির্মাতা আশফাক নিপুন।
আশফাক নিপুন তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, চাঁদাবাজি/ব্যবসা নিয়ন্ত্রণ/পার্সেন্টেজ যে নাম আর কারণই দেওয়া হোক না কেন, মিটফোর্ড হাসপাতালের ভেতরে প্রকাশ্য দিবালোকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে যে নৃশংসভাবে হত্যা আর (বুক আর মাথার ওপর বিশাল পাথর ফেলে ফেলে) উলঙ্গ করে রাস্তায় ফেলে মৃতদেহের ওপর লাফিয়ে লাফিয়ে উল্লাস করা হলো শত শত মানুষের সামনে, এই ভয়াবহ ঘটনা এবং ভিডিও লিটমাস টেস্ট হয়ে থাকল অদূর ভবিষ্যতে ভোটের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন তাদের জন্য।
এরপর প্রশ্ন করে আরও লিখেছেন, আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন? নাকি সাধারণ মানুষকে ক্ষমতায়িত করবেন? আপনারা কি এই চাঁদাবাজদের সেবা করবেন? নাকি সাধারণ মানুষের সেবা করবেন? আপনারা কি ‘সন্ত্রাসী সন্ত্রাসীই, সে যে দলেরই হোক না কেন’ বলে আইন এবং বিচারের শাসন নিশ্চিত করবেন? নাকি ঘটনার পর ‘অমুক সন্ত্রাসী আমার দলের কেউ না’ বলে দায় সারবেন?
নির্মাতা আরও লিখেছেন, আমরা ‘রোগী মরিবার পরে ডাক্তার সাহেব আসিলেন’ দেখতে চাই না আর। এই দেশেরই প্রবল প্রতাপশালী সরকার প্রধান, তার পরিবারসহ লেজ তুলে পালাতে বাধ্য হয়, যখন সাধারণ মানুষ লাল কার্ড দেখায়। মানুষ যেন আবার লাল কার্ড না দেখায়, সেই ভয়টা রাখেন। সেভাবে কাজ করেন। সোহাগ হত্যাকারী গ্রেপ্তারকৃত মহিন আর তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে কার্যকর করা হোক।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে। এরপর নিথর দেহটাকে সড়কে ফেলে তার ওপর দাঁড়িয়ে চলেছে প্রকাশ্য উন্মত্ততা। শত শত মানুষের সামনে নৃশংস এই ঘটনাটি ঘটেছে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে। এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা প্রতিবাদ। অনেকেই ভিডিওটি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। সেই কাতারে আছে নির্মাতা আশফাক নিপুন। আশফাক নিপুন তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, চাঁদাবাজি/ব্যবসা নিয়ন্ত্রণ/পার্সেন্টেজ যে নাম আর কারণই দেওয়া হোক না কেন, মিটফোর্ড হাসপাতালের ভেতরে প্রকাশ্য দিবালোকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে যে নৃশংসভাবে হত্যা আর (বুক আর মাথার ওপর বিশাল পাথর ফেলে ফেলে) উলঙ্গ করে রাস্তায় ফেলে মৃতদেহের ওপর লাফিয়ে লাফিয়ে উল্লাস করা হলো শত শত মানুষের সামনে, এই ভয়াবহ ঘটনা এবং ভিডিও লিটমাস টেস্ট হয়ে থাকল অদূর ভবিষ্যতে ভোটের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন তাদের জন্য।এরপর প্রশ্ন করে আরও লিখেছেন, আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন? নাকি সাধারণ মানুষকে ক্ষমতায়িত করবেন? আপনারা কি এই চাঁদাবাজদের সেবা করবেন? নাকি সাধারণ মানুষের সেবা করবেন? আপনারা কি ‘সন্ত্রাসী সন্ত্রাসীই, সে যে দলেরই হোক না কেন’ বলে আইন এবং বিচারের শাসন নিশ্চিত করবেন? নাকি ঘটনার পর ‘অমুক সন্ত্রাসী আমার দলের কেউ না’ বলে দায় সারবেন?নির্মাতা আরও লিখেছেন, আমরা ‘রোগী মরিবার পরে ডাক্তার সাহেব আসিলেন’ দেখতে চাই না আর। এই দেশেরই প্রবল প্রতাপশালী সরকার প্রধান, তার পরিবারসহ লেজ তুলে পালাতে বাধ্য হয়, যখন সাধারণ মানুষ লাল কার্ড দেখায়। মানুষ যেন আবার লাল কার্ড না দেখায়, সেই ভয়টা রাখেন। সেভাবে কাজ করেন। সোহাগ হত্যাকারী গ্রেপ্তারকৃত মহিন আর তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে কার্যকর করা হোক।ভোরের আকাশ/জাআ
রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মা ও ৩ সন্তান দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।দগ্ধ ব্যক্তিরা হলেন ভ্যানচালক মো. রিপন পেদা (৩৫), তাঁর স্ত্রী মোছা. চাঁদনী (২৪), ছেলে তামিম পেদা (১৬), রোকন পেদা (১৪) ও মেয়ে আয়েশা (১)।বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিমের ৪২, রোকনের ৬০ ও আয়েশা ৬৩ শতাংশ পুড়ে গেছে।দগ্ধ চাঁদনীর মামা জাকির হোসেন বলেন, পাঁচতলা বাড়িটির নিচতলায় এক কক্ষে পরিবারটি ভাড়া থাকে। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। তাঁরা ঘুমে থাকা অবস্থায় কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরিবারটির পাঁচ সদস্যই দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।জাকির হোসেন আরো বলেন, কক্ষটিতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে পরিবারটির সদস্যরা কিছু জানাতে পারেননি।দগ্ধ রিপনের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী।ভোরের আকাশ/জাআ
রাজধানীর বাড্ডা থেকে শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বৃহস্পতিবার (১০ জুলাই) র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বাড্ডা থানার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এলাকা থেকে ২ রাউন্ড গুলিভর্তি দু’টি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি আভিযানিক দল।এ বিষয়ে উত্তরার র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় কয়েল ধরাতে গিয়ে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তার মেয়ে রাফিয়া (সাড়ে ৩ বছর)। দগ্ধরা যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের খাদেমুল কোরআন মহিলা মাদ্রাসার গলির ৩১/১ ভবনের নিচতলায় ভাড়া থাকেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত দুইটার দিকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির শরীরের ৪৫ শতাংশ ও শিশু রাফিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, রাতে মশার কয়েল ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণে তারা তিনজন দগ্ধ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাস লাইনের কোথাও লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।ভোরের আকাশ/এসএইচ