মাসুদ রানা,বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৬ মে ২০২৫ ০৯:৪৪ পিএম
বরিশালে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আগ্নেয়াস্ত্র ব্যবহারে আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
মঙ্গলবার(৫ মে) সকালে বিএমপি’র রূপাতলীস্থ পুলিশ লাইন্স ট্রেনিং ইউনিটে শুরু হয়েছে তিনদিনব্যাপী কর্মশালা।
কর্মশালার উদ্বোধন করেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
তিনি বলেন, পুলিশ সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিপুণতা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ জরুরি। পেশাদারিত্ব বজায় রেখে জনসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/সিএসবি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, সহকারি পুলিশ কমিশনার ও বিএমপি স্টাফ অফিসার প্রণয় রায়।
প্রশিক্ষণ কর্মশালায় কনস্টেবল ও এএসআই পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। কর্মশালায় আগ্নেয়াস্ত্র ব্যবহারের কৌশল, নিরাপত্তা বিধান, রক্ষণাবেক্ষণ ও প্রাসঙ্গিক আইন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
ভোরের আকাশ/আমর