ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরে অবস্থিত সুর ছন্দ সংগীত একাডেমির আয়োজনে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বরিশাল বেতারের সংগীত শিল্পীসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সংগীত পরিচালনা করেন, সংগীত শিক্ষক বনানী হালদার।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার, সুর ছন্দ সংগীত একাডেমির সভাপতি আশুতোষ মিস্ত্রি, সম্পাদক শ্যামল হালদার, মাস্টার জাহাঙ্গীর হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি মাসুম বিল্লাহ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কাজী (ইউএনও) নাহিদ ইভা।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রী শ্রী জিউর আখড়া দূর্গা মন্দির, কুলেশ্বরী বাড়ী কালি মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় প্রসাশনের প্রতি সন্তোষ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।পরিদর্শনকালে ইউএনও কাজী নাহিদ ইভা পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, মন্ডপে প্রবেশ ও প্রস্থান পথ, বিদ্যুৎ সংযোগ এবং সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।এছাড়া সকল ধরনের অপপ্রচার, উসকানি কিংবা গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। তাছাড়া কোন অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন অনলাইন প্লাটফর্মের খবর যাচাই বাছাই না করে প্রতিক্রিয়া দেখানো পরিহার করতে বলেন। তিনি পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ, নামাজের সময়সূচির ফেস্টুন মন্দিরে প্রদশর্নের জন্য প্রদান করেন। এবছর উপজেলায় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৬টি (দুটি ব্যক্তিগত) মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কোথাও রংতুলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে দেবীকে পাশাপাশি চলছে আলোকসজ্জা। মন্দিরে প্রবেসের রাস্তাঘাটও সংস্কার করছেন প্রশাসন।জেলা প্রসাশক ফৌজিয়া খান পরে অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার উপজেলার বিভিন্ন মন্ডব পরিদর্শন করে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।ভোরের আকাশ/জাআ
খাগড়াছড়িতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা অবরোধের মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসন।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি থাকবে। খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে তাই ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ০২.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় এই আদেশ জারি করা হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। শনিবার সকাল থেকে অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ি জেলা সদরের সঙ্গে দীঘিনালা,পানছড়ি, রামগড়, মহালছড়িসহ ৯ উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভোরের আকাশ/এসএইচ
চট্টগ্রামের সাতকানিয়ায় শাহীন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে মনজুর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, খোরশেদ আলম, আবদুস সবুর, মোজাফফর, শাহাদত হোসেন, নোমান ও জিয়াবুল সওদাগরসহ আরও অনেকে।মানববন্ধনে বক্তারা বলেন, “নিহত শাহীনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলনের কর্মসূচি আরও বেগবান করা হবে।”উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে উপজেলার বাজালিয়া এলাকায় শাহীনের শ্বশুরবাড়িতে স্বামী, শাশুড়ি ও দেবর মিলে তাঁকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। নিহত শাহীনের ৩ বছরের এক ছেলে ও ৮ মাসের এক মেয়ে সন্তান রয়েছে।ভোরের আকাশ/জাআ
অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় রংপুরের মাই টিভি প্রতিনিধি মাহমুদুল হাসানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর ২০২৫ পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপকসহ মামলায় ৪ জনকে আসামী করা হয়েছে এছাড়াও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ।উল্লেখ্য, গত ২০২৫ সালের ২৯ এপ্রিল বিকেলে কুরিয়ার সার্ভিসে ওই প্রতিনিধির নামে দুটি পার্সেল আসে। এতে দুটি কাফনের কাপড়ের সঙ্গে দুটি প্রিন্ট করা চিঠি ছিল। চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়। মাই টিভিতে কয়েকটি ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় এ ঘটনা ঘটেছে বলে জানান মাই টিভির রংপুর ব্যুরোপ্রধান মাহমুদুল হাসান। কাফনের কাপড় ও চিঠিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে। প্রেরকের ঠিকানায় পীরগঞ্জের আরেক সাংবাদিক মিলনের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয় ।চিঠির একটি খামে লেখা " অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি তোর কারণে। এবার আমার খেলা শুরু। ঠিকমতো পছন্দের খাবার খেয়ে নে রে হারামখোর।’ অপর খামে লেখা ‘ভাটা মালিকের কাজই মূলত সব সময় আগুন নিয়ে খেলা করা, তোর সময় শেষ, রংপুর মিঠাপুকুর বা সুবিধামতো জায়গা পেলেই খেল খতম। অপেক্ষার প্রহর গণনা শুরু।ঘটনার উদঘাটন করতে গিয়ে দেখা যায়, গোবিন্দগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পুরো দিনের সিসি ফুটেজ সংরক্ষিত থাকলেও পার্সেল বুকিং এর সময়কার মাঝখানের সিসি ফুটেজ উধাও। পার্সেল বুকিংকারীর নাম ঠিকানা ব্যবহার করলেও তার ভোটার আইডিকার্ড সংরক্ষণ করেনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দায়িত্বরা । বুকিং এ যার নাম ও ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে তা একজন সাংবাদিকের। বুকিং ও সিসি ফুটেজের বিষয়ে তেমন উত্তর দিতে পারেনি শাখা ব্যবস্থাপক।এর আগেও রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরায় নকল গো-খাদ্য ভুষি তৈরির কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়েও হামলার শিকার হয়েছিলেন সাংবাদিক মাহমুদুল হাসানসহ তিনজন সংবাদকর্মী ।মুঠোফোনে ভুক্তভোগী সাংবাদিক মাহমুদুল হাসান প্রতিবেদককে জানান, পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি নিয়ে বেশ কয়েকটা সংবাদ করেছি এবং তার বিষয়ে যেনো সংবাদ প্রকাশ না করি সে বিষয়ে তার স্ত্রী ও বিভিন্ন লোক মারফতে বাঁধা নিষেধ করেছেন এবং হুমকিও প্রদান করেছেন। এমনকি মামলা করার দুদিন আগেও আমার এক সহকর্মীকে বলেছেন দেখি ওই সাংবাদিকের কতোবড় ক্ষমতা আমার নামে মামলা দিয়েই কিছুই করতে পারবে না। পরে যেনো সামাল দেয়, সে সাংবাদিক হয়েছে তো কি হয়েছে। এভাবেই আমাকে হুমকি দিয়ে আসছিলেন টিটিসির অধ্যক্ষ মহিবুল ইসলাম। সে কারণে ক্ষুব্ধ হয়ে আমাকে ভয়ভীতি প্রদর্শনসহ হত্যার উদ্দেশ্যে এসব করেছে । আমি অনুরোধ করছি এই ঘটনার সাথে যারাই জড়িত আছে প্রশাসন যেনো সুষ্ঠু তদন্তসহ মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে৷রংপুর রিপোটার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, সাংবাদিকদের কন্ঠরোধ করতে নানা সময়ে সাংবাদিকদের ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয় দুষ্কৃতকারীরা এটা স্বাধীন সাংবাদিকতায় ব্যাপক প্রভাব ফেলে। এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।এ সময় তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল বলেন, সারা দেশে যেভাবে সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে এভাবে হামলা চলতে থাকলে এই পেশায় ভালো মানুষ আর আসতে চাইবে না। যারা সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন যেনো ব্যবস্থা নেন এবং অপরাধীরা যেনো কোনোভাবেই ছাড় না পায়।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আর ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।সাংবাদিকরা মনে করেন, সাংবদিককে কাফনের কাপড় পাঠানো শুধুমাত্র একটি ভয় দেখানো নয়, এটি স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। পীরগঞ্জের এই ঘটনা বাংলাদেশের আঞ্চলিক সাংবাদিকদের জন্য এক ধরনের সতর্কবার্তা হয়ে উঠেছে। দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনা না হলে শুধু একজন সাংবাদিক নয়, পুরো গণমাধ্যম সম্প্রদায়ের জন্য নিরাপত্তাহীনতার পরিবেশ আরও তীব্র হবে।ভোরের আকাশ/জাআ