দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ০১:১৪ পিএম
ছবি : ভোরের আকাশ
ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক সাড়ে ১০টায় স্টেশন প্ল্যাটফর্ম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার জাইদি মোড়া নয়াপাড়ার নুর হোসাইনের ছেলে জাহেদ হোসেন (২৩) এবং কক্সবাজার সদর থানার পাহাড়তলী এলাকার মৃত উসমান গনির স্ত্রী আয়েশা আক্তার (৪৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী রেলওয়ে স্টেশনে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানিক দল সেখানে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জাহেদ হোসেন ও আয়েশা আক্তার কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো পাঁচটি বান্ডিল থেকে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানান, ফেনীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য দুই লাখ সত্তর হাজার টাকা।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.