ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ০১:৩৮ পিএম
ছবি : ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখায় পুরষ্কার বিতরণ করা হয়।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষ ক্ষণিকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা সুলতানা রুম্পার সভাপতিত্বে, পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফুল ইসলামের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ সাদিয়া ফারুক, মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ মাখরুজা আক্তার।
আলোচানা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মিদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ বছর শ্রীপুর উপজেলা ও গাজীপুর জেলা পর্যায়ে টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মকবুল হোসাইন।
উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তানিয়া আক্তার। উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে তেলিহাটি ইউনিয়ন পরিষদ। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে বরমি মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন রাজাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিনারা খাতুন, উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২/গ ইউনিটে কর্মরত হাসিনা বেগম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মায়ামনি, রেজাউল করিম, হোসনেয়ারা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইলিয়াছ কামাল, জাকারিয়া আকন্দ,ইয়াছিন আরাফাত, সাকিব হাসান, জাকির হোসেনসহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ