হত্যা মামলার বাদীকে হুমকি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ০১:২৬ পিএম
আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
নেত্রকোনার আটপাড়ার পাহাড়পুর গ্রামের আবদুল লতিফ হত্যা মামলার বাদী ও স্বজনদের হত্যার হুমকি দেওয়ায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার নেত্রকোনা জেলা শহরের শাহ সুলতান রোডের উপজেলা মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এক চেম্বারে ভুক্তভোগীর পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হত্যা মামলার বাদী, নিহতের ভাতিজা আটপাড়ার পাহাড়পুর গ্রামের মৃত আবদুল গণির ছেলে মো. শামীম জাহান মিঠু।
তিনি তার বক্তব্যে বলেন, আমার চাচা আবদুল লতিফের সঙ্গে বেশ কিছুদিন ধরে আসামিদের পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে গত বছরের ১২ আগস্ট সন্ধ্যায় একই গ্রামের হাসমত উল্লাহ, মো. আলম মিয়া ও তাদের লোকজন গ্রামের জলাশয় থেকে মাছ নিয়ে যাওয়ার কথা বলে আমার ছোট ভাই মো. সজীব জাহানের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তাকে মারধর করে।
বিষয়টি মীমাংসার জন্য আমার চাচা আবদুল লতিফ এগিয়ে গেলে এলাকার তালুকদারের মোড়ে তাকে মারপিট শুরু করে ও রামদা দিয়ে কুপিয়ে আহত করে। তার চিৎকারে সজীব এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একই বছরের ১৫ আগস্ট আটপাড়া থানায় আমি, মো. শামীম জাহান মিঠু বাদী হয়ে একই গ্রামের মো. হাসমত উল্লাহ, মো. আলম মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করি।
এর মধ্যে কয়েকজন আদালত থেকে জামিনে বাড়ি ফিরে এসেছে। কিন্তু মামলার অন্য আসামিদের পুলিশ গ্রেপ্তার করেনি। তারা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে।
তিনি আরও বলেন, হত্যা মামলার আসামিরা আমাকে, আমার ভাই, চাচা ও পরিবারের অন্য সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। এতে করে আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভোরের আকাশ/এসএইচ
হত্যা মামলার বাদীকে হুমকি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২২ ঘন্টা আগে
আপডেট : ২২ ঘন্টা আগে
আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
নেত্রকোনার আটপাড়ার পাহাড়পুর গ্রামের আবদুল লতিফ হত্যা মামলার বাদী ও স্বজনদের হত্যার হুমকি দেওয়ায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার নেত্রকোনা জেলা শহরের শাহ সুলতান রোডের উপজেলা মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এক চেম্বারে ভুক্তভোগীর পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হত্যা মামলার বাদী, নিহতের ভাতিজা আটপাড়ার পাহাড়পুর গ্রামের মৃত আবদুল গণির ছেলে মো. শামীম জাহান মিঠু।
তিনি তার বক্তব্যে বলেন, আমার চাচা আবদুল লতিফের সঙ্গে বেশ কিছুদিন ধরে আসামিদের পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে গত বছরের ১২ আগস্ট সন্ধ্যায় একই গ্রামের হাসমত উল্লাহ, মো. আলম মিয়া ও তাদের লোকজন গ্রামের জলাশয় থেকে মাছ নিয়ে যাওয়ার কথা বলে আমার ছোট ভাই মো. সজীব জাহানের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তাকে মারধর করে।
বিষয়টি মীমাংসার জন্য আমার চাচা আবদুল লতিফ এগিয়ে গেলে এলাকার তালুকদারের মোড়ে তাকে মারপিট শুরু করে ও রামদা দিয়ে কুপিয়ে আহত করে। তার চিৎকারে সজীব এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একই বছরের ১৫ আগস্ট আটপাড়া থানায় আমি, মো. শামীম জাহান মিঠু বাদী হয়ে একই গ্রামের মো. হাসমত উল্লাহ, মো. আলম মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করি।
এর মধ্যে কয়েকজন আদালত থেকে জামিনে বাড়ি ফিরে এসেছে। কিন্তু মামলার অন্য আসামিদের পুলিশ গ্রেপ্তার করেনি। তারা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে।
তিনি আরও বলেন, হত্যা মামলার আসামিরা আমাকে, আমার ভাই, চাচা ও পরিবারের অন্য সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। এতে করে আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভোরের আকাশ/এসএইচ