পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ০৯:১৬ পিএম
ছবি: ভোরের আকাশ
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের নাপ্তারখাল এলাকা থেকে দুটি হরিণের মাথাসহ প্রায় ৪০ কেজি মাংস জব্দ করেছে নৌপুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে এ অভিযান চালানো হলেও বুধবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে নৌপুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় পাচারকারীরা মাংস ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি মাথাসহ তিন বস্তায় রাখা প্রায় ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআই সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন ও বনবিভাগকে অবহিত করার পর তাদের উপস্থিতিতে জব্দ করা মাংস কেরোসিন ঢেলে মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের পাশ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র হরিণ শিকার ও পাচার করে আসছে। নিয়মিত অভিযান চালানো হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
ভোরের আকাশ/জাআ