কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ০২:১৫ পিএম
ছবি : ভোরের আকাশ
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৪১০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ প্রণোদনার মধ্যে রয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ে সম্মুখে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন সানি, কটিয়াদী ব্লকের উপসহকারী মইনুল ইসলামসহ অন্যান্য উপসহকারী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর এলাকার ৪১০ জন কৃষক এ সহায়তা পাচ্ছেন।
ভোরের আকাশ/মো.আ.