কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। এ সময় তাকে বহন করা গাড়ি ভাঙচুর করে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মহাসচিবের ভাইয়ের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর আটকাতে গিয়ে আহত হয়েছেন উজ্জল নামে বিএনপির এক কর্মী। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, উপজেলা বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সমিরউদ্দীন স্মৃতি কলেজে দুই ঘণ্টা ধরে উত্তেজনা চলছিল। ফলাফল ঘোষণার সাহস পাচ্ছিলেন না উপজেলা বিএনপির সম্মেলনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা লোকজন। পরে অনুরোধের প্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে রাত ৮টায় ভোটকেন্দ্রে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। ফলাফল ঘোষণা করে ফেরার সময় তার ওপর চেয়ার ছুড়ে মারেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তার গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, ফলাফল ঘোষণার পর তৃতীয় তলা থেকে নিচে নামার সময় হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাড়িতে থাকা জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা রাশেদ আলী জানান, কোনোমতে ভাইকে রক্ষা করেছি। সঙ্গে যারা ছিল, তারা অন্য গাড়িতে করে মহাসচিবের ভাইকে পার করে দিয়েছি। তবে রাতে আলো কম থাকায় হামলাকারীদের চিনতে পারিনি।
এর আগে দুপুর আড়াইটার সময় বালিয়ডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে গণনার সময় সভাপতি পদে দুই ভোট নিয়ে উত্তেজনা তৈরি হয়। এরপর অবরুদ্ধ হয়ে যায় জেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা।
পরে সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ আলমকে সভাপতি এবং ড. টিএম মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক এবং অয়ন চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
কালের সমাজ//হ.র
সংশ্লিষ্ট
'গাছ লাগান পরিবেশ বাঁচান'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৩ জুলাই) সকাল ১০ টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ব্যাচ-২০১৯ বন্ধুদের উদ্দ্যোগে মাসব্যাপী ধারাবাহিক এ কর্মসূচির উদ্বোধন করা হয়।সাংবাদিক রিফাতুন্নবী রিফাতের নেতৃত্বে ওই ইউনিয়নের মধ্যমকুমেদপুর শাহ্ জাফর সাদী (রহঃ) নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সিনিয়র শিক্ষক হাফেজ মো. সোহেল রানা আকন্দ, সহকারী শিক্ষক হাফেজ মো. সোহেল রানা, রিয়াজুল ইসলাম রিয়াদ, মিজানুর রহমান মিজান, রমজান হোসেন রনি, শাকিল মিয়াসহ এসএসসি ব্যাচ-২০১৯ এর শিক্ষার্থীরা।ভোরের আকাশ/জাআ
গাজীপুরের কাপাসিয়া সদর বাজার-তরগাঁও খেয়াঘাটে পারাপারে ইজারাদারের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় এবং খেয়াঘাটের মাঝিদের কাছ থেকে চাঁদা দাবির প্রতিবাদে শনিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।মানববন্ধন কর্মসূচিতে খেয়াঘাটের মাঝি, দৈনিক পারাপার হওয়া শিক্ষার্থীসহ শতাধিক এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা অবিলম্বে ইজারাদারের সকল অনিয়ম বন্ধ করে সরকারি নিয়ম মেনে যাত্রীসেবা ও মাঝিদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানান বক্তারা।জানা যায়, কাপাসিয়া বাজার-তরগাঁও খেয়াঘাটটি চলতি বছরের পহেলা জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত এক বছর মেয়াদে প্রায় ১ লাখ টাকায় ইজারা নেন শাহনারা পারভীন নামে তরগাঁও এলাকার এক নারী।গাজীপুর জেলা পরিষদ থেকে ইজারার বিজ্ঞপ্তিতে প্রথমবার একজন পেশাদার পাটনীকে দেওয়ার শর্ত উল্লেখ করা হয়েছে।ওই বিজ্ঞপ্তির ৫ নং শর্তে উল্লেখ রয়েছে-ইজারা গ্রহীতা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ‘টোল রেইট’ সর্ব সাধারণের জ্ঞাতার্থে সংশ্লিষ্ট খেয়াঘাটের প্রকাশ্য স্থানে লটকিয়ে রাখার ব্যবস্থা করবেন এবং ইজারা গ্রহিতা নির্ধারিত হারে টোল আদায় করতে বাধ্য থাকবেন। নির্ধারিত হারের অতিরিক্ত টোল আদায় করলে ইজারা বাতিল করা হবে এবং ইজারা গ্রহিতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।গাজীপুর জেলা পরিষদ থেকে সর্বশেষ জারিকৃত ১ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে অফিস আদেশে খেয়াঘাটের টোল হার অনুযায়ী প্রতিজন যাত্রীর কাছ থেকে ৪ টাকা টোল আদায় করা যাবে এবং শিক্ষার্থীরা বিনা মাশুলে যাতায়াত করতে পারবে। কিন্তু ওই খেয়াঘাটের নতুন ইজারাদার সকল ধরনের যাত্রীর কাছ থেকে জনপ্রতি ১০ টাকা হারে টোল আদায় করে তাদেরকে নিজস্ব ইঞ্জিন চালিত ট্রলারে একবার পার করে দিচ্ছেন। এখানে শিক্ষার্থীদেরকেও প্রতিবার ১০ টাকা হারে টোল দিতে হচ্ছে।ওই খেয়াঘাট দিয়ে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কাপাসিয়া টেকনিকেল স্কুলের শিক্ষার্থীসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘাট দিয়ে স্কুল খোলার দিনগুলোতে দুইবার আসা যাওয়া করে।উপজেলা সদরের কলেজ রোডের শিক্ষার্থী মোঃ ফাহিম জানান, তিনি কাপাসিয়া টেকনিকেল স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী। তাকে এখন প্রতিদিন খেয়া পারাপার হতে গিয়ে বিশ টাকা দিতে হয়। তাদের পক্ষে এ টাকা দেওয়া খুবই কষ্টকর।ওই খেয়াঘাটের মাঝি লুলু মিয়া (৭৫) জানান, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি এ ঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু এই ইজারাদারের কারণে এখন আর এ পেশায় টিকে থাকতে পারবেন না বলে আক্ষেপ করছিলেন। ইজারাদারের লোকজন এ ঘাটে কর্মরত ৩৫-৪০ জন মাঝির কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা দাবি করছেন।এ টাকা না দেওয়ায় ইজারাদার যাত্রীদের কাছ থেকে ঘাটে ১০ টাকা হারে টোল আদায় করে দুটি ট্রলারে পারাপার করে দেন। সেজন্য এখন তারা তেমন কোনো যাত্রীই পাচ্ছেন না। তিনি গত শুক্রবার সারাদিনে মাত্র ৩৫ টাকা উপার্জন করেছেন বলে দাবি করেন। তার মতো অবস্থা সকল মাঝিদের।তরগাঁও এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমান ইজারাদারের লোকজনের কাছে সকল শ্রেণির যাত্রী এবং কর্মরত মাঝিরা জিম্মি হয়ে পড়েছেন। বিষয়টি সুরাহার উদ্যোগ নিয়েও তিনি ব্যর্থ হয়েছেন।এ বিষয়ে শাহানারা পারভীনের ছেলে মোঃ শরীফ জানান, তারা জেলা পরিষদের লোকজনের অনুমতি নিয়েই ঘাটে পাঁচ টাকা এবং ট্রলারের জন্য পাঁচ টাকা করে প্রতিজন যাত্রীর কাছ থেকে আদায় করছেন। আর শিক্ষার্থীদের কাছ থেকে শুধু ট্রলারের জন্য পাঁচ টাকা আদায় করছেন। আর গত ১২ দিন যাবৎ মাঝিদের কাছ থেকে এক টাকাও নেননি তিনি। তবে বিগত বছরগুলোর ন্যায় মাঝিদেরকে তার সাথে সমন্বয় করে দৈনিক কিছু টাকা দেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম জানান, খেয়াঘাটের ইজারার বিষয়টি জেলা পরিষদ কার্যালয়ের। এলাকাবাসীর অভিযোগ পেলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/জাআ
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও ‘জুলাই শহিদ দিবস’ আগামী ১৬ জুলাই পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।রোববার (১৩ জুলাই) দিনটি উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষে ক্যাম্পাসে ৬২ ঘণ্টার জন্য বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ১৬ জুলাই ২০২৫ শহীদ আবু সাঈদ-এর ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘জুলাই শহিদ দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি গ্রহণের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৩ জুলাই রোববার সন্ধ্যা ৭টা থেকে আগামী ১৬ জুলাই বুধবার সকাল ৯টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বেরোবির সকল শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ বিষয়ে বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে। যাতে ক্যাম্পাসে কেউ কোনো ধরনের শৃঙ্খলা নষ্ট না হয়। ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে কার্ড থাকলে প্রবেশের ক্ষেত্রে কোন সমস্যা হবে না।এক্ষেত্রে নবীন শিক্ষার্থী যারা এখনও স্টুডেন্ট আইডি কার্ড পায়নি তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সব বিভাগীয় প্রধানদের বলে দেব শিক্ষার্থীরা যেন প্রক্টর অফিস থেকে কার্ড নিয়ে নেয়।এ দিকে আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা। দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন থাকবেন প্রধান অতিথি। এই দিনে বিশ্ববিদ্যালয়ে অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। তারা হলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।সার্বিক বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাৎবার্ষিকীতে থাকবেন চার উপদেষ্টা। এছাড়া আরও ২১ জন শহীদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।ভোরের আকাশ/এসএইচ
রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।এর আগে শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত ইফতেখারুল ইসলাম শুভ রংপুর মহানগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, আহত জয়নাল আবেদীন বাপ্পী, আহত রমজান আলী ও আহত শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তার শুভ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার এজহারভুক্ত আসামি।ভোরের আকাশ/এসএইচ